ETV Bharat / entertainment

Mithila New Film: বড়পর্দায় ফিরছেন মিথিলা, চ্যালেঞ্জিং চরিত্রে উজাড় করে দিচ্ছেন সৃজিত-ঘরণী

নতুন ছবির কাজে হাত দিলেন পরিচালক অর্ণব মিদ্যা। এবার তাঁর গল্পের নায়িকা মিথিলা। ছবির নাম 'মেঘলা' (Mithila New Film Meghla)।

Mithila New Film
আসছে সৃজিত ঘরণীর নতুন ছবি মিথিলা
author img

By

Published : Mar 16, 2023, 12:24 PM IST

Updated : Mar 16, 2023, 2:50 PM IST

কলকাতা, 16 মার্চ: 'অন্দরকাহিনী' এবং 'সেদিন কুয়াশা ছিল'-র পর তৃতীয় ছবির কাজে হাত দিলেন পরিচালক অর্ণব মিদ্যা । ছবির নাম 'মেঘলা'। নারীকেন্দ্রিক এই গল্পে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তথা সৃজিত ঘরণী মিথিলাকে (Mithila New Film Meghla)। ছবির কাহিনি, চিত্রনাট্য,সংলাপ ও পরিচালনা সবেতেই অর্ণব মিদ্যা স্বয়ং । গল্পের দিকে তাকালে দেখা যায়, মেঘলা একজন প্রাণবন্ত মেয়ে । পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ করেই তার স্বামী আবিরকে হারিয়ে ফেলে । আবির কি হারিয়ে গেল? নাকি কেউ তাকে অপহরণ করল ? আবিরকে খুঁজতে শুরু করে মিথিলা । কী হবে এরপর ? উত্তর আছে ছবির অন্দরে ।

অর্ণবের ছবিতে অভিনয়ের প্রসঙ্গে মিথিলা ইটিভি ভারতকে বলেন, "আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন দেশের, জনগোষ্ঠীর নারীদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি । তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত, যা নারীরা নিজেরাই সবসময় মুখ ফুটে বলতে পারে না বা বুঝতেও পারেনা । মেঘলার মতো অনেক মেয়েদের আমি চিনি । কিন্তু কোনওভাবে যখন তারা বুঝতে পারে, তখন সেই শক্তির কাছে সকল নেতিবাচক অপশক্তিকে হার মানতে হয় ।"

Mithila New Film
আসছে মিথিলার নতুন ছবি মেঘলা পরিচালনায় অর্ণব মিদ্যা

তিনি বলেন, "মেঘলা তেমনি এক লড়াকু মেয়ের গল্প, । এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা । আর এই রকম একটি সিনেমা শুধুমাত্র বিনোদন নয় আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার প্রতিফলন । মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যে কোনও অভিনেত্রীর জন্যে । আমি অত্যন্ত ভাগ্যবতী যে এ রকম একটি চরিত্র করার সুযোগ পেয়েছি এবং এরকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি ।"

পরিচালক অর্ণব মিদ্যা ইটিভি ভারতকে বলেন, "অন্দরকাহিনীর পর আবার একটি নারীকেন্দ্রিক ছবি বানানো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ । বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রের রূপদানের জন্য অভিনেতার নির্বাচন একটি কঠিন কাজ ছিল । চিত্রনাট্য লেখার সময় আমরা হয়ত অনেক দৃশ্য আমাদের মতো করে কল্পনা করি, কিন্তু বাস্তবে শ্য়ুটিং করার সময় সেই পরিকল্পনা অনুযায়ী শ্যুট করা এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল ক্যামেরার সামনে দাঁড়ানো সেই অভিনেতাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ছাড়া কোনও চরিত্রই জীবন্ত হয়ে উঠতে পারে না । আমি অত্যন্ত ভাগ্যবান যে মিথিলার মতো একজন অত্যন্ত সুযোগ্য অভিনেত্রী মেঘলার মতো একটি কঠিন চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ।"

প্রসঙ্গত, পরিচালকের 'সেদিন কুয়াশা ছিল' ছবিটি মুক্তির অপেক্ষায় । যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, জয় সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্রর মতো এক ঝাঁক অভিনেতা, অভিনেত্রী । 'মেঘলা'তে অভিনয় করছেব গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ । সুরকার রনজয় ভট্টাচার্য । চিত্রগ্রহণে ইন্দ্রনাথ মারিক । সম্পাদনায় রয়েছেন অনির্বাণ মাইতি ৷

আরও পড়ুন:বহুদিন পর ছোটপর্দায় ফিরে অনুরাগীদের কী বার্তা দিলেন আবির ?

