ETV Bharat / entertainment

Ghoomer Twitter Review: সেহওয়াগ-বিজয় বর্মা, বাদ নেই নেটপাড়াও; অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ কাশ্মীর থেকে কন্যাকুমারী - ঘুমর নিয়ে প্রশংসায় নেটপাড়া

Abhishek Bachchan New Film Ghoomer: বীরেন্দ্র সেহওয়াগ থেকে বিজয় বর্মা 'ঘুমর' ছবিতে অভিষেক বচ্চনের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই ৷ অভিষেকের সেরা চার পাঁচটা ছবির একটি এই ছবি দাবি নেটপাড়ার ৷

Pic Twitter Instagram
ঘুমর নিয়ে প্রশংসায় নেটপাড়া
author img

By

Published : Aug 18, 2023, 4:54 PM IST

হায়দরাবাদ, 18 অগস্ট: আর বাল্কি পরিচালিত নতুন ছবি 'ঘুমর' নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ৷ অভিষেক বচ্চন আর সায়ামি খের জুটির এই ছবি তুলে ধরতে চলেছে মহিলা ক্রিকেটের এক অন্য ধরনের কাহিনি ৷ এই গল্পে রয়েছে রোমাঞ্চ আর আবেগের এক রোলারকোস্টার রাইড ৷ 18 অগস্ট মুক্তি পেয়েছে ছবিটি ৷ 'ঘুমর' নিয়ে ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা করেছেন বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংহরা ৷ আবার বিজয় বর্মার মতো অভিনেতারাও ভীষণ খুশি এই ছবি দেখে ৷ আর কী বলছে নেটপাড়া? আসুন দেখে নিই ৷

প্রথমেই আসা যাক বীরুর কথায় ৷ একটি ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, চোট সারিয়ে কামব্যাক করা কতটা কঠিন তা দারুণভাবে ফুটিয়ে তোলে এই ছবি ৷ আর সঙ্গে বীরু নিজস্ব একটি ওয়ান লাইনারও দিয়েছেন এই ছবির জন্য ৷ তিনি বলেন, "আমি এমনিতে কোনও স্পিনারের প্রতি আলাদা করে শ্রদ্ধা দেখাই না ৷ কিন্তু সায়ামিকে আমি শ্রদ্ধা করি ৷"

অন্যদিকে বিজয় বর্মা বৃহস্পতিবার একটি ছবি শেয়ার করেছেন সোশালে ৷ যেখানে দেখা যায়, অনুরাগ কাশ্যপ এবং অভিষেক বচ্চনদের সঙ্গে 'ঘুমর' প্রিমিয়ারে হাজির হয়েছেন তিনিও ৷ তিনিও ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির ৷ তাঁর দাবি ক্রিকেট নিয়ে যত গল্প তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে আবেগী গল্প হল 'ঘুমর' ৷

আরও পড়ুন: ডিরেক্টর মার্ক সিজাক অ্যাকশন শেখাবেন 'টাইগার' সলমনকে !

নেটিজেনরাও বেশ খুশি এই ছবি নিয়ে ৷ একজন লেখেন, "অসামান্য ৷ ভীষণ অনুপ্রেরণা দেয় এই কাহিনি ৷ অভিষেকের কেরিয়ারের সেরা চার পাঁচটি ছবির তালিকায় থাকবে ঘুমর ৷" আরেকজনের দাবি, "গুরু ছবির পর সাম্প্রতিক সময়ে অভিষেক বচ্চনের সেরা কাজগুলির একটি এই ছবি ৷" অন্য এক নেটিজেনের মতে, "ক্রিকেটের এক অনবদ্য গল্প যা আপনাকে অন্তর থেকে অনুপ্রাণিত করবে ৷" ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিগ বিও ৷ তাঁর মতে এটি অভিষেকের করা অন্য়তম কঠিন এবং জটিল একটি চরিত্র ৷ সম্প্রতি মেলবোর্নে এক ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল আর বাল্কির এই ছবিটির সেখানেও একইভাবে প্রশংসা কুড়োন অভিষেক ৷

হায়দরাবাদ, 18 অগস্ট: আর বাল্কি পরিচালিত নতুন ছবি 'ঘুমর' নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ৷ অভিষেক বচ্চন আর সায়ামি খের জুটির এই ছবি তুলে ধরতে চলেছে মহিলা ক্রিকেটের এক অন্য ধরনের কাহিনি ৷ এই গল্পে রয়েছে রোমাঞ্চ আর আবেগের এক রোলারকোস্টার রাইড ৷ 18 অগস্ট মুক্তি পেয়েছে ছবিটি ৷ 'ঘুমর' নিয়ে ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা করেছেন বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংহরা ৷ আবার বিজয় বর্মার মতো অভিনেতারাও ভীষণ খুশি এই ছবি দেখে ৷ আর কী বলছে নেটপাড়া? আসুন দেখে নিই ৷

প্রথমেই আসা যাক বীরুর কথায় ৷ একটি ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, চোট সারিয়ে কামব্যাক করা কতটা কঠিন তা দারুণভাবে ফুটিয়ে তোলে এই ছবি ৷ আর সঙ্গে বীরু নিজস্ব একটি ওয়ান লাইনারও দিয়েছেন এই ছবির জন্য ৷ তিনি বলেন, "আমি এমনিতে কোনও স্পিনারের প্রতি আলাদা করে শ্রদ্ধা দেখাই না ৷ কিন্তু সায়ামিকে আমি শ্রদ্ধা করি ৷"

অন্যদিকে বিজয় বর্মা বৃহস্পতিবার একটি ছবি শেয়ার করেছেন সোশালে ৷ যেখানে দেখা যায়, অনুরাগ কাশ্যপ এবং অভিষেক বচ্চনদের সঙ্গে 'ঘুমর' প্রিমিয়ারে হাজির হয়েছেন তিনিও ৷ তিনিও ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির ৷ তাঁর দাবি ক্রিকেট নিয়ে যত গল্প তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে আবেগী গল্প হল 'ঘুমর' ৷

আরও পড়ুন: ডিরেক্টর মার্ক সিজাক অ্যাকশন শেখাবেন 'টাইগার' সলমনকে !

নেটিজেনরাও বেশ খুশি এই ছবি নিয়ে ৷ একজন লেখেন, "অসামান্য ৷ ভীষণ অনুপ্রেরণা দেয় এই কাহিনি ৷ অভিষেকের কেরিয়ারের সেরা চার পাঁচটি ছবির তালিকায় থাকবে ঘুমর ৷" আরেকজনের দাবি, "গুরু ছবির পর সাম্প্রতিক সময়ে অভিষেক বচ্চনের সেরা কাজগুলির একটি এই ছবি ৷" অন্য এক নেটিজেনের মতে, "ক্রিকেটের এক অনবদ্য গল্প যা আপনাকে অন্তর থেকে অনুপ্রাণিত করবে ৷" ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিগ বিও ৷ তাঁর মতে এটি অভিষেকের করা অন্য়তম কঠিন এবং জটিল একটি চরিত্র ৷ সম্প্রতি মেলবোর্নে এক ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল আর বাল্কির এই ছবিটির সেখানেও একইভাবে প্রশংসা কুড়োন অভিষেক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.