ETV Bharat / entertainment

Aryan Khan Bollywood Debut: বলিউডে অভিষেকের অপেক্ষায় আরিয়ান, কী বললেন গর্বিত বাবা ? - Aryan Khan Bollywood Debut

পরিচালক হিসাবে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের (Aryan Khan directorial debut)৷ ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখও ৷

Aryan Khan Bollywood Debut
বলিউডে পা আরিয়ানের, কী বললেন শাহরুখ?
author img

By

Published : Dec 7, 2022, 10:19 AM IST

Updated : Dec 7, 2022, 11:13 AM IST

মুম্বই, 7 ডিসেম্বর: বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের ৷ না প্রথম লাইনটা পড়েই কেউ যদি স্ক্রিনে তরুণ শাহরুখকে দেখার নস্টালজিয়ায় ভুগতে চান তাহলে একটি খারাপ খবরও রয়েছে ৷ পর্দায় নয় আদতে পর্দার পিছনেই কাজ করবেন আরিয়ান (Aryan Khan directorial debut )৷ প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্টের থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁর এই নতুন প্রজেক্টে অভিনয় নয় বরং তা পরিচালনা করবেন শাহরুখ পুত্র ৷

তিনি মঙ্গলবার নিজেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, "লেখা শেষ হয়েছে ৷ অ্যাকশন বলার জন্য় আর অপেক্ষা করতে পারছি না (Aryan Khan to take his debut project on floors )৷" তাঁর এই সিরিজের শুটিং আগামী বছর শুরু হতে চলেছে ৷ ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখও ৷ তিনি লিখেছেন, "বাহ... নিজের উপর বিশ্বাস রাখা... স্বপ্ন দেখা শেষ... এবার সাহস দেখানোর পালা ৷ তোমার প্রথম কাজের জন্য় শুভেচ্ছা ৷ প্রথম কাজ সর্বদা স্পেশাল (Shah Rukh Khan on Bollywood debut of son Aryan ) ৷ "
অন্যদিকে কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ানের মা গৌরিও ৷ তিনি লিখেছেন, 'দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷' যদিও এই সিরিজের নাম কী হতে চলেছে তা এখনও জানা যায়নি ৷ জানা যায়নি কুশিলবদের সম্পর্কেও ৷ তবে আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে খুশি এসআরকে ফ্য়ানেরা ৷ আরিয়ানের পোস্টের লাইক এবং কমেন্টের সংখ্য়া দেখলেই তা বোঝা যায় ৷

আরও পড়ুন: ভক্তদের হাপিত্যেশ আরও বাড়িয়ে সামনে এল 'পাঠান' এর নতুন পোস্টার

শুধু শাহরুখ পুত্র নয় শাহরুখ কন্যাও পা রাখতে চলেছেন বলিউডে ৷ জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এ অভিনয় করতে চলেছেন সুহানা । আগামী বছর স্ট্রিমিং শুরু হবে এই ছবিটিরও ৷ অন্য়দিকে, শাহরুখ নিজেই পর্দায় কামব্যাক করবেন আগামী জানুয়ারিতে ৷ 25 জানুয়ারি মুক্তি পাবে তাঁর 'পাঠান' ৷

মুম্বই, 7 ডিসেম্বর: বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের ৷ না প্রথম লাইনটা পড়েই কেউ যদি স্ক্রিনে তরুণ শাহরুখকে দেখার নস্টালজিয়ায় ভুগতে চান তাহলে একটি খারাপ খবরও রয়েছে ৷ পর্দায় নয় আদতে পর্দার পিছনেই কাজ করবেন আরিয়ান (Aryan Khan directorial debut )৷ প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্টের থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁর এই নতুন প্রজেক্টে অভিনয় নয় বরং তা পরিচালনা করবেন শাহরুখ পুত্র ৷

তিনি মঙ্গলবার নিজেই ইনস্টাগ্রামে লিখেছিলেন, "লেখা শেষ হয়েছে ৷ অ্যাকশন বলার জন্য় আর অপেক্ষা করতে পারছি না (Aryan Khan to take his debut project on floors )৷" তাঁর এই সিরিজের শুটিং আগামী বছর শুরু হতে চলেছে ৷ ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখও ৷ তিনি লিখেছেন, "বাহ... নিজের উপর বিশ্বাস রাখা... স্বপ্ন দেখা শেষ... এবার সাহস দেখানোর পালা ৷ তোমার প্রথম কাজের জন্য় শুভেচ্ছা ৷ প্রথম কাজ সর্বদা স্পেশাল (Shah Rukh Khan on Bollywood debut of son Aryan ) ৷ "
অন্যদিকে কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন আরিয়ানের মা গৌরিও ৷ তিনি লিখেছেন, 'দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷' যদিও এই সিরিজের নাম কী হতে চলেছে তা এখনও জানা যায়নি ৷ জানা যায়নি কুশিলবদের সম্পর্কেও ৷ তবে আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে খুশি এসআরকে ফ্য়ানেরা ৷ আরিয়ানের পোস্টের লাইক এবং কমেন্টের সংখ্য়া দেখলেই তা বোঝা যায় ৷

আরও পড়ুন: ভক্তদের হাপিত্যেশ আরও বাড়িয়ে সামনে এল 'পাঠান' এর নতুন পোস্টার

শুধু শাহরুখ পুত্র নয় শাহরুখ কন্যাও পা রাখতে চলেছেন বলিউডে ৷ জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এ অভিনয় করতে চলেছেন সুহানা । আগামী বছর স্ট্রিমিং শুরু হবে এই ছবিটিরও ৷ অন্য়দিকে, শাহরুখ নিজেই পর্দায় কামব্যাক করবেন আগামী জানুয়ারিতে ৷ 25 জানুয়ারি মুক্তি পাবে তাঁর 'পাঠান' ৷

Last Updated : Dec 7, 2022, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.