ETV Bharat / entertainment

Byomkesh o DurgoRahoshyo: কোলাহলে সরগরম কেল্লা! মুক্তি পেল দেবের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির প্রি-টিজার - Dev Byomkesh o Durgo Rahoshyo PreTeaser

মুক্তি পেল দেবের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির প্রি-টিজার ৷ বিরসা দাশগুপ্তের এই নতুন ছবির টিজারও আসছে খুব তাড়াতাড়ি ৷

Byomkesh o DurgoRahoshyo PreTeaser
দেবের ব্যোমকেশ ও দূর্গরহস্য ছবির প্রি টিজার
author img

By

Published : Jul 1, 2023, 2:01 PM IST

কলকাতা, 1 জুলাই: ব্যোমকেশ চরিত্রে দেব আর সত্যবতী রুক্মিণী মৈত্র ৷ এ ঘোষণা সামনে আসার পর থেকেই বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল ৷ অবশেষে শনিবার সামনে এল ছবির প্রি-টিজার ৷ বাঙালির গোয়েন্দাদের প্রতি আকর্ষণ ঠিক কতখানি তা বলতে গেলে শুধু একটি নামই বোধহয় যথেষ্ট উত্তম কুমারও একসময় অভিনয় করেছিলেন ব্য়োমকেশের চরিত্রে ৷ এরপর থেকে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রত্যেকেই কোনও না কোনও সময় অভিনয় করেছিলেন ব্যোমকেশের চরিত্রে ৷

এবার সেই জুতোয় পা গলিয়েছেন দেবও ৷ প্রি-টিজারে অবশ্য় কোনও সংলাপ নেই দেবের কণ্ঠে ৷ একটি অগ্নিকাণ্ড, গোরা পুলিশের এদিক ওদিক ছুটে বেড়ানো আর অপূর্ব কেল্লার এক দৃশ্য ৷ মোটের ওপর 42 সেকেন্ডের ভিডিয়োতে রয়েছে এটুকুই ৷ সঙ্গে অবশ্য়ই পাওনা ব্যোমকেশের পুরো লুক ৷ দেবকে এখানে দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে ৷ তার সঙ্গে চোখে রয়েছে কালো ফ্রেমের চশমা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শরদিন্দু বন্দ্যোপাধ্য়ায়ের 'দূর্গরহস্য' গল্পের অনুপ্রেরণায় এই ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী 11 অগস্ট ৷ কয়েকদিন আগেই পর্দার সত্যবতীর জন্মদিনে তাঁর সঙ্গে রুক্মিণীর শ্যুটিংয়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেছিলেন দেব ৷ এদিন প্রি-টিজারে অবশ্য় সত্য়র দেখা মিলল না ৷ তবে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এই ছবির টিজারও ৷ তাই বোঝাই যাচ্ছে ব্যোমকেশকে পর্দায় দেখার জন্য় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না অনুরাগীদের ৷

আরও পড়ুন: 'দারুণ জার্নি', 'মানুষ' ছবির শ্যুটিং শেষে জানালেন জিৎ

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ৷ অভিনয়ের কথা বলতে গেলে এই ছবি ছাড়াও দেবের হাতে রয়েছে 'বাঘাযতীন' ছবির কাজ ৷ অরুণ রায় পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা যাবে বিপ্লবী বাঘাযতীনের ভূমিকায় ৷ এছাড়া অভিজিৎ সেনের 'প্রধান' ছবির কাজও রয়েছে তাঁর হাতে ৷

কলকাতা, 1 জুলাই: ব্যোমকেশ চরিত্রে দেব আর সত্যবতী রুক্মিণী মৈত্র ৷ এ ঘোষণা সামনে আসার পর থেকেই বিরসা দাশগুপ্তের নতুন ছবি 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল ৷ অবশেষে শনিবার সামনে এল ছবির প্রি-টিজার ৷ বাঙালির গোয়েন্দাদের প্রতি আকর্ষণ ঠিক কতখানি তা বলতে গেলে শুধু একটি নামই বোধহয় যথেষ্ট উত্তম কুমারও একসময় অভিনয় করেছিলেন ব্য়োমকেশের চরিত্রে ৷ এরপর থেকে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রত্যেকেই কোনও না কোনও সময় অভিনয় করেছিলেন ব্যোমকেশের চরিত্রে ৷

এবার সেই জুতোয় পা গলিয়েছেন দেবও ৷ প্রি-টিজারে অবশ্য় কোনও সংলাপ নেই দেবের কণ্ঠে ৷ একটি অগ্নিকাণ্ড, গোরা পুলিশের এদিক ওদিক ছুটে বেড়ানো আর অপূর্ব কেল্লার এক দৃশ্য ৷ মোটের ওপর 42 সেকেন্ডের ভিডিয়োতে রয়েছে এটুকুই ৷ সঙ্গে অবশ্য়ই পাওনা ব্যোমকেশের পুরো লুক ৷ দেবকে এখানে দেখা গেল ধুতি-পাঞ্জাবিতে ৷ তার সঙ্গে চোখে রয়েছে কালো ফ্রেমের চশমা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শরদিন্দু বন্দ্যোপাধ্য়ায়ের 'দূর্গরহস্য' গল্পের অনুপ্রেরণায় এই ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে আগামী 11 অগস্ট ৷ কয়েকদিন আগেই পর্দার সত্যবতীর জন্মদিনে তাঁর সঙ্গে রুক্মিণীর শ্যুটিংয়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেছিলেন দেব ৷ এদিন প্রি-টিজারে অবশ্য় সত্য়র দেখা মিলল না ৷ তবে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এই ছবির টিজারও ৷ তাই বোঝাই যাচ্ছে ব্যোমকেশকে পর্দায় দেখার জন্য় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না অনুরাগীদের ৷

আরও পড়ুন: 'দারুণ জার্নি', 'মানুষ' ছবির শ্যুটিং শেষে জানালেন জিৎ

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ৷ অভিনয়ের কথা বলতে গেলে এই ছবি ছাড়াও দেবের হাতে রয়েছে 'বাঘাযতীন' ছবির কাজ ৷ অরুণ রায় পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা যাবে বিপ্লবী বাঘাযতীনের ভূমিকায় ৷ এছাড়া অভিজিৎ সেনের 'প্রধান' ছবির কাজও রয়েছে তাঁর হাতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.