মুম্বই, 22 জানুয়ারি: সামনে এল অক্ষয় কুমার এবং ইমরান হাশমি অভিনীত সেলফির ট্রেলার । ছবিটি মালয়ালম সিনেমা 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি রিমেক । রাজ মেহতা পরিচালিত সেলফি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী বছর 24 ফেব্রুয়ারি । সেলফিতে অক্ষয়-ইমরানের পাশাপাশি দেখা যাবে ডায়না পেন্টি ও নুসরত ভরুচাকে ৷ এই সিনেমা এক তারকা ও তাঁর ভক্তের গল্প বলবে ৷
অভিনেতা-অভিনেত্রীদের প্রচুর অনুরাগী থাকে ৷ তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন প্রিয় অভিনেতার সঙ্গে একটি সেলফির জন্য ৷ সে বিমানবন্দর হোক বা জিমের বাইরে ৷ ভক্তরা দাঁড়িয়ে থাকেন ৷ তেমনই এক ভক্তের সেলফি পাওয়া থেকে শুরু করে তা নিয়ে ভুল বোঝাবুঝি ৷ শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়, তা জানা যাবে 24 ফেব্রুয়ারি ৷ সুপারস্টারের ভূমিকায় এই সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ আর ভক্তের ভূমিকায় ইমরান হাশমি (Emraan Hashmi) ৷ তবে চমকও রয়েছে ৷ একটা সেলফি পাওয়ার জন্য ভক্ত কতদূর যেতে পারে তারই আভাস পাওয়া যাচ্ছে ফিল্মের ট্রেলারে ৷ কিন্তু ভক্ত যদি তারকার বিরুদ্ধে হয়ে যায়?
তিন মিনিটের ট্রেলার প্রকাশ্যে এসেছে আজ ৷ সেখানে অক্ষয় কুমারকে নায়কের চরিত্রে নায়িকার সঙ্গে রোম্যান্স থেকে অ্যাকশন, সবেতেই দেখা যাচ্ছে ৷ পুলিশের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি ৷ অক্ষয় গাড়ি চালাতে ভালোবাসেন ৷ কিন্তু তিনি গাড়ির লাইসেন্স হারিয়ে ফেলেন ৷ আর তাঁর দু'দিনের মধ্যে লাইসেন্স লাগবে ৷ তিনি লাইসেন্স পাওয়ার জন্য মুখোমুখি হন ইমরান হাশমির ৷ যিনি তাঁর ভক্তও ৷ এরপর গল্প এগিয়ে চলে ৷ সমসাময়িক অনেক ঘটনা ঘটে ৷ যার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে সেলফির ট্রেলার থেকে ৷ বাকিটা জানা যাবে সিনেমা মুক্তির পরই ৷ তবে মশালাদার একটি ছবি পেতে চলেছে অক্ষয়-ইমরান ভক্তরা ৷ ট্রেলার দেখে অন্তত তাই মনে হচ্ছে ৷
-
Iss kahaani ka villain toh pata nahi par hero #Selfiee hai! 🤳🏻
— Akshay Kumar (@akshaykumar) January 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch #SelfieeTrailer now.#Selfiee releasing only in cinemas on 24th Feb. https://t.co/wbhvpLe674
">Iss kahaani ka villain toh pata nahi par hero #Selfiee hai! 🤳🏻
— Akshay Kumar (@akshaykumar) January 22, 2023
Watch #SelfieeTrailer now.#Selfiee releasing only in cinemas on 24th Feb. https://t.co/wbhvpLe674Iss kahaani ka villain toh pata nahi par hero #Selfiee hai! 🤳🏻
— Akshay Kumar (@akshaykumar) January 22, 2023
Watch #SelfieeTrailer now.#Selfiee releasing only in cinemas on 24th Feb. https://t.co/wbhvpLe674
প্রসঙ্গত, এর আগে আগামী 24 ফেব্রুয়ারি সেলফি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে খিলাড়ি কুমার নিজে অনুরাগীদের উদ্দেশে জানিয়েছিলেন ৷ সেদিন অক্ষয়ের টুইটে বেশি কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৷ তাঁর টুইটের বাংলা তরজমা করলে দাঁড়ায়, 'ভক্তরা তারকা বানায় । আবার ভক্তরাই তারকাকে ভাঙতে পারেন ৷ একজন ভক্ত তার আইডলের বিরুদ্ধে গেলে কী হয়, তা খুঁজে বের করুন । 24 ফেব্রুয়ারি সিনেমা হলে দেখুন সেলফি ৷' তখনই বোঝা গিয়েছিল চমক রয়েছে ৷ ট্রেলারে আভাস পেলেও, তা জানা যাবে সিনেমা হলে গেলেই ৷
আরও পড়ুন: ভালোবাসার মাসে পর্দায় অক্ষয়-ইমরানের সেলফি, ঘোষণা সিনেমা মুক্তির তারিখ