কলকাতা, 10 এপ্রিল: গ্রীষ্ম শুরুর আগেই দাবদাহে প্রাণ আনচান । ঘামের প্যাচপ্যাচানি, মেক আপ গলে জল, চুলের অবস্থাও তথৈবচ । মোদ্দাকথায় শান্তি নেই কিছুতে । আবার এই সময়ে বিয়েবাড়ির হিড়িকও কম থাকে না । বৈশাখ মাস পড়লেই একের পর এক নিমন্ত্রণপত্র আসতেই থাকে । আর তা চলে শ্রাবণ মাস পর্যন্ত । শ্রাবণ মাসে বর্ষা নামলেও গরমের দাপট কমে না । বিয়েবাড়ির পাশাপাশি ছোটখাটো পার্টি, ইভেন্ট লেগেই থাকে । তাই ফ্যাশন কম করলেও চলবে না । আবার আরামের দিকেও রাখতে হবে খেয়াল (summer fashion)।
তাই এই সময়ে সুতিই সেরা । সুতির শাড়িতে আজকাল এসেছে দারুণ ট্রেন্ড । সুতির উপরে নানা ধরনের এমব্রয়ডারি করে তাতে দেওয়া হচ্ছে নতুনত্বের ছোঁয়া । আর তা অবলীলায় পরে চলে যাওয়া যাচ্ছে কোনও পার্টিতে । বিয়ে বাড়ির রাতেও আজকাল সুতি কামাল দেখাচ্ছে । একইসঙ্গে লিনেনও করছে বাজিমাত । কিংবা হালকা তসরও চলতে পারে (celebrities advice on fashion)।
আরও পড়ুন: Jacket Blouse: এবার পুজো মাতাবে জ্যাকেট ব্লাউজ
নানা ধাঁচের ধুতিও পরার চল উঠেছে আজকাল । সাদা ধুতিতে অন্যরঙা ইঞ্চি পাড়ের ধুতির জায়গায় এসেছে রংবেরঙের প্রিন্টেড কিংবা মোটিফের কাজ করা, জামদানি কাজ করা ধুতি । কষ্ট করে কুচিয়ে পরারও প্রয়োজন পড়ছে না । রেডিমেড ইলাস্টিক লাগানো ধুতিও পাওয়া যায় অহরহ । শুধু ছেলেরা নয় । ধুতি পরছেন মেয়েরাও । সুতির পোশাকের সঙ্গে মানানসই গয়না পরে নিলেই নিমেষে দারুণ আউটফিট ছুঁয়ে যাবে আপনাকে । এমন পোশাক পরতে হবে আর এমন সাজগোজ করতে হবে যা অন্যের চোখকে দেবে আরাম, মত ফ্যাশন আইকন তথা নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের (Alaknanda Roy on fashion)। আরামের অন্যতম ঠিকানা সুতি কিংবা লিনেন, এমনই বক্তব্য অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, অভিনেতা-বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর ।
পয়লা বৈশাখের আগে দুদিনব্যাপী সুতির জামাকাপড় এবং অত্যাধুনিক সেরামিকের গয়নার প্রদর্শনী চলছে দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে । আয়োজনে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় এবং অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় । উল্লেখ্য, সুজয়প্রসাদের মায়ের স্মৃতিতে এই প্রদর্শনীতে মিলছে বিডন স্ট্রিটের মাছের চপ ।