ETV Bharat / entertainment

Chandramukhi 2 Hindi Trailer: প্রকাশ্যে চন্দ্রমুখী 2'র হিন্দি ট্রেলার, কঙ্গনাকে শুভেচ্ছা অনুরাগীদের - চন্দ্রমুখী 2

28 সেপ্টেম্বর মুক্তি পাবে 'চন্দ্রমুখী 2' ৷ তার আগে প্রকাশ্যে এল ছবির হিন্দি ট্রেলার ৷ তেলুগুর পাশাপাশি হিন্দি ট্রেলার আগ্রহ বাড়িয়েছে দর্শকদের ৷ কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷

Etv Bharat
প্রকাশ্যে চন্দ্রমুখী 2 হিন্দি ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 8:55 PM IST

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: মুক্তির অপেক্ষায় 'চন্দ্রমুখী 2' ৷ বলিউডে একাধিক ফ্লপের মুখ দেখার পর দক্ষিণী ছবিতে ভাগ্য অন্বেষণে কুইন কঙ্গনা রানাওয়াত ৷ 3 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল 'চন্দ্রমুখী 2'-এর ট্রেলার ৷ তবে তার হিন্দি ভার্সন মুক্তি পেল কুড়ি দিন পর ৷ পি বাসু পরিচালিত এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷

এদিন অভিনেত্রী কঙ্গনা ট্রেলার শেয়ার করে লিখেছেন, "প্রকাশ্যে চন্দ্রমুখী 2-এর ট্রেলার ৷ ছবি মুক্তি পাবে 28 সেপ্টেম্বর ৷" হিন্দি ট্রেলার সামনে আসতেই দর্শকরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে ৷ ইতিমধ্যেই ছবির প্রোমোশনে ব্যস্ত ছবির তারকারা ৷ এর আগে ছবি মুক্তির দিন ধার্য হয়েছিল চলতি মাসের 17 তারিখ ৷ কিন্তু পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না-হওয়ায়, পিছিয়ে দেওয়া হয় ছবি মুক্তির দিন ৷

'চন্দ্রমুখী'-র সিক্যুয়েল এই ছবি ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াত, রাঘব লরেন্সকে ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লক্ষ্মী মেনন, মহিমা নাম্বিয়ার, ভাদিভেলু, রাধিকা শরথকুমার, সুভিক্ষা, রবি মারিয়া, সুরেশ মেনন-সহ আরও অনেকে ৷ ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অস্কারজয়ী এমএম কিরাবাণী ৷ ছবির গান 'স্বগাতাঞ্জলি' ইতিমধ্যেই মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে ইউটিউবে ৷ কঙ্গনার রূপ ও নৃত্যশৈলী নজর কেড়েছে নেটিজেনদেরও ৷ সোশাল মিডিয়ায় বলিউড কুইনের প্রশংসা করেছেন অনেক অনুরাগীই ৷ শুধু তাই নয়, ছবিতে চন্দ্রমুখী চরিত্রে কঙ্গনার বেশ কয়েক ঝলকও আগ্রহ বাড়িয়েছে দর্শকদের মধ্যে ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির 50 দিনে তৈরি রেকর্ড 17 দিনেই ভেঙে দিতে পারে 'জওয়ান'

24 সেপ্টেম্বর ছবির প্রি-রিলিজ অনুষ্ঠান রয়েছে হায়দরাবাদে ৷ ইতিমধ্যেই 'চন্দ্রমুখী 2'-এর কলাকুশলীরা পৌঁছে গিয়েছেন হায়দরাবাদে ৷ তামিল, তেলেগু, মালয়লাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷ তবে যাঁরা তেলুগু দর্শক রয়েছেন, এই ছবি ঘিরে তাঁদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ এখন দেখার হরর-কমেডি এই ছবি কঙ্গনার ভাগ্য কতটা বদলাতে পারে ৷

হায়দরাবাদ, 23 সেপ্টেম্বর: মুক্তির অপেক্ষায় 'চন্দ্রমুখী 2' ৷ বলিউডে একাধিক ফ্লপের মুখ দেখার পর দক্ষিণী ছবিতে ভাগ্য অন্বেষণে কুইন কঙ্গনা রানাওয়াত ৷ 3 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল 'চন্দ্রমুখী 2'-এর ট্রেলার ৷ তবে তার হিন্দি ভার্সন মুক্তি পেল কুড়ি দিন পর ৷ পি বাসু পরিচালিত এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷

এদিন অভিনেত্রী কঙ্গনা ট্রেলার শেয়ার করে লিখেছেন, "প্রকাশ্যে চন্দ্রমুখী 2-এর ট্রেলার ৷ ছবি মুক্তি পাবে 28 সেপ্টেম্বর ৷" হিন্দি ট্রেলার সামনে আসতেই দর্শকরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে ৷ ইতিমধ্যেই ছবির প্রোমোশনে ব্যস্ত ছবির তারকারা ৷ এর আগে ছবি মুক্তির দিন ধার্য হয়েছিল চলতি মাসের 17 তারিখ ৷ কিন্তু পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ না-হওয়ায়, পিছিয়ে দেওয়া হয় ছবি মুক্তির দিন ৷

'চন্দ্রমুখী'-র সিক্যুয়েল এই ছবি ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াত, রাঘব লরেন্সকে ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লক্ষ্মী মেনন, মহিমা নাম্বিয়ার, ভাদিভেলু, রাধিকা শরথকুমার, সুভিক্ষা, রবি মারিয়া, সুরেশ মেনন-সহ আরও অনেকে ৷ ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অস্কারজয়ী এমএম কিরাবাণী ৷ ছবির গান 'স্বগাতাঞ্জলি' ইতিমধ্যেই মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে ইউটিউবে ৷ কঙ্গনার রূপ ও নৃত্যশৈলী নজর কেড়েছে নেটিজেনদেরও ৷ সোশাল মিডিয়ায় বলিউড কুইনের প্রশংসা করেছেন অনেক অনুরাগীই ৷ শুধু তাই নয়, ছবিতে চন্দ্রমুখী চরিত্রে কঙ্গনার বেশ কয়েক ঝলকও আগ্রহ বাড়িয়েছে দর্শকদের মধ্যে ৷

আরও পড়ুন: 'পাঠান' ছবির 50 দিনে তৈরি রেকর্ড 17 দিনেই ভেঙে দিতে পারে 'জওয়ান'

24 সেপ্টেম্বর ছবির প্রি-রিলিজ অনুষ্ঠান রয়েছে হায়দরাবাদে ৷ ইতিমধ্যেই 'চন্দ্রমুখী 2'-এর কলাকুশলীরা পৌঁছে গিয়েছেন হায়দরাবাদে ৷ তামিল, তেলেগু, মালয়লাম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷ তবে যাঁরা তেলুগু দর্শক রয়েছেন, এই ছবি ঘিরে তাঁদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ এখন দেখার হরর-কমেডি এই ছবি কঙ্গনার ভাগ্য কতটা বদলাতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.