ETV Bharat / entertainment

Anupam Wishes Dev: 'বাঘাযতীন'-এর জন্য প্রিয় টলিউড অভিনেতা দেবকে শুভেচ্ছা অনুপম খেরের

Dev New Film: প্রিয় টলিউড অভিনেতা দেবকে তাঁর নতুন ছবি 'বাঘা যতীন'-এর জন্য শুভেচ্ছা জানালেন অনুপম খের ৷ কলকাতায় এসে সম্প্রতি বিমানবন্দরে দেবের সঙ্গে দেখা করেন অভিনেতা ৷ তারপরই সেই সাক্ষাতের ছবি সোশালে পোস্ট করে শুভেচ্ছা জানালেন অনুপম ৷

Anupam Wishes Dev
দেবকে শুভেচ্ছা জানালেন অনুপম খের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 3:35 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: সম্প্রতি একটি 'মোটিভেশনাল লেকচার' কনফারেন্সে অংশ নিতে কলকাতায় আসেন বলিউড তারকা অনুপম খের । নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁর দেখা হয় টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে । আর দেখা হওয়া মাত্রই সৌজন্য বিনিময় এবং ছবি । পাশাপাশি দেবের আসন্ন ছবি 'বাঘা যতীন'-এর জন্যও তাঁকে শুভেচ্ছায় ভরালেন বলিউড তারকা ।

  • Legends of Indian Independence - Rodda Arms Heist & Shrish Chandra Mitra (Hindi) | Bagha Jatin

    Referred to as the “Greatest Daylight Robbery”, the Rodda Arms Heist took place in Kolkata on 26th August 1914.
    In the following years, the pistols and ammunitions were linked to… pic.twitter.com/bsuJjTFy4L

    — Dev (@idevadhikari) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "কলকাতা বিমানবন্দরে আমার অন্যতম প্রিয় অভিনেতা দেব অধিকারীর সঙ্গে দেখা হল ৷ আসন্ন ছবি বাঘা যতীন-এর জন্য তাঁকে ও তাঁর টিমকে শুভেচ্ছা জানাই ৷ ছবিটি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে ৷" বিপ্লবী বাঘা যতীনের কাহিনি নিয়ে পুজোতেই হাজির হতে চলেছেন অভিনেতা দেব ৷
বোঝাই যাচ্ছে দেব আর শুধু বাংলার হার্টথ্রব নন, তিনি বলিউডেরও মন কেড়েছেন । তার উপরে অনুপম খেরের মতো এক কিংবদন্তি অভিনেতার ।
শুধু বাংলা নয়, হিন্দি ভাষাতেও রিলিজ করতে চলেছে অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন' । ছবিতে বিপ্লবী বাঘাযতীনের ভূমিকায় দেখা যাবে সুপারস্টার দেব অধিকারীকে । ক্ষুদিরাম বসুর চরিত্রে রয়েছেন সামিউল আলম । আছেন রোহন ভট্টাচার্য, সৃজা দত্ত, আলেকজান্দ্রা টেইলর-সহ আরও অনেকে। 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি । তার আগে প্রচার চলছে জোরকদমে । পাশাপাশি ছবির শ্রীশ চন্দ্র মিত্রের কাহিনিও আজ সামনে এনেছেন দেব ৷

আরও পড়ুন: 'আশ্রম' এর বাবা নিরালা এবার 'অ্যানিম্যাল কা এনিমি', দেখুন ববির নয়া লুক

প্রসঙ্গত, 'মোটিভেশনাল লেকচার' কনফারেন্স-এ অংশ নিতে কলকাতায় আসেন অনুপম খের। সেখানেও মন কেড়ে নেন সকলের। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকলের নজর ছিল তাঁর দিকেই। শরীর এবং মন দুই দিক সুস্থ রাখাই জরুরি। আর কীভাবে তা সুস্থ রাখা সম্ভব তা নিয়েই ছিল 'মোটিভেশনাল লেকচার' কনফারেন্স। বক্তব্য রাখেন অনুপম খের সহ আরও অনেকে। অভিনেতা লেখেন, "কলকাতার এই প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। "

কলকাতা, 26 সেপ্টেম্বর: সম্প্রতি একটি 'মোটিভেশনাল লেকচার' কনফারেন্সে অংশ নিতে কলকাতায় আসেন বলিউড তারকা অনুপম খের । নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁর দেখা হয় টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে । আর দেখা হওয়া মাত্রই সৌজন্য বিনিময় এবং ছবি । পাশাপাশি দেবের আসন্ন ছবি 'বাঘা যতীন'-এর জন্যও তাঁকে শুভেচ্ছায় ভরালেন বলিউড তারকা ।

  • Legends of Indian Independence - Rodda Arms Heist & Shrish Chandra Mitra (Hindi) | Bagha Jatin

    Referred to as the “Greatest Daylight Robbery”, the Rodda Arms Heist took place in Kolkata on 26th August 1914.
    In the following years, the pistols and ammunitions were linked to… pic.twitter.com/bsuJjTFy4L

    — Dev (@idevadhikari) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোমবার সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "কলকাতা বিমানবন্দরে আমার অন্যতম প্রিয় অভিনেতা দেব অধিকারীর সঙ্গে দেখা হল ৷ আসন্ন ছবি বাঘা যতীন-এর জন্য তাঁকে ও তাঁর টিমকে শুভেচ্ছা জানাই ৷ ছবিটি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে ৷" বিপ্লবী বাঘা যতীনের কাহিনি নিয়ে পুজোতেই হাজির হতে চলেছেন অভিনেতা দেব ৷
বোঝাই যাচ্ছে দেব আর শুধু বাংলার হার্টথ্রব নন, তিনি বলিউডেরও মন কেড়েছেন । তার উপরে অনুপম খেরের মতো এক কিংবদন্তি অভিনেতার ।
শুধু বাংলা নয়, হিন্দি ভাষাতেও রিলিজ করতে চলেছে অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন' । ছবিতে বিপ্লবী বাঘাযতীনের ভূমিকায় দেখা যাবে সুপারস্টার দেব অধিকারীকে । ক্ষুদিরাম বসুর চরিত্রে রয়েছেন সামিউল আলম । আছেন রোহন ভট্টাচার্য, সৃজা দত্ত, আলেকজান্দ্রা টেইলর-সহ আরও অনেকে। 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি । তার আগে প্রচার চলছে জোরকদমে । পাশাপাশি ছবির শ্রীশ চন্দ্র মিত্রের কাহিনিও আজ সামনে এনেছেন দেব ৷

আরও পড়ুন: 'আশ্রম' এর বাবা নিরালা এবার 'অ্যানিম্যাল কা এনিমি', দেখুন ববির নয়া লুক

প্রসঙ্গত, 'মোটিভেশনাল লেকচার' কনফারেন্স-এ অংশ নিতে কলকাতায় আসেন অনুপম খের। সেখানেও মন কেড়ে নেন সকলের। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকলের নজর ছিল তাঁর দিকেই। শরীর এবং মন দুই দিক সুস্থ রাখাই জরুরি। আর কীভাবে তা সুস্থ রাখা সম্ভব তা নিয়েই ছিল 'মোটিভেশনাল লেকচার' কনফারেন্স। বক্তব্য রাখেন অনুপম খের সহ আরও অনেকে। অভিনেতা লেখেন, "কলকাতার এই প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.