ETV Bharat / entertainment

Dev And Others on Projapati: বিতর্ক নয়, 'প্রজাপতি' উড়ছে তার নিজস্ব গুণে: সাফ জবাব দেবের - Team Projapati Celebrate their 50 days Journey

তর্ক-বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে হলে এখন রঙিন ডানা মেলে উড়ছে 'প্রজাপতি' । 50 দিন পার করে এখন ধীরে ধীরে নতুন মাইল ফলক ছোঁয়ার দিকে এগিয়ে চলেছে এই ছবি । এবার এই সাফল্য়ের পর জয়ের আনন্দে মাতলেন সকলে (Projapati Success Bash)।

Etv Bharat
তর্ক বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে হলে এখন রঙিন ডানা মেলে উড়ছে প্রজাপতি
author img

By

Published : Feb 11, 2023, 12:52 PM IST

Updated : Feb 11, 2023, 5:03 PM IST

প্রজাপতির হাফ সেঞ্চুরিতে সিলেব্রশনে টিম প্রজাপতি

কলকাতা, 11 ফেব্রুয়ারি: একদিন দু'দিন নয়, পাক্কা পঞ্চাশ দিন পার করল অভিজিৎ সেন পরিচালিত দেব, মিঠুন জুটির বাংলা ছবি 'প্রজাপতি' । এই ছবির হাত ধরেই অনেকদিন পর বাংলা ছবিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী । একইসঙ্গে কয়েক দশক পর মমতা শঙ্করের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন মিঠুন চক্রবর্তী । নন্দনে জায়গা পায়নি ঠিকই তবে সারা দেশ জুড়ে ব্যবসা করে দেখিয়ে দিল এই ছবি । বিভিন্ন সূত্রের খবর বলছে প্রায় দশ কোটি পার করে ফেলেছে ছবির ব্যবসা । অর্থাৎ দেবের এই ছবিকে বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রশ্নের অবকাশ নেই।

Dev And Others on Projapati
তর্ক বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে হলে এখন রঙিন ডানা মেলে উড়ছে প্রজাপতি

দর্শকের ভালো লেগেছে টলিউডের নতুন জুটি দেব-শ্বেতা এবং পুরনো জুটি মিঠুন- মমতাকে । উপরি পাওনা মিঠুন চক্রবর্তীর সাবলীল অভিনয় । তাঁকে ঘিরে একটা সময়ে শুরু হয় বিতর্ক । ছবিতে তাঁর অভিনয় নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেই সব ভুলে 'প্রজাপতি' আজ পঞ্চাশ দিন পার করল । প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি । মুক্তির প্রথম সপ্তাহেই মোট 2.17 কোটি টাকা আয় করে এই ছবি, যা বেশ প্রশংসনীয় । তখনই আভাস মিলেছিল দেশ জুড়ে নয়া মাইল ফলক ঠিকই স্থাপন করবে এই ছবি । গত 30 ডিসেম্বর সারা দেশে মুক্তি পায় 'প্রজাপতি' (Projapati Success Bash)।

Dev And Others on Projapati
50 দিন পার করে এখন ধীরে ধীরে নতুন মাইল ফলক ছোঁয়ার দিকে এগিয়ে চলেছে এই ছবি

দেবের কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, বিতর্ক কী ছবির ব্যবসা আর জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়িয়ে দেয়? দেব বলেন, "বিতর্ক নিয়ে একদিন ছবি চালানো যায়, পঞ্চাশ দিন চালানো যায় না । প্রজাপতি বিতর্কের কারণে ব্যবসা করেছে ধরে নিলে ভুল হবে । এর কনটেন্ট, আমাদের সকলের পরিশ্রম আজকের পঞ্চাশ দিনের মুখ দেখাল । মানুষ ছবিটাকে ভালোবেসে দেখেছে ।" নবীনা সিনেমা হলে এদিন কেক কেটে পঞ্চাশ দিনের সেলিব্রেশনে মেতে ওঠেন দেব, পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী, কৌশানি মুখোপাধ্যায়, মমতা শঙ্কর। একশো দিনের সেলিব্রেশন নিয়ে আশায় বুক বাঁধছেন বাংলার সুপারস্টার দেব-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন: জন্মদিনে 'মিমি ইন প্যারিস', দেখুন কী কী করছেন নেত্রী ?

