ETV Bharat / entertainment

Shah Rukh Birthday wish: বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, বার্তা বলি-টলি তারকাদেরও - শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা মমতার

Mamata Banerjee and others wish SRK on his Birthday: বলিউডের বাদশার জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক টলিউড ও মুম্বই তারকা শুভেচ্ছা জানালেন সোশাল মিডিয়ায় ৷ বন্ধুর জন্মদিনে মিষ্টি বার্তা জুহিরও ৷

Etv Bharat
বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 12:09 PM IST

হায়দরাবাদ, 2 নভেম্বর: যতই তিনি দিল্লি, মুম্বই বা বিদেশ সফর করুন না কেন, কলকাতা তাঁর কাছে বড় প্রিয় শহর ৷ কলকাতার সংস্কৃতির পাশাপাশি তিনি ভালোবাসেন দিদিকেও ৷ কথা হচ্ছে বলিউডের বাদশা শাহরুখ খানের ৷ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ছবির প্রচার - শহর কলকাতা তাঁর কাছে প্রিয় বলে নানা সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি ৷ আজ তাঁর জন্মদিন ৷ তাই দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাবেন না, তা কী করে হয়! সোশাল মিডিয়ায় মমতার পাশাপাশি একাধিক তারকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানকে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হ্যান্ডেলে শাহরুখের ছবির কোলাজ শেয়ার করা হয়েছে ৷ সেখানেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন এসআরকে ৷ এই জন্মদিন তোমার জীবনে ব্লকব্লাস্টার হ্যাপিনেস অ্যান্ড সাকসেস ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাদশার সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেতা সোহম ৷ সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ তোমার জীবনে অনেক আনন্দ, ভালোবাসা আসুক ৷ সুস্থ থাকো ৷"

সঞ্জয় লীলা বনশালির ছবিতে দেবদাস শাহরুখ চিরস্মরণীয় ৷ সেই বনশালি প্রযোজনা সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা ৷ শেয়ার করা হয়েছে দেবদাস ছবিতে বাদশার বিখ্যাত সংলাপ ৷ ক্যাপশনে লেখা, "জন্মদিনে তাঁকে শুভেচ্ছা, যে ভালোবাসার ম্যাজিকে বিশ্বাস করতে শিখিয়েছে ৷ ভালোবাসার প্যাশন ও দুঃখকে বুঝিয়েছে ৷ শাহরুখ, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷"

শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগণ, ফারহান আখতার, জুহি চাওলা, মেয়ে সুহানা খানও ৷ অজয় দেবগণ লিখেছেন, জওয়ান হয়ে আরও একটা বছর দুর্দান্ত কাটুক ৷ জন্মদিনের শুভেচ্ছা ৷ বহুদিনের পুরনো বন্ধু জুহি চাওলা লিখেছেন, "500টা গাছ বন্ধুত্বের জন্য ৷ সময় আটকানো যায় না, শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, আবার অনেক সময় আমার মাথার উপর দিয়ে যায় ৷ শুভ জন্মদিন শাহরুখ ৷ অনেক ভালোবাসা ৷"

অন্যদিকে, নেটফ্লিক্সের তরফ থেকে বলিউড বাদাশার জন্মদিন উপলক্ষে জওয়ান ছবি আজকের দিনেই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ অনেক অ-দেখা দৃশ্যও এ বার দেখতে পাবেন দর্শকরা ৷ মজার একটি ভিডিয়ো নেটফ্লিক্সের তরফে শেয়ার করে জানানো হয়েছে এমনটাই ৷ পাশাপাশি বুর্জ খলিফাতেও বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷

আরও পড়ুন: বাদশার জন্মদিনে মন্নতের সামনে জনজোয়ার, দু'হাত বাড়িয়ে স্বভাবসিদ্ধ ঢঙে 'কিং অফ রোম্যান্স'

হায়দরাবাদ, 2 নভেম্বর: যতই তিনি দিল্লি, মুম্বই বা বিদেশ সফর করুন না কেন, কলকাতা তাঁর কাছে বড় প্রিয় শহর ৷ কলকাতার সংস্কৃতির পাশাপাশি তিনি ভালোবাসেন দিদিকেও ৷ কথা হচ্ছে বলিউডের বাদশা শাহরুখ খানের ৷ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ছবির প্রচার - শহর কলকাতা তাঁর কাছে প্রিয় বলে নানা সাক্ষাৎকারে বারবার বলেছেন তিনি ৷ আজ তাঁর জন্মদিন ৷ তাই দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাবেন না, তা কী করে হয়! সোশাল মিডিয়ায় মমতার পাশাপাশি একাধিক তারকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানকে ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হ্যান্ডেলে শাহরুখের ছবির কোলাজ শেয়ার করা হয়েছে ৷ সেখানেই জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন এসআরকে ৷ এই জন্মদিন তোমার জীবনে ব্লকব্লাস্টার হ্যাপিনেস অ্যান্ড সাকসেস ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাদশার সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেতা সোহম ৷ সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ তোমার জীবনে অনেক আনন্দ, ভালোবাসা আসুক ৷ সুস্থ থাকো ৷"

সঞ্জয় লীলা বনশালির ছবিতে দেবদাস শাহরুখ চিরস্মরণীয় ৷ সেই বনশালি প্রযোজনা সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা ৷ শেয়ার করা হয়েছে দেবদাস ছবিতে বাদশার বিখ্যাত সংলাপ ৷ ক্যাপশনে লেখা, "জন্মদিনে তাঁকে শুভেচ্ছা, যে ভালোবাসার ম্যাজিকে বিশ্বাস করতে শিখিয়েছে ৷ ভালোবাসার প্যাশন ও দুঃখকে বুঝিয়েছে ৷ শাহরুখ, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷"

শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগণ, ফারহান আখতার, জুহি চাওলা, মেয়ে সুহানা খানও ৷ অজয় দেবগণ লিখেছেন, জওয়ান হয়ে আরও একটা বছর দুর্দান্ত কাটুক ৷ জন্মদিনের শুভেচ্ছা ৷ বহুদিনের পুরনো বন্ধু জুহি চাওলা লিখেছেন, "500টা গাছ বন্ধুত্বের জন্য ৷ সময় আটকানো যায় না, শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, আবার অনেক সময় আমার মাথার উপর দিয়ে যায় ৷ শুভ জন্মদিন শাহরুখ ৷ অনেক ভালোবাসা ৷"

অন্যদিকে, নেটফ্লিক্সের তরফ থেকে বলিউড বাদাশার জন্মদিন উপলক্ষে জওয়ান ছবি আজকের দিনেই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ অনেক অ-দেখা দৃশ্যও এ বার দেখতে পাবেন দর্শকরা ৷ মজার একটি ভিডিয়ো নেটফ্লিক্সের তরফে শেয়ার করে জানানো হয়েছে এমনটাই ৷ পাশাপাশি বুর্জ খলিফাতেও বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷

আরও পড়ুন: বাদশার জন্মদিনে মন্নতের সামনে জনজোয়ার, দু'হাত বাড়িয়ে স্বভাবসিদ্ধ ঢঙে 'কিং অফ রোম্যান্স'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.