ETV Bharat / entertainment

Kangana Ranaut: বিগ বস 17-এ সলমনের সঙ্গে এক মঞ্চে কঙ্গনা - কঙ্গনা রানাওয়াত

Kangana Ranaut in Bigg Boss 17: খুব শিগগিরই সলমন খান এবং কঙ্গনা রানাওয়াতকে একসঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যাবে। বলিউডের 'কুইন' এ বার যোগ দেবেন সলমন খানের রিয়েলিটি শো 'বিগ বস 17'-এ ৷

Kangana Ranaut and Salman Khan
সলমন খান এবং কঙ্গনা রানাওয়াত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 10:11 AM IST

মুম্বই, 20 অক্টোবর: এ বার বিগ বসের আসরে দেখা যাবে বলিউডের দাপুটে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তাঁর আপকামিং ফিল্ম তেজস নিয়ে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে ৷ এরই মাঝে সুপারস্টার সলমন খানের রিয়েলিটি শো বিগ বস 17-এ তাঁর আবির্ভাব ঘটতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে ৷ তাও অবশ্য তেজসের প্রচারেই ৷

বিগ বস 17 রিয়েলিটি শোয়ের সেটে দেখা গিয়েছে বলিউডের মণিকর্ণিকা কঙ্গনা রানাওয়াতকে ৷ সংবাদমাধ্যমের আবদার মিটিয়ে ক্যামেরায় নানা পোজও দেন তিনি ৷ কঙ্গনা রানাওয়াত বিগ বস 17-এ সলমন খানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে প্রস্তুত বলে সূত্রের মারফৎ খবর মিলেছে । অভিনেত্রীকে তাঁর আসন্ন ছবি তেজসের প্রচারের জন্য গত বৃহস্পতিবার শোয়ের সেটে দেখা গিয়েছে । সেট থেকে কঙ্গনার ভিডিয়ো ও ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

দিনকয়েক আগেই কঙ্গনার আসন্ন ফিল্ম তেজসের ট্রেলর সোশাল মিডিয়ায় প্রকাশ করেন ছবির নির্মাতারা ৷ ট্রেলর দেখে বেশ উচ্ছ্বসিত কঙ্গনার অনুরাগীরা ৷ ট্রেলরেই স্পষ্ট বোঝা গিয়েছে যে, আরও একটি দুরন্ত অভিনয় সিনেপ্রেমীদের উপহার দিতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷

আরও পড়ুন: 'যুদ্ধং দেহী' রূপে কঙ্গনা, প্রকাশ্যে 'তেজস' ছবির ট্রেলার

ট্রেলরে কঙ্গনা রানাওয়াতকে ভয়ংকর এবং শক্তিশালী বিমান বাহিনীর পাইলট তেজস গিল হিসাবে দেখানো হয়েছে । হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের সঙ্গে ট্রেলর দৃশ্যের শুরু এবং রয়েছে দুর্দান্ত সংলাপ, 'ভারত কো ছেঁড়োগে তো ছোড়েঙ্গে না'৷ শক্তিশালী মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অত্যাশ্চর্য ভিজ্যুয়াল ইফেক্ট ট্রেলারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷ কঙ্গনা তাঁর বীরত্বপূর্ণ বায়ুসেনা অভিযানের দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলেছেন ৷

ট্রেলর ভিডিয়োটি শেয়ার করতে গিয়ে নির্মাতারা পোস্ট করেছেন, "এখন আকাশ থেকে শত্রু আক্রমণ করা হবে, এখন যুদ্ধ ঘোষণা করা হবে ! এই সেই ভারত যাকে জ্বালাতন করলে তারা ছাড়বে না । সর্বেশ মেভাদা দ্বারা রচিত এবং পরিচালিত এবং রনি স্ক্রুওয়ালা দ্বারা প্রযোজিত তেজস 27 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

মুম্বই, 20 অক্টোবর: এ বার বিগ বসের আসরে দেখা যাবে বলিউডের দাপুটে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ৷ তাঁর আপকামিং ফিল্ম তেজস নিয়ে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে ৷ এরই মাঝে সুপারস্টার সলমন খানের রিয়েলিটি শো বিগ বস 17-এ তাঁর আবির্ভাব ঘটতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে ৷ তাও অবশ্য তেজসের প্রচারেই ৷

বিগ বস 17 রিয়েলিটি শোয়ের সেটে দেখা গিয়েছে বলিউডের মণিকর্ণিকা কঙ্গনা রানাওয়াতকে ৷ সংবাদমাধ্যমের আবদার মিটিয়ে ক্যামেরায় নানা পোজও দেন তিনি ৷ কঙ্গনা রানাওয়াত বিগ বস 17-এ সলমন খানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে প্রস্তুত বলে সূত্রের মারফৎ খবর মিলেছে । অভিনেত্রীকে তাঁর আসন্ন ছবি তেজসের প্রচারের জন্য গত বৃহস্পতিবার শোয়ের সেটে দেখা গিয়েছে । সেট থেকে কঙ্গনার ভিডিয়ো ও ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।

দিনকয়েক আগেই কঙ্গনার আসন্ন ফিল্ম তেজসের ট্রেলর সোশাল মিডিয়ায় প্রকাশ করেন ছবির নির্মাতারা ৷ ট্রেলর দেখে বেশ উচ্ছ্বসিত কঙ্গনার অনুরাগীরা ৷ ট্রেলরেই স্পষ্ট বোঝা গিয়েছে যে, আরও একটি দুরন্ত অভিনয় সিনেপ্রেমীদের উপহার দিতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷

আরও পড়ুন: 'যুদ্ধং দেহী' রূপে কঙ্গনা, প্রকাশ্যে 'তেজস' ছবির ট্রেলার

ট্রেলরে কঙ্গনা রানাওয়াতকে ভয়ংকর এবং শক্তিশালী বিমান বাহিনীর পাইলট তেজস গিল হিসাবে দেখানো হয়েছে । হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের সঙ্গে ট্রেলর দৃশ্যের শুরু এবং রয়েছে দুর্দান্ত সংলাপ, 'ভারত কো ছেঁড়োগে তো ছোড়েঙ্গে না'৷ শক্তিশালী মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অত্যাশ্চর্য ভিজ্যুয়াল ইফেক্ট ট্রেলারটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷ কঙ্গনা তাঁর বীরত্বপূর্ণ বায়ুসেনা অভিযানের দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলেছেন ৷

ট্রেলর ভিডিয়োটি শেয়ার করতে গিয়ে নির্মাতারা পোস্ট করেছেন, "এখন আকাশ থেকে শত্রু আক্রমণ করা হবে, এখন যুদ্ধ ঘোষণা করা হবে ! এই সেই ভারত যাকে জ্বালাতন করলে তারা ছাড়বে না । সর্বেশ মেভাদা দ্বারা রচিত এবং পরিচালিত এবং রনি স্ক্রুওয়ালা দ্বারা প্রযোজিত তেজস 27 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.