ETV Bharat / entertainment

DDLJ to Re-Release: কিং খানের জন্মদিনে ফের বড় পর্দায় ডিডিএলজে!

বলিউডের 'বাদশা' শাহরুখ খান বুধবার পা দিচ্ছেন 58-তে (Tomorrow is SRKs Birthday) ৷ এরইমাঝে তাঁর আইকনিক 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিটি আবারও প্রেক্ষাগৃহে রিলিজ করার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা ৷

http://10.10.50.85:6060//finalout4/west-bengal-nle/thumbnail/01-November-2022/16802387_195_16802387_1667296767756.png
কিং খানের জন্মদিনে ফের বড় পর্দায় ডিডিএলজে!
author img

By

Published : Nov 1, 2022, 4:05 PM IST

হায়দরাবাদ, 1 নভেম্বর: বলিউডের 'বাদশা' শাহরুখ খান বুধবার পা দিচ্ছেন 58-তে (Tomorrow is SRKs Birthday) ৷ ঠিক তার প্রাক্কালে শাহরুখের আইকনিক ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিটি আবারও প্রেক্ষাগৃহে রিলিজ করার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা (DDLJ to release on big screen once again on SRK birthday) ৷ মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে ছবির প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ৷

পিভিআর, আইনক্স, সিনেপলিক্সে আবারও মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ প্রযোজনা সংস্থার তরফে ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়েছে, "পলট, আবার ডিডিএলজে ফিরছে বড়পর্দায় ৷ সারা ভারতজুড়ে 2 নভেম্বর রাজ-সিমরণের অসাধারণ জার্নির সাক্ষী থাকতে প্রস্তুত হন ৷" 1995 সালে মুক্তিপ্রাপ্ত ডিডিএলজে ছিল যশ রাজ-পুত্র আদিত্য চোপড়ার প্রথম ছবি ৷ আর এই ছবিতেই শাহরুখ-কাজলের রোমান্টিক জুটি আইকনিক হিসাবে দর্শকদের মনে জায়গা করে নেয় ৷ এছাড়া অমরিশ পুরি, ফরিদা জালাল, অনুপম খের, সতীশ শাহ এবং হিমানি শিবপুরির অসাধারণ অভিনয় দক্ষতা এই ছবিটিকে আরও হৃদয়গ্রাহী করে তুলেছিল জনতা-জনার্দনের কাছে ৷

সঙ্গে উল্লেখ করতেই হয় ছবির কালজয়ী গানগুলির কথা ৷ 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' হোক বা 'না জানে মেরে' কিংবা 'রুক জা'-যতীন-ললিতের সুর এবং উদিত নারায়ণ, কুমার শানু আর লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী তকমা পেয়েছে ছবির গানগুলি ৷ শাহরুখ এরপর পর্দায় আসতে চলেছেন 'পাঠান' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন ৷ এই স্পাই থ্রিলারটিও প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস ৷ এছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'-রও শ্য়ুটিং চলছে ৷

আরও পড়ুন: প্রতিবাদের ভাষা বাপ্পিদার 'জিমি জিমি', লকডাউনের বিরুদ্ধে 'ভারতীয়'র গানই হাতিয়ার চিনা জনতার

এরইমধ্যে অবশ্য আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিও অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও তাঁর একটি ক্যামিও রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আসন্ন ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন 'কিং খান' ৷

হায়দরাবাদ, 1 নভেম্বর: বলিউডের 'বাদশা' শাহরুখ খান বুধবার পা দিচ্ছেন 58-তে (Tomorrow is SRKs Birthday) ৷ ঠিক তার প্রাক্কালে শাহরুখের আইকনিক ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিটি আবারও প্রেক্ষাগৃহে রিলিজ করার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা (DDLJ to release on big screen once again on SRK birthday) ৷ মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে ছবির প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ৷

পিভিআর, আইনক্স, সিনেপলিক্সে আবারও মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ প্রযোজনা সংস্থার তরফে ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়েছে, "পলট, আবার ডিডিএলজে ফিরছে বড়পর্দায় ৷ সারা ভারতজুড়ে 2 নভেম্বর রাজ-সিমরণের অসাধারণ জার্নির সাক্ষী থাকতে প্রস্তুত হন ৷" 1995 সালে মুক্তিপ্রাপ্ত ডিডিএলজে ছিল যশ রাজ-পুত্র আদিত্য চোপড়ার প্রথম ছবি ৷ আর এই ছবিতেই শাহরুখ-কাজলের রোমান্টিক জুটি আইকনিক হিসাবে দর্শকদের মনে জায়গা করে নেয় ৷ এছাড়া অমরিশ পুরি, ফরিদা জালাল, অনুপম খের, সতীশ শাহ এবং হিমানি শিবপুরির অসাধারণ অভিনয় দক্ষতা এই ছবিটিকে আরও হৃদয়গ্রাহী করে তুলেছিল জনতা-জনার্দনের কাছে ৷

সঙ্গে উল্লেখ করতেই হয় ছবির কালজয়ী গানগুলির কথা ৷ 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' হোক বা 'না জানে মেরে' কিংবা 'রুক জা'-যতীন-ললিতের সুর এবং উদিত নারায়ণ, কুমার শানু আর লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী তকমা পেয়েছে ছবির গানগুলি ৷ শাহরুখ এরপর পর্দায় আসতে চলেছেন 'পাঠান' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন ৷ এই স্পাই থ্রিলারটিও প্রযোজনার দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস ৷ এছাড়া তাঁর অন্য দুটি ছবি 'জওয়ান' এবং 'ডাঙ্কি'-রও শ্য়ুটিং চলছে ৷

আরও পড়ুন: প্রতিবাদের ভাষা বাপ্পিদার 'জিমি জিমি', লকডাউনের বিরুদ্ধে 'ভারতীয়'র গানই হাতিয়ার চিনা জনতার

এরইমধ্যে অবশ্য আর মাধবনের শেষ ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট'-এও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ নিজের নামেই ছবিতে 'ক্য়ামিও অ্যাপিয়ারেন্স' করেছেন তিনি ৷ বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও তাঁর একটি ক্যামিও রয়েছে ৷ তবে সকলেই অপেক্ষা করে আছেন তাঁর আসন্ন ছবি 'পাঠান'-এর জন্য় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন 'কিং খান' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.