মুম্বই, 28 জানুয়ারি: বিগ বস 16-এর আসন্ন পর্বে প্রতিযোগী অর্চনা গৌতম এবং বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানকে একটি রোম্যান্টিক দৃশ্য়ে অভিনয় করতে দেখা যাবে ৷ অর্চনা অবশ্য এই দৃশ্য চলাকালীন কার্তিককে 'ভাইয়া' বলে ডেকে ওঠেন ৷ যা রীতিমতো হাসির উদ্রেগ করেছে ৷ নির্মাতাদের শেয়ার করা একটি ভিডিয়ো ক্লিপিংয়ে সামনে এসেছে যেখানে এই কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে অর্চনাকে ৷
ক্লিপিংয়ে কার্তিক-অর্চনাকে একটি রোম্যান্টিক দৃশ্য়ে অভিনয় করতে দেখা গিয়েছে (Archana Gautam calls kartik aaryan bhaiya) ৷ আসল ঘটনাটি হল ফারাহ অর্চনাকে কার্তিকের জন্য় চা বানানোর নির্দেশ দিয়েছিলেন ৷ একইসঙ্গে বলেছিলেন তাঁকে চেষ্টা করতে হবে চা পর্বের পর কার্তিকের সঙ্গে রোম্যান্টিক মেজাজে কথা বলতে ৷ কিন্তু দৃশ্য়ের শুরুটা নিয়ম মতো হলেও এরপর সব ভেস্তে যায় ৷ কার্তিক অর্চনাকে কথা মতো কাছে টানারও চেষ্টা করেন ৷ কিন্তু অর্চনা সমস্তটাই মাটি করে দেন কার্তিককে 'ভাইয়া' ডেকে ৷
প্রোমোতে দেখা যায় একটি দৃশ্য়ে অর্চনা বলছেন, 'হায় ছাড়ো না মা দেখে ফেলবে তো ৷' ঠিক এর পরই আসে তাঁর 'গলতি সে মিসটেক' ওয়ালা সংলাপটি ৷ কারণ কথার পিঠে কথা চাপাতে গিয়ে অর্চনা বলে বসেন 'কোন গেট দিয়ে তুমি ঘরে এলে ভাইয়া' ৷ ব্যস আর কী! রোম্যান্টিক সিনের পুরোপুরি দফারফা ৷ এমনকী অভিনয় থামিয়ে হাসিতে ফেটে পড়েন কার্তিকও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'রক্তকরবী'র নেপথ্য কাহিনি নিয়ে আড্ডায় পরিচালক সায়ন্তন
কার্তিক এখন ব্যস্ত তাঁর আগামী ছবি 'শেহজাদা'র প্রচার নিয়ে ৷ আগামী 10 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ আর সেই ছবির প্রচারের জন্য় বিগ বসের ঘরে হাজির হতে চলেছেন অভিনেতা ৷ এই ছবির হাত ধরে প্রযোজনাতেও নাম লেখাতে চলেছেন কার্তিক ৷ রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবি কার্তিকের সঙ্গে দেখা যাবে কৃতি স্যানন, পরেশ রাওয়াল এবং মনীষা কৈরালাকেও ৷ এই ছবিটি আদতে আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট 'আলা বৈকুণ্থাপুররামুলু'-এর হিন্দি রিমেক ৷