কলকাতা, 14 জুলাই: টানা 23 দিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। জুন মাসের 21 তারিখ থেকে হাসপাতালে ভরতি ছিলেন প্রখ্যাত এই অভিনেত্রী। সেলুলাইটিসের সমস্যা বা পায়ে সংক্রমণের সমস্যা নিয়ে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন 'সত্যজিতের চারুলতা'। সেই সমস্যা থেকে রেহাই মিললেও বর্তমানে তাঁকে বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, সেলুলাইটিসের চিকিৎসা করাতে ভরতি হয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। চিকিৎসক বিশ্বজিত ঘোষদস্তিদারের নেতৃত্ব একটি চিকিৎসক কমিটির তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। সেলুলাইটিসের কারণে তাঁর দু'পা জুড়ে র্যাশ বেরিয়েছিল। এরপর বেশ কিছু টেস্টের পর জানা যায়, প্রবীণ অভিনেত্রীর পায়ে সংক্রমণ হয়েছে। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। তবে এই সমস্যা ছাড়াও প্রবীণ এই অভিনেত্রী ভোগেন উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যায়। তবে এই মুহূর্তে তাঁর সুগারের মাত্রা আয়ত্ত্বের মধ্যে।
বৃহস্পতিবার বর্ষীয়ান এই অভিনেত্রীর আরও বেশ কিছু টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট দেখার পরেই তাঁকে শুক্রবার ছুটি দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীর পায়ে যে সংক্রমণ দেখা গিয়েছিল, তা সম্পূর্ণ কমে গিয়েছে। এখন আর তাঁর ত্বকে কোনও সমস্যা নেই। আপাতত বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ৷
আরও পড়ুন: অপর্ণা সেনকে অনুকরণ ধৃষ্টতার সমান, মত অর্কজার
প্রসঙ্গত, প্রবীণ এই অভিনেত্রীর বয়স 81। এককালে তাবড় তাবড় অভিনেতার বিপক্ষে তাঁর অভিনয় মুদ্ধ করেছিল সিনেপ্রেমীদের। এরপরে সত্যজিৎ রায়ের 'চারুলতা' হয়ে আমজনতার মনের মণিকোঠায় জায়গা করে নেন অভিনেত্রী মাধবী। বয়স বাড়লেও তিনি বিরতি নেননি অভিনয় থেকে ৷ ধারাবাহিকের অন্যতম পরিচিত মুখ তিনি ৷ দিনকয়েক আগেও তাঁকে দেখা গিয়েছিল 'বালিঝড়' ধারাবাহিকে তৃণা সাহার ঠাকুমার চরিত্রে। এরপর এখনও পর্যন্ত আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি বর্ষীয়ান এই অভিনেত্রীকে। আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটা অনুরাগীদের কাছে বড় বিষয় ৷