ETV Bharat / entertainment

Besharam Rang Row: 'বেশরম রং' নিয়ে বিতর্ক অব্যহত, এবার সরব চাইল্ড ওয়েলফেয়ার কমিটি - বেশরম রং নিয়ে বিতর্ক অব্যহত

আবার বিতর্কের মুখে 'পাঠান'-এর 'বেশরম রং' ৷ এবার এই গান কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করবে এই অভিযোগ তুলে ডিজিপি-র কাছে একটি চিঠি বাহরাইচ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) (Child Welfare Committee objection on pathaan song )৷

Besharam Rang row
আবার বিতর্কের মুখে 'পাঠান'-এর 'বেশরম রং'
author img

By

Published : Jan 4, 2023, 7:18 PM IST

বাহরাইচ, 4 জানুয়ারি: 'পাঠান'-এর প্রথম গান নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না ৷ 'বেশরম রং' নিয়ে ফের একবার কাঠগড়ায় নির্মাতারা (Besharam Rang row ) ৷ এবার এই গানের বিরুদ্ধে সোচ্চার হল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) ৷ তাদের দাবি, 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে ৷ তাই এই গানটিকে এখনই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত (Child Welfare Committee objection on Pathaan song) ৷

জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন 2015-র অধীনে এই মর্মে ডিজিপি-র কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তাঁরা ৷ পাঠানো হয়েছে গানের ক্লিপিংসও ৷ ডিজিপিকে পাঠানো এই চিঠিতে বাহরাইচ সিডব্লিউসি সভাপতি সতীশ কুমার শ্রীবাস্তব, দীপমালা প্রধান, অর্চনা পান্ডে এবং নবনীত মিশ্রকে নিয়ে গঠিত চার সদস্যের বেঞ্চের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ সরকার কিশোর-কিশোরীদের দক্ষতা বিকাশের জন্য মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা করেছে ৷ তাই এই ধরনের বিষয় যা সহজে উপলব্ধ এবং ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, তা জনস্বার্থে সরিয়ে দেওয়াই উচিত (Trouble continues to loom for Pathaan) ৷

'পাঠান' নিয়ে বিতর্ক অবশ্য় এই প্রথম নয় ৷ ইতিমধ্য়েই তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর কাছে শাহরুখ-দীপিকার এই মিউজিক ভিডিয়োটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ জমা পড়েছে ৷ এরপর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারপার্সন প্রসূন যোশি ছবি মুক্তির আগে বেশকিছু পরিবর্তনের পরামর্শ দেন ৷ একইসঙ্গে একটি রিভাইসড ভার্সনও জমা দিতে বলা হয় তাঁদের ৷

এর আগে উত্তরপ্রদেশ এবং মধ্য়প্রদেশেও ছবির এই গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ একদিকে যেমন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র লেখেন, "পাঠান-এর গানে টুকরে টুকরে গ্য়াং'য়ের সমর্থক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর ৷ গানটির শ্যুটিংও করা হয়েছে নোংরা মানসিকতা নিয়ে। গানের দৃশ্য এবং পোশাক সংশোধন করা উচিত, অন্যথায় মধ্যপ্রদেশে ছবিটির অনুমতি দেওয়া উচিত কি না, তা বিবেচনা করতে হবে ( MP minister says Pathaan release in state doubtful)।" অন্যদিকে তেমনই আবার উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরা প্রশ্ন তোলেন গানে গেরুয়া রঙের পোশাক ব্যবহার নিয়ে ৷

আরও পড়ুন: এবার কার্ট হুইল হাতে সানি! সামনে এল 'গদর 2' ছবির প্রথম লুক

সবমিলিয়ে 'পাঠান' বিতর্ক চলছে তো চলছেই ৷ এরই মাঝে 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ একইদিনে হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023)৷

বাহরাইচ, 4 জানুয়ারি: 'পাঠান'-এর প্রথম গান নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না ৷ 'বেশরম রং' নিয়ে ফের একবার কাঠগড়ায় নির্মাতারা (Besharam Rang row ) ৷ এবার এই গানের বিরুদ্ধে সোচ্চার হল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) ৷ তাদের দাবি, 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে ৷ তাই এই গানটিকে এখনই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত (Child Welfare Committee objection on Pathaan song) ৷

জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন 2015-র অধীনে এই মর্মে ডিজিপি-র কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তাঁরা ৷ পাঠানো হয়েছে গানের ক্লিপিংসও ৷ ডিজিপিকে পাঠানো এই চিঠিতে বাহরাইচ সিডব্লিউসি সভাপতি সতীশ কুমার শ্রীবাস্তব, দীপমালা প্রধান, অর্চনা পান্ডে এবং নবনীত মিশ্রকে নিয়ে গঠিত চার সদস্যের বেঞ্চের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ সরকার কিশোর-কিশোরীদের দক্ষতা বিকাশের জন্য মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা করেছে ৷ তাই এই ধরনের বিষয় যা সহজে উপলব্ধ এবং ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, তা জনস্বার্থে সরিয়ে দেওয়াই উচিত (Trouble continues to loom for Pathaan) ৷

'পাঠান' নিয়ে বিতর্ক অবশ্য় এই প্রথম নয় ৷ ইতিমধ্য়েই তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর কাছে শাহরুখ-দীপিকার এই মিউজিক ভিডিয়োটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ জমা পড়েছে ৷ এরপর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারপার্সন প্রসূন যোশি ছবি মুক্তির আগে বেশকিছু পরিবর্তনের পরামর্শ দেন ৷ একইসঙ্গে একটি রিভাইসড ভার্সনও জমা দিতে বলা হয় তাঁদের ৷

এর আগে উত্তরপ্রদেশ এবং মধ্য়প্রদেশেও ছবির এই গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ একদিকে যেমন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র লেখেন, "পাঠান-এর গানে টুকরে টুকরে গ্য়াং'য়ের সমর্থক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর ৷ গানটির শ্যুটিংও করা হয়েছে নোংরা মানসিকতা নিয়ে। গানের দৃশ্য এবং পোশাক সংশোধন করা উচিত, অন্যথায় মধ্যপ্রদেশে ছবিটির অনুমতি দেওয়া উচিত কি না, তা বিবেচনা করতে হবে ( MP minister says Pathaan release in state doubtful)।" অন্যদিকে তেমনই আবার উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরা প্রশ্ন তোলেন গানে গেরুয়া রঙের পোশাক ব্যবহার নিয়ে ৷

আরও পড়ুন: এবার কার্ট হুইল হাতে সানি! সামনে এল 'গদর 2' ছবির প্রথম লুক

সবমিলিয়ে 'পাঠান' বিতর্ক চলছে তো চলছেই ৷ এরই মাঝে 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ একইদিনে হিন্দির সঙ্গে সঙ্গে তামিল এবং তেলেগু ভাষাতেও মুক্তি পাবে ছবিটি (Pathan will be released on 25 January 2023)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.