ETV Bharat / entertainment

Navya drives tractor: গ্রামের মেঠো পথে ট্রাক্টর চালাচ্ছেন বচ্চনের নাতনি, অবস্থা দেখে হতবাক নেটিজেনরা ! - অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা

নানা সামাজিক প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নন্দা ৷ সম্প্রতি গুজরাতের একটি গ্রামে দেখা গিয়েছে তাঁকে ৷ গ্রামের জীবন কেমন কাটালেন তিনি ?

Navya drives a tractor
মেঠো পথে ট্রাক্টর চালাচ্ছেন নভ্যা
author img

By

Published : May 20, 2023, 5:56 PM IST

হায়দরাবাদ, 20 মে: বিগ-বি অমিতাভ বচ্চনের নাতনির কাণ্ডকারখানা দেখে থ নেটিজেনরা ৷ অভিনয় ছেড়ে একি কাজ বেছে নিয়েছেন তিনি, ভেবেই ভিড়মি খাচ্ছেন অনেকে ৷ তবে সেই সকল অনুরাগীদের আশ্বস্ত করে বলা যায়, শহর ছেড়ে গ্রামের জীবনযাপনে মজেছেন নভ্যা নভেলি নন্দা ৷ সেখানেই তাঁকে দেখা গিয়েছে ট্রাক্টর চালাতে ৷

একঘেয়েমি শহুরে কংক্রিটের জীবন থেকে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ সত্যিই দূর করে চোখের ক্লান্তি, মনের ক্লান্তি ৷ অনেকেই জানেন, গুজরাতের গণেশপুরায় আরা-হেলথ নামে মহিলা কেন্দ্রিক হেলথ টেক কোম্পানির কো-ফাউন্ডার নভ্যা নন্দা ৷ সেখানেই নিজের টিমের সঙ্গে ছুটি কাটিয়েছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিয়ো ৷ যা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, লাক্সারি গাড়ি ছেড়ে গ্রামের মেঠো পথে ট্রাক্টর চালাচ্ছেন নভ্যা ৷ পাশাপাশি দেখা গিয়েছে, আরা হেলথ-এর উদ্যোগে মহিলাদের উন্নতিকল্পে কী ধরণের কাজ হয়েছে, তা নিয়ে আলোচনা করছেন ৷ গ্রামের মহিলাদের সঙ্গে সময় কাটিয়েছেন, কথা বলেছেন তাঁদের সঙ্গে ৷

এই ভিডিয়ো অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে ৷ অনেকেই মন্তব্য করে নভ্যার এই রূপের প্রশংসা করেছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "সত্যি খুব সুন্দর ৷ তোমার এই কাজ প্রশংসারযোগ্য ৷ পাশাপাশি, গ্রামের একজন মহিলার হাত থেকে তুমি ফুল নিলে, সেটাও সুন্দর মুহূর্ত ৷" অপর এক নেটিজেন লিখেছেন, "অন্যান্য তারকা সন্তানদের থেকে তুমি একদম আলাদা ৷"

প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে নভ্যা জানিয়েছিলেন, তিনি নিজে কেরিয়ার হিসাবে অভিনয় বেছে নেননি ৷ তিনি বলেন, "আমার মনে হয়, অভিনয়ের দিক থেকে আমি অতটা ভালো নই ৷ আমি বিশ্বাস করি না, কোনও কিছু জোর করে করা উচিত করতে হবে বলে ৷"

আরও পড়ুন: চল্লিশে পা জুনিয়র এনটিআরের, জেনে নিন নায়কের 'গোপন কথাটি'

নভ্যা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার মেয়ে ৷ তাঁর এক ভাইও আছে, নাম অগস্ত্যা ৷ কিছুদিনের মধ্যে অগস্ত্যাকে দেখা যাবে বিটাউনের পর্দায় ৷ জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস ছবিতে অভিনয় করেছেন অগস্ত্যা নন্দা ৷

হায়দরাবাদ, 20 মে: বিগ-বি অমিতাভ বচ্চনের নাতনির কাণ্ডকারখানা দেখে থ নেটিজেনরা ৷ অভিনয় ছেড়ে একি কাজ বেছে নিয়েছেন তিনি, ভেবেই ভিড়মি খাচ্ছেন অনেকে ৷ তবে সেই সকল অনুরাগীদের আশ্বস্ত করে বলা যায়, শহর ছেড়ে গ্রামের জীবনযাপনে মজেছেন নভ্যা নভেলি নন্দা ৷ সেখানেই তাঁকে দেখা গিয়েছে ট্রাক্টর চালাতে ৷

একঘেয়েমি শহুরে কংক্রিটের জীবন থেকে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ সত্যিই দূর করে চোখের ক্লান্তি, মনের ক্লান্তি ৷ অনেকেই জানেন, গুজরাতের গণেশপুরায় আরা-হেলথ নামে মহিলা কেন্দ্রিক হেলথ টেক কোম্পানির কো-ফাউন্ডার নভ্যা নন্দা ৷ সেখানেই নিজের টিমের সঙ্গে ছুটি কাটিয়েছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিয়ো ৷ যা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, লাক্সারি গাড়ি ছেড়ে গ্রামের মেঠো পথে ট্রাক্টর চালাচ্ছেন নভ্যা ৷ পাশাপাশি দেখা গিয়েছে, আরা হেলথ-এর উদ্যোগে মহিলাদের উন্নতিকল্পে কী ধরণের কাজ হয়েছে, তা নিয়ে আলোচনা করছেন ৷ গ্রামের মহিলাদের সঙ্গে সময় কাটিয়েছেন, কথা বলেছেন তাঁদের সঙ্গে ৷

এই ভিডিয়ো অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে ৷ অনেকেই মন্তব্য করে নভ্যার এই রূপের প্রশংসা করেছেন ৷ এক অনুরাগী লিখেছেন, "সত্যি খুব সুন্দর ৷ তোমার এই কাজ প্রশংসারযোগ্য ৷ পাশাপাশি, গ্রামের একজন মহিলার হাত থেকে তুমি ফুল নিলে, সেটাও সুন্দর মুহূর্ত ৷" অপর এক নেটিজেন লিখেছেন, "অন্যান্য তারকা সন্তানদের থেকে তুমি একদম আলাদা ৷"

প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে নভ্যা জানিয়েছিলেন, তিনি নিজে কেরিয়ার হিসাবে অভিনয় বেছে নেননি ৷ তিনি বলেন, "আমার মনে হয়, অভিনয়ের দিক থেকে আমি অতটা ভালো নই ৷ আমি বিশ্বাস করি না, কোনও কিছু জোর করে করা উচিত করতে হবে বলে ৷"

আরও পড়ুন: চল্লিশে পা জুনিয়র এনটিআরের, জেনে নিন নায়কের 'গোপন কথাটি'

নভ্যা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার মেয়ে ৷ তাঁর এক ভাইও আছে, নাম অগস্ত্যা ৷ কিছুদিনের মধ্যে অগস্ত্যাকে দেখা যাবে বিটাউনের পর্দায় ৷ জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস ছবিতে অভিনয় করেছেন অগস্ত্যা নন্দা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.