ETV Bharat / entertainment

Sonali Chakrabarti Passes Away : প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী - Sonali Chakraborty death reason

ফের টলিউড হারাল এক নক্ষত্রকে (Death of Sonali Chakrabarti)। প্রয়াত হলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী । কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন।

Actor Sonali Chakrabarti Passes Away
প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী
author img

By

Published : Oct 31, 2022, 10:05 AM IST

Updated : Oct 31, 2022, 12:21 PM IST

কলকাতা, 31 অক্টোবর: ফের টলিউড হারাল এক প্রতিভাময়ী শিল্পীকে। প্রয়াত হলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী (Death of Sonali Chakrabarti)। গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এক সময় শারীরিক সমস্য়ার কথা মাথায় রেখে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল তাঁকে । কিন্তু তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন অভিনেত্রী । কাজ শুরু করেন 'গাঁটছড়া' ধারাবাহিকে। গল্পের নায়িকা খড়ির জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে, কিছুদিন ধরেই আর ধারাবাহিকে দেখা মিলছিল না তাঁর।

জানা গিয়েছে এরই মাঝে ফের অসুস্থ হন অভিনেত্রী । সোনালী চক্রবর্তীর স্বামী তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সূত্রেই জানা যায়, আচমকাই পেটে ফ্লুইড জমা হওয়ার কারণে তাঁকে ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে । এরপর আজ সকালে এল দুঃসংবাদ (Sonali Chakrabarti Passes Away)। অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক মাধ্যমে জানান এই খবর । অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং তাঁদের মেয়ে সাজির প্রতি সমবেদনা জানান তিনি ।

খবর অনুযায়ী বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । সোমবার ভোর চারটে পাঁচ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর । কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে খবর। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত টলিউড । অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে ।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি আমির খানের মা

সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, "সোনালী দি...বিদায় অনেক পুরনো সব স্মৃতি !!' নাচনি '-- টিভি সিরিয়াল...আমি তখন ক্লাস সিক্সে । প্রথম দেখেছি তোমাকে । অভিনয় করেছি তোমার পাশে দাঁড়িয়ে । কি সুন্দর দেখতে !! হাঁ করে দেখতাম । তোমার অত লম্বা চেহারা, টানা টানা চোখ, ছবির মতো আঁকা সুন্দর ভ্রু, একগাল হাসি, সুন্দর নাচতেও....….মনে থাকবে তোমাকে । শেষ তোমার ছবি দেখলাম কালীপুজোর দিন বাজি পোড়ানোর.. শঙ্কর দাই পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় । না, ওই চেহারাটা মনে রাখতে চাই না । সেই নাচনির সময়কার মুখটা আর পরবর্তীকালে আরও কত কত বার দেখা মুখটাই মনে রাখতে চাই । অনেক কষ্ট পেয়েছ । শরীর বাধ সাধলে কিই বা করার থাকে আমাদের ? শঙ্করদা আর সাজি অনেক চেষ্টা করেছে জানি । খবর পেতাম । ওঁদের দুজনকে সান্ত্বনা দেবার ভাষা নেই । চির শান্তিতে ঘুমাও সোনালীদি। "

কলকাতা, 31 অক্টোবর: ফের টলিউড হারাল এক প্রতিভাময়ী শিল্পীকে। প্রয়াত হলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী (Death of Sonali Chakrabarti)। গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এক সময় শারীরিক সমস্য়ার কথা মাথায় রেখে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল তাঁকে । কিন্তু তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন অভিনেত্রী । কাজ শুরু করেন 'গাঁটছড়া' ধারাবাহিকে। গল্পের নায়িকা খড়ির জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে, কিছুদিন ধরেই আর ধারাবাহিকে দেখা মিলছিল না তাঁর।

জানা গিয়েছে এরই মাঝে ফের অসুস্থ হন অভিনেত্রী । সোনালী চক্রবর্তীর স্বামী তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সূত্রেই জানা যায়, আচমকাই পেটে ফ্লুইড জমা হওয়ার কারণে তাঁকে ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে । এরপর আজ সকালে এল দুঃসংবাদ (Sonali Chakrabarti Passes Away)। অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক মাধ্যমে জানান এই খবর । অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং তাঁদের মেয়ে সাজির প্রতি সমবেদনা জানান তিনি ।

খবর অনুযায়ী বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । সোমবার ভোর চারটে পাঁচ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 59 বছর । কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে বলে পরিবার সূত্রে খবর। অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত টলিউড । অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে ।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি আমির খানের মা

সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, "সোনালী দি...বিদায় অনেক পুরনো সব স্মৃতি !!' নাচনি '-- টিভি সিরিয়াল...আমি তখন ক্লাস সিক্সে । প্রথম দেখেছি তোমাকে । অভিনয় করেছি তোমার পাশে দাঁড়িয়ে । কি সুন্দর দেখতে !! হাঁ করে দেখতাম । তোমার অত লম্বা চেহারা, টানা টানা চোখ, ছবির মতো আঁকা সুন্দর ভ্রু, একগাল হাসি, সুন্দর নাচতেও....….মনে থাকবে তোমাকে । শেষ তোমার ছবি দেখলাম কালীপুজোর দিন বাজি পোড়ানোর.. শঙ্কর দাই পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় । না, ওই চেহারাটা মনে রাখতে চাই না । সেই নাচনির সময়কার মুখটা আর পরবর্তীকালে আরও কত কত বার দেখা মুখটাই মনে রাখতে চাই । অনেক কষ্ট পেয়েছ । শরীর বাধ সাধলে কিই বা করার থাকে আমাদের ? শঙ্করদা আর সাজি অনেক চেষ্টা করেছে জানি । খবর পেতাম । ওঁদের দুজনকে সান্ত্বনা দেবার ভাষা নেই । চির শান্তিতে ঘুমাও সোনালীদি। "

Last Updated : Oct 31, 2022, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.