ETV Bharat / entertainment

সময়ের কাঁটায় আটকে চিরঞ্জিৎ-ইন্দ্রাণী, বাঁচার পথ কি মিলবে? - Indrani Dutta

The loop Movie: কিছুদিন আগেই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় পর্ণশবরীর শাপ সিরিজে দর্শকদের মন জয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী ৷ এবার তাঁকে দেখা যাবে সাই-ফাই ছবিতে ৷ নেপথ্যের কারিগর অর্ঘ্যদীপ ৷

Etv Bharat
ফের একসঙ্গে ছবির পর্দায় চিরঞ্জিৎ-ইন্দ্রাণী
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 8:18 PM IST

কলকাতা, 15 জানুয়ারি: 23 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত ৷ ছবির নাম 'দ্য লুপ'। পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই ছবি। থ্রিলারের মোড়কে আসছে সায়েন্স ফিকশন ছবি।

চিরঞ্জিৎ চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, "খুব ইন্টারেস্টিং একটা গল্প। মিস্টার অ্যান্ড মিসেস গোমস কিন্তু আসলে দম্পতি নয়। তারাও একবার এই রিসর্টে ঘুরতে এসে আটকে গিয়েছে। আগে যাঁরা এই রিসর্ট চালাত তাঁরা মারা গিয়েছেন। সেই সময়ে যাঁরা রিসর্টে এসেছিলেন, তাঁরাও মারা গিয়েছেন। মিস্টার অ্যান্ড মিসেস গোমস বেঁচে গিয়েছে সেই সময়। এখন লুপ রিসর্টটা তাঁরাই চালায়। আবার এদের জায়গায় অন্য কেউ আসবেন আর আটকা পড়বেন। এরপর তাঁরা চালাবে রিসর্টটা। 33 বছর অন্তর সূর্য, চন্দ্র, পৃথিবী এক জায়গায় এলে ওরকম হয়। অদৃশ্য এক সার্কেলে আটকে যায় দু'জন। দারুণ কনসেপ্টের সায়েন্স ফিকশন।"

অভিনেতা আরও বলেন, "ছবিটা খুব অন্যরকম এবং মজার। তাই আমি খুশি। তা ছাড়া ইন্দ্রাণী আছে তাই আরও খুশি। মজা লাগে ওঁর সঙ্গে কাজ করতে। 21 জানুয়ারি থেকে আমরা শুটিং শুরু করব বোলপুরে। কবে রিলিজ সেই খবর আমি রাখি না।" ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। ক্যামেরায় শুভদীপ নস্কর।

কলকাতা থেকে বেশ খানিকটা দূরের রিসর্ট 'দ্য লুপ' কেন্দ্রে রেখে এগোবে ছবির গল্প। সেই রিসর্টটির দায়িত্বে রয়েছেন এক জোড়া প্রবীণ, মিস্টার অ্যান্ড মিসেস গোম্‌স। প্রায়ই অতিথি আসে সেখানে। আড্ডা জমে, কিন্তু তা সহজ পথ থেকে বাঁকা পথে এগোয়। কিন্তু কেন? ওই গোমস দম্পতির এতে ভূমিকা কী? সেটাই সিনেমাতে জানাবেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবিতে মিস্টার অ্যান্ড মিসেস গোমসের চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। বিজ্ঞানীর চরিত্রে বরুণ চন্দ। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, ইন্দ্রজিৎ মজুমদার, তনয়া মুখোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, কেয়া চক্রবর্তী প্রমুখ।

মূলত, 'কেঁচো খুঁড়তে কেউটে', 'নিষ্পাপ আসামী', 'সেদিন চৈত্র মাস', 'মাস্টার মশাই'-এর পর ফের বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এবং ইন্দ্রাণী দত্ত। এর আগে পরিচালক অর্ঘ্যদীপ বানিয়েছেন 'চিরসখা হে'।

কলকাতা, 15 জানুয়ারি: 23 বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত ৷ ছবির নাম 'দ্য লুপ'। পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই ছবি। থ্রিলারের মোড়কে আসছে সায়েন্স ফিকশন ছবি।

চিরঞ্জিৎ চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, "খুব ইন্টারেস্টিং একটা গল্প। মিস্টার অ্যান্ড মিসেস গোমস কিন্তু আসলে দম্পতি নয়। তারাও একবার এই রিসর্টে ঘুরতে এসে আটকে গিয়েছে। আগে যাঁরা এই রিসর্ট চালাত তাঁরা মারা গিয়েছেন। সেই সময়ে যাঁরা রিসর্টে এসেছিলেন, তাঁরাও মারা গিয়েছেন। মিস্টার অ্যান্ড মিসেস গোমস বেঁচে গিয়েছে সেই সময়। এখন লুপ রিসর্টটা তাঁরাই চালায়। আবার এদের জায়গায় অন্য কেউ আসবেন আর আটকা পড়বেন। এরপর তাঁরা চালাবে রিসর্টটা। 33 বছর অন্তর সূর্য, চন্দ্র, পৃথিবী এক জায়গায় এলে ওরকম হয়। অদৃশ্য এক সার্কেলে আটকে যায় দু'জন। দারুণ কনসেপ্টের সায়েন্স ফিকশন।"

অভিনেতা আরও বলেন, "ছবিটা খুব অন্যরকম এবং মজার। তাই আমি খুশি। তা ছাড়া ইন্দ্রাণী আছে তাই আরও খুশি। মজা লাগে ওঁর সঙ্গে কাজ করতে। 21 জানুয়ারি থেকে আমরা শুটিং শুরু করব বোলপুরে। কবে রিলিজ সেই খবর আমি রাখি না।" ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। ক্যামেরায় শুভদীপ নস্কর।

কলকাতা থেকে বেশ খানিকটা দূরের রিসর্ট 'দ্য লুপ' কেন্দ্রে রেখে এগোবে ছবির গল্প। সেই রিসর্টটির দায়িত্বে রয়েছেন এক জোড়া প্রবীণ, মিস্টার অ্যান্ড মিসেস গোম্‌স। প্রায়ই অতিথি আসে সেখানে। আড্ডা জমে, কিন্তু তা সহজ পথ থেকে বাঁকা পথে এগোয়। কিন্তু কেন? ওই গোমস দম্পতির এতে ভূমিকা কী? সেটাই সিনেমাতে জানাবেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবিতে মিস্টার অ্যান্ড মিসেস গোমসের চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। বিজ্ঞানীর চরিত্রে বরুণ চন্দ। অন্যান্য চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, ঈশান মজুমদার, ইন্দ্রজিৎ মজুমদার, তনয়া মুখোপাধ্যায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, কেয়া চক্রবর্তী প্রমুখ।

মূলত, 'কেঁচো খুঁড়তে কেউটে', 'নিষ্পাপ আসামী', 'সেদিন চৈত্র মাস', 'মাস্টার মশাই'-এর পর ফের বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এবং ইন্দ্রাণী দত্ত। এর আগে পরিচালক অর্ঘ্যদীপ বানিয়েছেন 'চিরসখা হে'।

আরও পড়ুন:

1. 'হিরো শাসিত ইন্ডাস্ট্রিতে হিরোইনদের জায়গা কম', দাবি পূজার

2. 'আফসোসের তালিকা লম্বা হোক চাই না', ইটিভি ভারতে আবেগের ঝাঁপি উজাড় করলেন স্বস্তিকা

3. হবে রহস্যের উন্মোচন, ছোটপর্দায় খুব শীঘ্র আসছে থ্রিলারধর্মী ধারাবাহিক 'চিনি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.