ETV Bharat / entertainment

Jawan Scene Leak: ফাঁস 'জওয়ান' ছবির দৃশ্য, আদালতের দ্বারস্থ শাহরুখ-গৌরী - ফাঁস জওয়ান ছবির দৃশ্য

'জওয়ান' ছবির বেশ কিছু ক্লিপিংস ফাঁস হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই নিয়েই আদালতে অভিযোগ জানালেন শাহরুখ খান ও গৌরি খান ৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত সেই ফুটেজ সরিয়ে নেওয়ার ৷

Jawan Scene Leak
ফাঁস 'জওয়ান' ছবির দৃশ্য
author img

By

Published : Aug 13, 2023, 10:11 PM IST

Updated : Aug 13, 2023, 11:03 PM IST

মুম্বই, 13 অগস্ট: অনলাইনে ফাঁস বহু প্রতীক্ষিত 'জওয়ান' ছবির ক্লিপিংস ৷ সেই কারণে আদালতের দ্বারস্থ হলেন শাহরুখ খান ও প্রযোজক গৌরী খান ৷ রবিবার মুম্বই পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ অভিযোগ, শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির ক্লিপিংস চুরি করে তা সোশাল মিডিয়ায় ফাঁস করা হয়েছে ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশের পরেই কেস রেজিস্টার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সান্তাক্রুজ পুলিশ স্টেশন সূত্রে জানা গিয়েছে, ক্লিপিংস লিক হওয়ার ঘটনা জানতে পেরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বলিউড বাদশা ও তাঁর স্ত্রী তথা রেড চিলিজ প্রোডাকশন হাউজের কর্ণধার ৷ তাঁরা এই বিষয়ে আদালতে অভিযোগ জমা করেন ৷ এরপরেই আদালতের নির্দেশ একদিকে যেমন এফআইআর দায়ের করা হয়েছে পাশাপাশি সোশাল মিডিয়া টুইটার থেকে সেই ক্লিপিংস সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর চিফ ফিনান্সিয়াল অফিসার অভিযোগ করেছেন যে, টুইটারের বেশ কিছু প্রোফাইলে অ্যাটলি পরিচালিত জওয়ান ছবির ক্লিপিংস ছড়িয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই সেই সব সোশাল অ্যাকাউন্টের বিস্তারিত জানানো হয়েছে পুলিশকে ৷ পাশাপাশি, সিএফও দাবি করেছেন, যখন এই ছবির শুটিং চলছিল, সেই সময় সেটে সাধারণ মানুষদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ তারপরেও কোনওভাবে শুটিংয়ের ভিডিয়ো লিক হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 379 ধারা (চুরি) ও তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে ৷

7 সেপ্টেম্বর সারা ভারতে (প্যান-ইন্ডিয়া) মুক্তি পেতে চলেছে 'জওয়ান' ৷ ইতিমধ্যেই, রবিবার এই ছবির দ্বিতীয় গানের ঝলক প্রকাশ্যে এনেছেন শাহরুখ খান ও গৌরী খান ৷ 'জিন্দা বান্দা' ঝড় তোলার পর এবার মুক্তির অপেক্ষায় ছবির দ্বিতীয় গান তথা রোমান্টিক ট্র্যাক ছলেয়া ৷ রবিবার সোশাল মিডিয়ায় কিং খান বলেন, "জওয়ানের ভালোবাসা ৷ রোমান্টিক, একটু মিষ্টি ৷ ছলেয়া মুক্তি পাবে সোমবার ৷ অনুরুদ্ধ তুমি দুর্দান্ত ৷ ফারহা তোমাকে অনেক ভালোবাসা ৷ অরিজিৎ তুমি গানে প্রাণ এনে দিয়েছ ৷ শিল্পা তুমিও অসাধারণ ৷ কুমার তোমার কবিতা-বহুত চঙ্গি হ্যায় ৷"

আরও পড়ুন: 3 দিনেই দেশে 100 কোটির ক্লাবে, বিশ্বজুড়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে রজনীর জেলর

মুম্বই, 13 অগস্ট: অনলাইনে ফাঁস বহু প্রতীক্ষিত 'জওয়ান' ছবির ক্লিপিংস ৷ সেই কারণে আদালতের দ্বারস্থ হলেন শাহরুখ খান ও প্রযোজক গৌরী খান ৷ রবিবার মুম্বই পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ অভিযোগ, শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির ক্লিপিংস চুরি করে তা সোশাল মিডিয়ায় ফাঁস করা হয়েছে ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশের পরেই কেস রেজিস্টার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সান্তাক্রুজ পুলিশ স্টেশন সূত্রে জানা গিয়েছে, ক্লিপিংস লিক হওয়ার ঘটনা জানতে পেরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বলিউড বাদশা ও তাঁর স্ত্রী তথা রেড চিলিজ প্রোডাকশন হাউজের কর্ণধার ৷ তাঁরা এই বিষয়ে আদালতে অভিযোগ জমা করেন ৷ এরপরেই আদালতের নির্দেশ একদিকে যেমন এফআইআর দায়ের করা হয়েছে পাশাপাশি সোশাল মিডিয়া টুইটার থেকে সেই ক্লিপিংস সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর চিফ ফিনান্সিয়াল অফিসার অভিযোগ করেছেন যে, টুইটারের বেশ কিছু প্রোফাইলে অ্যাটলি পরিচালিত জওয়ান ছবির ক্লিপিংস ছড়িয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই সেই সব সোশাল অ্যাকাউন্টের বিস্তারিত জানানো হয়েছে পুলিশকে ৷ পাশাপাশি, সিএফও দাবি করেছেন, যখন এই ছবির শুটিং চলছিল, সেই সময় সেটে সাধারণ মানুষদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ তারপরেও কোনওভাবে শুটিংয়ের ভিডিয়ো লিক হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 379 ধারা (চুরি) ও তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে ৷

7 সেপ্টেম্বর সারা ভারতে (প্যান-ইন্ডিয়া) মুক্তি পেতে চলেছে 'জওয়ান' ৷ ইতিমধ্যেই, রবিবার এই ছবির দ্বিতীয় গানের ঝলক প্রকাশ্যে এনেছেন শাহরুখ খান ও গৌরী খান ৷ 'জিন্দা বান্দা' ঝড় তোলার পর এবার মুক্তির অপেক্ষায় ছবির দ্বিতীয় গান তথা রোমান্টিক ট্র্যাক ছলেয়া ৷ রবিবার সোশাল মিডিয়ায় কিং খান বলেন, "জওয়ানের ভালোবাসা ৷ রোমান্টিক, একটু মিষ্টি ৷ ছলেয়া মুক্তি পাবে সোমবার ৷ অনুরুদ্ধ তুমি দুর্দান্ত ৷ ফারহা তোমাকে অনেক ভালোবাসা ৷ অরিজিৎ তুমি গানে প্রাণ এনে দিয়েছ ৷ শিল্পা তুমিও অসাধারণ ৷ কুমার তোমার কবিতা-বহুত চঙ্গি হ্যায় ৷"

আরও পড়ুন: 3 দিনেই দেশে 100 কোটির ক্লাবে, বিশ্বজুড়ে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে রজনীর জেলর

Last Updated : Aug 13, 2023, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.