প্রজাপতির হাফ সেঞ্চুরিতে সিলেব্রশনে টিম প্রজাপতি

কলকাতা, 11 ফেব্রুয়ারি: একদিন দু'দিন নয়, পাক্কা পঞ্চাশ দিন পার করল অভিজিৎ সেন পরিচালিত দেব, মিঠুন জুটির বাংলা ছবি 'প্রজাপতি' । এই ছবির হাত ধরেই অনেকদিন পর বাংলা ছবিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী । একইসঙ্গে কয়েক দশক পর মমতা শঙ্করের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন মিঠুন চক্রবর্তী । নন্দনে জায়গা পায়নি ঠিকই তবে সারা দেশ জুড়ে ব্যবসা করে দেখিয়ে দিল এই ছবি । বিভিন্ন সূত্রের খবর বলছে প্রায় দশ কোটি পার করে ফেলেছে ছবির ব্যবসা । অর্থাৎ দেবের এই ছবিকে বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রশ্নের অবকাশ নেই।

Dev And Others on Projapati
তর্ক বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে হলে এখন রঙিন ডানা মেলে উড়ছে প্রজাপতি

দর্শকের ভালো লেগেছে টলিউডের নতুন জুটি দেব-শ্বেতা এবং পুরনো জুটি মিঠুন- মমতাকে । উপরি পাওনা মিঠুন চক্রবর্তীর সাবলীল অভিনয় । তাঁকে ঘিরে একটা সময়ে শুরু হয় বিতর্ক । ছবিতে তাঁর অভিনয় নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সেই সব ভুলে 'প্রজাপতি' আজ পঞ্চাশ দিন পার করল । প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি । মুক্তির প্রথম সপ্তাহেই মোট 2.17 কোটি টাকা আয় করে এই ছবি, যা বেশ প্রশংসনীয় । তখনই আভাস মিলেছিল দেশ জুড়ে নয়া মাইল ফলক ঠিকই স্থাপন করবে এই ছবি । গত 30 ডিসেম্বর সারা দেশে মুক্তি পায় 'প্রজাপতি' (Projapati Success Bash)।

Dev And Others on Projapati
50 দিন পার করে এখন ধীরে ধীরে নতুন মাইল ফলক ছোঁয়ার দিকে এগিয়ে চলেছে এই ছবি

দেবের কাছে ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হয়, বিতর্ক কী ছবির ব্যবসা আর জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়িয়ে দেয়? দেব বলেন, "বিতর্ক নিয়ে একদিন ছবি চালানো যায়, পঞ্চাশ দিন চালানো যায় না । প্রজাপতি বিতর্কের কারণে ব্যবসা করেছে ধরে নিলে ভুল হবে । এর কনটেন্ট, আমাদের সকলের পরিশ্রম আজকের পঞ্চাশ দিনের মুখ দেখাল । মানুষ ছবিটাকে ভালোবেসে দেখেছে ।" নবীনা সিনেমা হলে এদিন কেক কেটে পঞ্চাশ দিনের সেলিব্রেশনে মেতে ওঠেন দেব, পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী, কৌশানি মুখোপাধ্যায়, মমতা শঙ্কর। একশো দিনের সেলিব্রেশন নিয়ে আশায় বুক বাঁধছেন বাংলার সুপারস্টার দেব-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন: জন্মদিনে 'মিমি ইন প্যারিস', দেখুন কী কী করছেন নেত্রী ?

Last Updated : Feb 11, 2023, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.