ETV Bharat / entertainment

Amitabh Bachchan: পায়ের শিরা কেটে রক্তারক্তি, হাসপাতালে বিগ-বি - মেগাস্টার বিগ বি

দুর্ঘটনার কবলে বিগ-বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ বাঁ পা-এর শিরা কেটে রক্তারক্তি কাণ্ড বাঁধালেন মেগাস্টার (Big B Amitabh Bachchan Cut Vein of His Left Arm) ৷ তড়িঘড়ি গেলেন হাসপাতালে। রবিবার বচ্চন সাহাব নিজেই জানালেন সে কথা। 'কৌন বানেগা ক্রোড়পতি'র সঞ্চালককে এখন চিকিৎসকরা চিন্তা না করার পরামর্শ দিয়েছেন ৷ পাশাপাশি তাঁকে হাঁটতে বারণ করেছেন।

Amitabh Bachchan
বাঁ পা-এর শিরা কেটে রক্তারক্তি বিগ-বি'র
author img

By

Published : Oct 23, 2022, 2:52 PM IST

মুম্বই, 23 অক্টোবর: বাঁ-পায়ের শিরা কেটে রক্তারক্তি কাণ্ড বাঁধালেন মেগাস্টার বিগ-বি (Amitabh Bachchan)। পা কেটে হল রক্তারক্তি। যার কারণে তাঁকে ভরতি করা হল হাসপাতালে। নিজেই ব্লগে দুর্ঘটনার কথা শেয়ার করলেন সিনিয়র বচ্চন (Big B Amitabh Bachchan Cut Vein of His Left Arm)।

কিন্তু এখন কেমন রয়েছেন? তার উত্তর অমিতাভ লিখলেন, "রক্তপাত বন্ধ করার জন্য সেলাই করতে হয়েছে। হঠাৎ করে একটা ধাতব ও ধারালো কিছু থেকে পায়ে ক্ষতের সৃষ্টি করে ৷ আর তা থেকেই ভীষণ রক্তক্ষরণ শুরু হয়। তবে যেহেতু শিরা কেটে গিয়েছে তাই চিকিৎসকের পরামর্শে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে।"

দ্রুত চিকিৎসকদের পরামর্শ ও সমস্ত কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার কারণে সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিগ-বি। 'কৌন বানেগা ক্রোড়পতি'-তে (Kaun Banega Crorepati) তাঁকে এখন দেখা যাচ্ছে সক্রিয় ভূমিকায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে বিন্দুমাত্র চিন্তা না করতে। মানসিকভাবে সুস্থ থাকতে, হাঁটাচলা না করতে। এমনকী ট্রেডমিলেও ওঠা যাবে না বলেও পরামর্শ দিয়েছেন তাঁরা। কোনওভাবে আঘাতের ওপর যেন চাপ না পড়ে।

আরও পড়ুন: টিম 'মহিষাসুরমর্দ্দিনী'কে নিয়ে বাড়িতেই বাজি উৎসবে মাতলেন ঋতুপর্ণা

সদ্য 80-তে পা রেখেছেন অমিতাভ। উৎসবের মেজাজ চলছিল বচ্চন পরিবারে। কিন্তু সেই আনন্দ যে এরকম বিপদ ডেকে আনতে পারে ভাবতে পারেননি বলে জানালেন তিনি। লিখলেন, "মাঝেমধ্যে সন্তুষ্টি অর্জন করতে গিয়েই চরম আনন্দ কিংবা অস্বস্তিতে পড়তে হয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠব ৷" অন্যদিকে, তাঁর এই শারীরিক অসুস্থতার কথা ভক্তরা জানতে পেরে চরম উৎকণ্ঠায়। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। পাশাপাশি তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই ফের সঞ্চালনায় ফিরবেন বলেও জানিয়েছেন । আগামীতে একের পর এক সিনেমাও তাঁর ঝুলিতে রয়েছে।

মুম্বই, 23 অক্টোবর: বাঁ-পায়ের শিরা কেটে রক্তারক্তি কাণ্ড বাঁধালেন মেগাস্টার বিগ-বি (Amitabh Bachchan)। পা কেটে হল রক্তারক্তি। যার কারণে তাঁকে ভরতি করা হল হাসপাতালে। নিজেই ব্লগে দুর্ঘটনার কথা শেয়ার করলেন সিনিয়র বচ্চন (Big B Amitabh Bachchan Cut Vein of His Left Arm)।

কিন্তু এখন কেমন রয়েছেন? তার উত্তর অমিতাভ লিখলেন, "রক্তপাত বন্ধ করার জন্য সেলাই করতে হয়েছে। হঠাৎ করে একটা ধাতব ও ধারালো কিছু থেকে পায়ে ক্ষতের সৃষ্টি করে ৷ আর তা থেকেই ভীষণ রক্তক্ষরণ শুরু হয়। তবে যেহেতু শিরা কেটে গিয়েছে তাই চিকিৎসকের পরামর্শে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে।"

দ্রুত চিকিৎসকদের পরামর্শ ও সমস্ত কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার কারণে সকলকে ধন্যবাদ জানিয়েছেন বিগ-বি। 'কৌন বানেগা ক্রোড়পতি'-তে (Kaun Banega Crorepati) তাঁকে এখন দেখা যাচ্ছে সক্রিয় ভূমিকায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে বিন্দুমাত্র চিন্তা না করতে। মানসিকভাবে সুস্থ থাকতে, হাঁটাচলা না করতে। এমনকী ট্রেডমিলেও ওঠা যাবে না বলেও পরামর্শ দিয়েছেন তাঁরা। কোনওভাবে আঘাতের ওপর যেন চাপ না পড়ে।

আরও পড়ুন: টিম 'মহিষাসুরমর্দ্দিনী'কে নিয়ে বাড়িতেই বাজি উৎসবে মাতলেন ঋতুপর্ণা

সদ্য 80-তে পা রেখেছেন অমিতাভ। উৎসবের মেজাজ চলছিল বচ্চন পরিবারে। কিন্তু সেই আনন্দ যে এরকম বিপদ ডেকে আনতে পারে ভাবতে পারেননি বলে জানালেন তিনি। লিখলেন, "মাঝেমধ্যে সন্তুষ্টি অর্জন করতে গিয়েই চরম আনন্দ কিংবা অস্বস্তিতে পড়তে হয়। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে উঠব ৷" অন্যদিকে, তাঁর এই শারীরিক অসুস্থতার কথা ভক্তরা জানতে পেরে চরম উৎকণ্ঠায়। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। পাশাপাশি তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই ফের সঞ্চালনায় ফিরবেন বলেও জানিয়েছেন । আগামীতে একের পর এক সিনেমাও তাঁর ঝুলিতে রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.