কলকাতা, 16 মার্চ: 'অন্দরকাহিনী' এবং 'সেদিন কুয়াশা ছিল'-র পর তৃতীয় ছবির কাজে হাত দিলেন পরিচালক অর্ণব মিদ্যা । ছবির নাম 'মেঘলা'। নারীকেন্দ্রিক এই গল্পে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী তথা সৃজিত ঘরণী মিথিলাকে (Mithila New Film Meghla)। ছবির কাহিনি, চিত্রনাট্য,সংলাপ ও পরিচালনা সবেতেই অর্ণব মিদ্যা স্বয়ং । গল্পের দিকে তাকালে দেখা যায়, মেঘলা একজন প্রাণবন্ত মেয়ে । পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ করেই তার স্বামী আবিরকে হারিয়ে ফেলে । আবির কি হারিয়ে গেল? নাকি কেউ তাকে অপহরণ করল ? আবিরকে খুঁজতে শুরু করে মিথিলা । কী হবে এরপর ? উত্তর আছে ছবির অন্দরে ।

অর্ণবের ছবিতে অভিনয়ের প্রসঙ্গে মিথিলা ইটিভি ভারতকে বলেন, "আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন দেশের, জনগোষ্ঠীর নারীদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি । তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত, যা নারীরা নিজেরাই সবসময় মুখ ফুটে বলতে পারে না বা বুঝতেও পারেনা । মেঘলার মতো অনেক মেয়েদের আমি চিনি । কিন্তু কোনওভাবে যখন তারা বুঝতে পারে, তখন সেই শক্তির কাছে সকল নেতিবাচক অপশক্তিকে হার মানতে হয় ।"

Mithila New Film
আসছে মিথিলার নতুন ছবি মেঘলা পরিচালনায় অর্ণব মিদ্যা

তিনি বলেন, "মেঘলা তেমনি এক লড়াকু মেয়ের গল্প, । এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা । আর এই রকম একটি সিনেমা শুধুমাত্র বিনোদন নয় আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার প্রতিফলন । মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যে কোনও অভিনেত্রীর জন্যে । আমি অত্যন্ত ভাগ্যবতী যে এ রকম একটি চরিত্র করার সুযোগ পেয়েছি এবং এরকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি ।"

পরিচালক অর্ণব মিদ্যা ইটিভি ভারতকে বলেন, "অন্দরকাহিনীর পর আবার একটি নারীকেন্দ্রিক ছবি বানানো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ । বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রের রূপদানের জন্য অভিনেতার নির্বাচন একটি কঠিন কাজ ছিল । চিত্রনাট্য লেখার সময় আমরা হয়ত অনেক দৃশ্য আমাদের মতো করে কল্পনা করি, কিন্তু বাস্তবে শ্য়ুটিং করার সময় সেই পরিকল্পনা অনুযায়ী শ্যুট করা এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল ক্যামেরার সামনে দাঁড়ানো সেই অভিনেতাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ছাড়া কোনও চরিত্রই জীবন্ত হয়ে উঠতে পারে না । আমি অত্যন্ত ভাগ্যবান যে মিথিলার মতো একজন অত্যন্ত সুযোগ্য অভিনেত্রী মেঘলার মতো একটি কঠিন চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ।"

প্রসঙ্গত, পরিচালকের 'সেদিন কুয়াশা ছিল' ছবিটি মুক্তির অপেক্ষায় । যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল, পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, জয় সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনি মৈত্রর মতো এক ঝাঁক অভিনেতা, অভিনেত্রী । 'মেঘলা'তে অভিনয় করছেব গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ । সুরকার রনজয় ভট্টাচার্য । চিত্রগ্রহণে ইন্দ্রনাথ মারিক । সম্পাদনায় রয়েছেন অনির্বাণ মাইতি ৷

আরও পড়ুন:বহুদিন পর ছোটপর্দায় ফিরে অনুরাগীদের কী বার্তা দিলেন আবির ?

Last Updated : Mar 16, 2023, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.