মুম্বই, 29 নভেম্বর: ফের হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা সলমন খানকে ৷ সোশাল মিডিয়া পোস্টে এই হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ হুমকি পাওয়ার পরই সলমনের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করছে মুম্বই পুলিশ ৷ বারবার হুমকির সম্মুখীন হচ্ছেন বলিউডের ভাইজান ৷ এর জেরে ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস ক্য়াটেগরির নিরাপত্তা পেয়েছেন সলমন খান । কানাডায় পঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়িতে হামলা চালানার ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল ৷ এই হামলার দায় স্বীকার করেছে তারা ৷ এমনটাই পুলিশ সূত্রে খবর ।
সোশাল মিডিয়ায় একটি পোস্টে বিষ্ণোই লিখেছেন, তিনি কানাডায় গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরে গুলি চালিয়েছিলেন । এছাড়াও তিনি গিপ্পিকে তাঁর বন্ধু সলমনকে বলতে বলেছেন যে তাঁকে কেউ বাঁচাতে পারবে না । কানাডার ভ্যাঙ্কুভারের হোয়াইট রক এলাকায় গিপ্পি গ্রেওয়ালের বাংলো ৷ সেখানে রবিবার গুলি চালনার ঘটনা ঘটে । গিপ্পির বাংলোতে এলোপাথাড়ি গুলি চালানো হয় । এই হামলার ঘটনার পরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী ফেসবুকে লিখেছিল, "আপনি সলমন খানকে বড় দাদার মতো দেখেন। তাহলে তোমার দাদাকেই তোমায় বাঁচাতে হবে । আপনি এই আসাতেই রয়েছেন যে দাউদ আপনাকে সাহায্য করবে ৷ তবে কেউ আপনাকে আমাদের থেকে বাঁচাতে পারবে না । পঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গ্রেওয়াল একটি নিউজ চ্যানেলে জানিয়েছেন, তিনি সলমন খানের বন্ধু নন । সলমনের সঙ্গে তাঁর মাত্র দু'বার দেখা হয়েছে ।
অভিনেতা সলমন খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে পুলিশ । যার ফলে তাঁর নিরাপত্তার জন্য সঙ্গে একজন পুলিশ অফিসার এবং চারজন কনস্টেবল মোতায়েন রয়েছেন । এছাড়া সলমন খানের বাড়ির বাইরে দুই পুলিশ কনস্টেবল থাকেন । ওয়াই+ নিরাপত্তায় চারজন সশস্ত্র নিরাপত্তা কর্মীও থাকেন । জানা গিয়েছে, এই হুমকির বিষয়ে সলমন কোনও অভিযোগ দায়ের করেননি ৷ তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে । এর আগে 2023 সালের মার্চ মাসে সলমন খানের আপ্তসহায়ক একটি হুমকিমূলক ইমেল পেয়েছিলেন । এই ঘটনায় সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগী গোল্ডি ব্রারের বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা দায়ের করে পুলিশ ।
আরও পড়ুন: