হায়দরাবাদ, 8 অক্টোবর: শুক্রবারই মুক্তি পেয়েছে 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ তারপর এতটুকু সময় নষ্ট করেননি অক্ষয় কুমার ৷ সোজা চলে এসেছেন হায়দরাবাদে পরবর্তী কাজে যোগ দিতে ৷ রোহিত শেট্টির অ্যাকশন ছবি 'সিংঘম এগেইন'-এর শুটিং শুরু হয়েছে রামোজি ফিল্ম সিটিতে ৷ সেখানেই যোগ দিতে রবিবার নিজামের শহরে পা রেখেছেন খিলাড়ি কুমার ৷ কপ ইউনিভার্স ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা যাবে করিনা কাপুর খান, রণবীর সিংকে ৷ পাশাপাশি দীপিকা পাড়ুকোনকেও এই ছবিতে প্রথমবার দেখা যাবে পুলিশের ভূমিকায় ৷
সিংঘম এগেইন-এ অক্ষয় কুমার ফিরে আসবেন পুরনো অবতারে ৷ অর্থাৎ তাঁকে দেখা যাবে বীর সূর্যবংশীর চরিত্রে ৷ সোমবার অর্থাৎ 9 অক্টোবর থেকে রামোজি ফিল্ম সিটিতে অক্ষয় কুমারের শুটিং শিডিউল শুরু হবে ৷ এক সপ্তাহ ধরে এখানে সিংঘম এগেইন-এর শুটিং সারবেন অভিনেতা ৷ মনে করা হচ্ছে, রোহিত শেট্টির আগের মতোই এই ছবিতে থাকতে চলেছে ধামাকাদার পারফর্মম্যান্স ও পাওয়ার প্যাকড অ্যাকশন ৷
শনিবার ইন্সটা স্টোরিতে করিনা কাপুর খান জানিয়েছিলেন, তিনি রামোজিতে শুটিং করছেন ৷ এরপর রবিবার সকালে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি ৷ ছটিতে দেখা গিয়েছে কোনও একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিংয়ে একটি গাড়ি হাওয়ায় উলটে যাচ্ছে, তার সামনে দাঁড়িয়ে রয়েছেন করীনা ৷ সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, "আমার কি বলার দরকার রয়েছে কার ছবির শুটিং করছি ? সে আমার সবচেয়ে প্রিয় পরিচালক ৷ এটা আমার চতুর্থ ছবি এই পরিচালকের সঙ্গে ৷ এবং অবশ্যই এটা শেষ নয় ৷ রেডি স্টেডি গো ৷ এট দ্য রেট রোহিত শেট্টি ৷" জব উই মেট অভিনেত্রী এই ছবি পোস্ট করার পরেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় ৷
কিছু সপ্তাহ আগেই রোহিত শেট্টি ছবির শুভ মহরতের ছবি দর্শকদের সামনে এনেছিলেন ৷ সোশাল প্ল্যাটফর্মে কপ ইউনিভার্সের জার্নি তুলে ধরতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন পরিচালক ৷ তিনি লেখেন, "সিংঘম, সিংঘম রিটার্নস, সিম্বা, সূর্যবংশী....12 বছর আগে যখন আমরা সিংঘম শুরু করেছিলাম তখন ভাবিনি এটা কপ ইউনিভার্সে পরিণত হবে ৷ আজ থেকে আমরা শুরু করছি কপ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি ৷ এই ছবিতে আমরা আরও বেশি পরিশ্রম করব ৷ শুধু আপনাদের ভালোবাসা ও প্রার্থনা চাই ৷"
আরও পড়ুন: রামোজিতে করিনা, শেয়ার করলেন প্রিয় পরিচালকের শুটিং সেটের ছবি
2024 সালের 15 অগস্ট এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু একই দিনে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রুল' ৷ তাই সূত্রের খবর, 'সিংঘম এগেইন' 2024 সালের দিওয়ালিতে মুক্তি পেতে পারে ৷