নয়া দিল্লি, 19 মার্চ: বড় পর্দা, ছোট পর্দার পর বিনোদনের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম হিসাবে উঠে এসেছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলি (OTT platforms) ৷ লকডাউনের পর থেকে সেই প্ল্যাটফর্মের রমরমা বেড়েছে শতগুণ ৷ ভাষা বা চিত্রায়ণের ক্ষেত্রে এই মঞ্চে থাকে না কোনও বাধ্যবাধকতা ৷ তবে এবার সেই বাড়বারন্তে লাগাম টানার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Information and Broadcasting Minister Anurag Thakur) ৷
বর্তমানে বলিউডের শাহরুখ খান, সইফ আলি খান, অভিষেক বচ্চন, শর্মিলা ঠাকুর, কাজল বা বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শুভশ্রীর মতো তারকারাও রূপোলি পর্দার পাশাপাশি ছবিমুক্তির ক্ষেত্রে জোর দিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মগুলিতে ৷ পরিচালক থেকে প্রযোজক বা চিত্রনাট্যকারদের এই প্ল্যাটফর্মে সুবিধা একটাই, ভাষা বা শব্দচয়নের ক্ষেত্রে কোনও রকম বাধা-নিষেধ থাকে না ৷ ফলে এতদিন বিনোদন মাধ্যমে যে সকল ভাষার ব্যবহার করতে গেলে সেন্সর বোর্ডের অনুমতি নিতে হত, ওটিটি-র মঞ্চে সেই বাধ্যবাধকতা থাকে অনেকটাই কম ৷
তবে রবিবার এক সাংবাদিক সম্মেলনে কড়া হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur On OTT Platform) ৷ সেই ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে নিমেষে ৷ অনুরাগ ঠাকুর বলেন, "ওটিটি প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান আপত্তিজনক এবং অশ্লীল বিষয়বস্তু নিয়ে একাধিকবার অভিযোগ এসেছে ৷ যা নিয়ে সরকার উদ্বিগ্ন। সৃজনশীলতার নামে গালাগালি একেবারেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে নিয়মের ক্ষেত্রে কোনও পরিবর্তনের প্রয়োজন হলে, মন্ত্রক তা নিয়ে বিবেচনা করবে। এই প্ল্যাটফর্মগুলিতে স্বাধীনতার অপব্যবহার বরদাস্ত করা হবে না ৷"
-
क्रिएटिविटी के नाम पर गाली गलौज, असभ्यता बर्दाश्त नहीं की जा सकती।
— Anurag Thakur (@ianuragthakur) March 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ओटीटी पर बढ़ते अश्लील कंटेंट की शिकायत पर सरकार गंभीर है।अगर इसको लेकर नियमों में कोई बदलाव करने की ज़रूरत पड़ी तो @MIB_India उस दिशा में भी पीछे नहीं हटेगा। अश्लीलता, गाली गलौज रोकने के लिए कड़ी कार्यवाई करेगा। pic.twitter.com/6pOL66s88L
">क्रिएटिविटी के नाम पर गाली गलौज, असभ्यता बर्दाश्त नहीं की जा सकती।
— Anurag Thakur (@ianuragthakur) March 19, 2023
ओटीटी पर बढ़ते अश्लील कंटेंट की शिकायत पर सरकार गंभीर है।अगर इसको लेकर नियमों में कोई बदलाव करने की ज़रूरत पड़ी तो @MIB_India उस दिशा में भी पीछे नहीं हटेगा। अश्लीलता, गाली गलौज रोकने के लिए कड़ी कार्यवाई करेगा। pic.twitter.com/6pOL66s88Lक्रिएटिविटी के नाम पर गाली गलौज, असभ्यता बर्दाश्त नहीं की जा सकती।
— Anurag Thakur (@ianuragthakur) March 19, 2023
ओटीटी पर बढ़ते अश्लील कंटेंट की शिकायत पर सरकार गंभीर है।अगर इसको लेकर नियमों में कोई बदलाव करने की ज़रूरत पड़ी तो @MIB_India उस दिशा में भी पीछे नहीं हटेगा। अश्लीलता, गाली गलौज रोकने के लिए कड़ी कार्यवाई करेगा। pic.twitter.com/6pOL66s88L
তিনি আরও বলেন, "90 থেকে 92 শতাংশ অভিযোগের ক্ষেত্রে প্রযোজকরাই বিষয়বস্তু পরিবর্তন করেন। গত কয়েক বছরে অভিযোগের সংখ্যা বেড়েছে এবং সম্প্রচার মন্ত্রণালয় এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছে ৷" প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই টিভিএফ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত ওয়েব সিরিজ -এ অশ্লীল ভাষার ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছিল দিল্লি হাইকোর্ট ৷ পাশাপাশি, বিচারক স্বর্ণকান্ত শর্মা, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে সম্প্রচারিত বিষয়বস্তুগুলির ভাষা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছিলেন ৷
আরও পড়ুন: 'আমার থেকেও বেশি ড্রামাটিক লাইফ!' মাস্ককে বললেন 'ড্রামা কুইন' কঙ্গনা