ETV Bharat / entertainment

Abar Kanchanjungha on OTT: এই গরমে ওটিটি-তে দেখুন রাজর্ষি দের 'আবার কাঞ্চনজঙ্ঘা' - Abar Kanchanjungha on OTT

এবার ওটিটিতে আসতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ৷ যদিও কবে আসতে চলেছে এই ছবি তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ৷

Abar Kanchanjungha on OTT
ওটিটিতে আসতে চলেছে আবার কাঞ্চনজঙ্ঘা
author img

By

Published : May 18, 2023, 1:49 PM IST

কলকাতা, 18 মে: এই গরমে অনেকেই প্ল্যান করছেন বাঙালির 'দীপুদা'র মধ্যে 'দা'কে বেছে নিতে । কারও ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে । আবার কেউ বা ছুটি পাচ্ছেন না । আর তাই 'দা' অর্থাৎ দার্জিলিঙে যাওয়া হচ্ছে না । কিন্তু 'দুধের সাধ ঘোলে মেটানো' নিয়ে একটা প্রবাদ বাক্য আছে বাংলায় । আর তাই পাহাড়ে ছুটি কাটানোর সখ পূরণ ন হলেও রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিটি আসতে চলেছে হাতের মুঠোয় ৷ কারণ এই ছবি এবার দেখানো হবে ওটিটি-তে । ক'দিন আগে 'প্রজাপতি'ও এসেছে এই ওটিটিতেই । আর এবার আসছে রাজর্ষি দের এই জনপ্রিয় ছবি।


নির্মাতারা আগেই জানিয়েছিলেন সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে এই সিনেমা । তবে, সত্যজিৎ রায় নির্মিত 'কাঞ্চনজঙ্ঘা'র রিমেক যে এই ছবি নয় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে । এই ছবির গল্প সম্পূর্ণভাবে মৌলিক । একঝাঁক তারকা সমাবেশে নির্মিত এই ছবিতে রয়েছেন- শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, রনিতা দাস, তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, রূপঙ্কর বাগচি, অসীম রায়চৌধুরী-সহ আরও অনেকে ।

Abar Kanchanjungha on OTT
ওটিটিতে আসতে চলেছে রাজর্ষি দের আবার কাঞ্চনজঙ্ঘা

ছবির কাহিনি লিখেছেন রাজর্ষি দে। চিত্রনাট্যেও পদ্মনাভ দাশগুপ্তকে সহায়তা করেছেন রাজর্ষি দে । সঙ্গীত পরিচালনায় রয়েছেন আশু চক্রবর্তী । সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । যদিও ঠিক কবে ওটিটিতে আসতে চলেছে এই ছবিটি তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷ তবে খুব তাড়াতাড়ি যে হাতের মুঠোয় আসছে কাঞ্চনজঙ্ঘার বরফ শীতল হাওয়া সেই খবরটাই বা কম কী ?

সম্প্রতি 'সাদা রঙের পৃথিবী' ছবির কাজ শেষ করেছেন পরিচালক রাজর্ষি দে। পরিচালক ব্রাত্য বসুর নাটক 'হেমলাট: দ্য প্রিন্স অফ গরানহাটা'-কেও নিয়ে আসতে চলেছেন বড় পর্দায়। টলিপাড়ায় এমনই খবর। এই ছবিতে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলি, সুদীপ্তা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলাকে।

আরও পড়ুন: তেলুগু ছবিতে নায়িকার ভূমিকায়, অভিজ্ঞতা কেমন? জানালেন বঙ্গললনা প্রিয়াঙ্কা

কলকাতা, 18 মে: এই গরমে অনেকেই প্ল্যান করছেন বাঙালির 'দীপুদা'র মধ্যে 'দা'কে বেছে নিতে । কারও ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে । আবার কেউ বা ছুটি পাচ্ছেন না । আর তাই 'দা' অর্থাৎ দার্জিলিঙে যাওয়া হচ্ছে না । কিন্তু 'দুধের সাধ ঘোলে মেটানো' নিয়ে একটা প্রবাদ বাক্য আছে বাংলায় । আর তাই পাহাড়ে ছুটি কাটানোর সখ পূরণ ন হলেও রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিটি আসতে চলেছে হাতের মুঠোয় ৷ কারণ এই ছবি এবার দেখানো হবে ওটিটি-তে । ক'দিন আগে 'প্রজাপতি'ও এসেছে এই ওটিটিতেই । আর এবার আসছে রাজর্ষি দের এই জনপ্রিয় ছবি।


নির্মাতারা আগেই জানিয়েছিলেন সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে এই সিনেমা । তবে, সত্যজিৎ রায় নির্মিত 'কাঞ্চনজঙ্ঘা'র রিমেক যে এই ছবি নয় তা স্পষ্ট করে দেওয়া হয়েছে । এই ছবির গল্প সম্পূর্ণভাবে মৌলিক । একঝাঁক তারকা সমাবেশে নির্মিত এই ছবিতে রয়েছেন- শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল, সোহিনী গুহ রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, রনিতা দাস, তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, রূপঙ্কর বাগচি, অসীম রায়চৌধুরী-সহ আরও অনেকে ।

Abar Kanchanjungha on OTT
ওটিটিতে আসতে চলেছে রাজর্ষি দের আবার কাঞ্চনজঙ্ঘা

ছবির কাহিনি লিখেছেন রাজর্ষি দে। চিত্রনাট্যেও পদ্মনাভ দাশগুপ্তকে সহায়তা করেছেন রাজর্ষি দে । সঙ্গীত পরিচালনায় রয়েছেন আশু চক্রবর্তী । সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । যদিও ঠিক কবে ওটিটিতে আসতে চলেছে এই ছবিটি তা অবশ্য় এখনও জানাননি নির্মাতারা ৷ তবে খুব তাড়াতাড়ি যে হাতের মুঠোয় আসছে কাঞ্চনজঙ্ঘার বরফ শীতল হাওয়া সেই খবরটাই বা কম কী ?

সম্প্রতি 'সাদা রঙের পৃথিবী' ছবির কাজ শেষ করেছেন পরিচালক রাজর্ষি দে। পরিচালক ব্রাত্য বসুর নাটক 'হেমলাট: দ্য প্রিন্স অফ গরানহাটা'-কেও নিয়ে আসতে চলেছেন বড় পর্দায়। টলিপাড়ায় এমনই খবর। এই ছবিতে দেখা যেতে পারে কৌশিক গাঙ্গুলি, সুদীপ্তা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলাকে।

আরও পড়ুন: তেলুগু ছবিতে নায়িকার ভূমিকায়, অভিজ্ঞতা কেমন? জানালেন বঙ্গললনা প্রিয়াঙ্কা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.