ETV Bharat / entertainment

Ashutosh Gowariker: মনীষী আদি শঙ্করাচার্যের জীবনী এবার বড় পর্দায়, নেপথ্যে আশুতোষ গোয়ারিকর - আদি শঙ্করাচার্য

Ashutosh Gowariker New Movie: চার বছর পর ছবি পরিচালনার দায়িত্বে ফিরছেন আশুতোষ গোয়ারিকর ৷ মনীষি আদি শঙ্করাচার্যের জীবনী এবার বড়পর্দায় ফুটে তুলবেন পরিচালক ৷ শুক্রবার সামাজিক মাধ্যমে খুশির খবর জানিয়েছেন পরিচালক ৷

Etv Bharat
আদি শঙ্করাচার্যের জীবনী এবার বড় পর্দায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 6:12 PM IST

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'লগন', 'স্বদেশ', 'যোধা আকবর'-এর মতো হিট ছবি যেমন তিনি উপহার দিয়েছেন বক্সঅফিসে ৷ তেমনই 'হোয়াটস ইয়োর রাশি', 'মহেঞ্জো দাড়ো' বা 'পানিপত'-এর মতো ছবি মুখ থুবড়ে পড়ে প্রেক্ষাগৃহে ৷ বরাবরই যাঁর ছবিতে ইতিহাস জায়গা করে নেয় সেই আশুতোষ গোয়ারিকর নিয়ে আসছেন নতুন একটি ছবি ৷ নাম 'শঙ্কর' ৷ শুক্রবার সামনে এসেছে ছবির পোস্টার ৷ মনীষি আদি শঙ্করাচার্যের জীবনী এবার ফুটে উঠবে বড়পর্দায় ৷

এদিন পরিচালক সোশাল মিডিয়ায় লেখেন, "আদি শঙ্করাচার্যের জীবনী বড় পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি সম্মানিত ৷ 'আচার্য শঙ্কর সাংস্কৃতিক একতা ন্যায়াস' এবং 'একাত্মধাম'-এর যৌথ উদ্যোগে আসতে চলেছে শঙ্কর ৷" পরিচালকের এই ঘোষণা সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সচিন পারেখ ও অভিনেতা-পরিচালক মকরন্দ দেশপাণ্ডে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বৃহস্পতিবারই মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উন্মোচন করেছেন 108 ফুট লম্বা আদি শঙ্করাচার্যের মূর্তির ৷ আট শতকের আধ্যাত্মিক গুরু আদি শঙ্কারাচর্যের এই মূর্তিকে 'স্ট্যাচু অফ ওয়াননেস' বলে আখ্যা দেওয়া হয়েছে ৷ আদি শঙ্করাচার্য ভারতে, সনাতন ধর্মের বীজ বপণ করেছিলেন ৷ পাশাপাশি, অদ্বৈত বেদান্তের দর্শনের পক্ষে এবং সাংস্কৃতিক ঐক্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সময়ে যে পথ দেখিয়েছেন অখন্ড ভারতকে তাই ফুটে উঠতে চলেছে বড় পর্দায় ৷

তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে, আদি শঙ্করাচার্যের চরিত্রে কাকে নেওয়া হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে ৷ কবে আসবে বাকি তথ্য, তা জানতে অপেক্ষায় রইল সকলেই ৷ এর আগে পরিচালক 2022 সালে 'তুলসীদাস জুনিয়র' ছবি প্রযোজনার দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন: বাবার পর এবার জ্যাকি পুত্র টাইগারের সঙ্গেও স্ক্রিনশেয়ার করবেন সঞ্জয়

2019 সালে আশুতোষ গোয়ারিকরের শেষ ছবি 'পানিপত' মুক্তি পেয়েছিল ৷ অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি শ্যানন অভিনীত এই ছবি বক্সঅফিসে অসফল হয় ৷ 2016 সালে হৃত্বিক রোশন ও পূজা হেগড়ে অভিনীত 'মহেঞ্জো দাড়ো'-ও বক্সঅফিসে ফ্লপ হয় ৷ চার বছর পর তিনি ফের পরিচালকের দায়িত্বে ৷ এবার তিনি সফল হতে পারেন কি না, তা সময়ই বলবে ৷

হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: 'লগন', 'স্বদেশ', 'যোধা আকবর'-এর মতো হিট ছবি যেমন তিনি উপহার দিয়েছেন বক্সঅফিসে ৷ তেমনই 'হোয়াটস ইয়োর রাশি', 'মহেঞ্জো দাড়ো' বা 'পানিপত'-এর মতো ছবি মুখ থুবড়ে পড়ে প্রেক্ষাগৃহে ৷ বরাবরই যাঁর ছবিতে ইতিহাস জায়গা করে নেয় সেই আশুতোষ গোয়ারিকর নিয়ে আসছেন নতুন একটি ছবি ৷ নাম 'শঙ্কর' ৷ শুক্রবার সামনে এসেছে ছবির পোস্টার ৷ মনীষি আদি শঙ্করাচার্যের জীবনী এবার ফুটে উঠবে বড়পর্দায় ৷

এদিন পরিচালক সোশাল মিডিয়ায় লেখেন, "আদি শঙ্করাচার্যের জীবনী বড় পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি সম্মানিত ৷ 'আচার্য শঙ্কর সাংস্কৃতিক একতা ন্যায়াস' এবং 'একাত্মধাম'-এর যৌথ উদ্যোগে আসতে চলেছে শঙ্কর ৷" পরিচালকের এই ঘোষণা সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সচিন পারেখ ও অভিনেতা-পরিচালক মকরন্দ দেশপাণ্ডে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

বৃহস্পতিবারই মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উন্মোচন করেছেন 108 ফুট লম্বা আদি শঙ্করাচার্যের মূর্তির ৷ আট শতকের আধ্যাত্মিক গুরু আদি শঙ্কারাচর্যের এই মূর্তিকে 'স্ট্যাচু অফ ওয়াননেস' বলে আখ্যা দেওয়া হয়েছে ৷ আদি শঙ্করাচার্য ভারতে, সনাতন ধর্মের বীজ বপণ করেছিলেন ৷ পাশাপাশি, অদ্বৈত বেদান্তের দর্শনের পক্ষে এবং সাংস্কৃতিক ঐক্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সময়ে যে পথ দেখিয়েছেন অখন্ড ভারতকে তাই ফুটে উঠতে চলেছে বড় পর্দায় ৷

তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে, আদি শঙ্করাচার্যের চরিত্রে কাকে নেওয়া হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে ৷ কবে আসবে বাকি তথ্য, তা জানতে অপেক্ষায় রইল সকলেই ৷ এর আগে পরিচালক 2022 সালে 'তুলসীদাস জুনিয়র' ছবি প্রযোজনার দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন: বাবার পর এবার জ্যাকি পুত্র টাইগারের সঙ্গেও স্ক্রিনশেয়ার করবেন সঞ্জয়

2019 সালে আশুতোষ গোয়ারিকরের শেষ ছবি 'পানিপত' মুক্তি পেয়েছিল ৷ অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি শ্যানন অভিনীত এই ছবি বক্সঅফিসে অসফল হয় ৷ 2016 সালে হৃত্বিক রোশন ও পূজা হেগড়ে অভিনীত 'মহেঞ্জো দাড়ো'-ও বক্সঅফিসে ফ্লপ হয় ৷ চার বছর পর তিনি ফের পরিচালকের দায়িত্বে ৷ এবার তিনি সফল হতে পারেন কি না, তা সময়ই বলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.