মুম্বই, 31 অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি হলেন অভিনেতা আমির খানের মা ৷ মায়ের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্য তাঁদের পঞ্চগিনির বাড়িতেই ছিলেন আমির ৷ আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা ৷ এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করা হয়(Aamir Khan mother Zeenat suffers heart attack) ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনায় করছেন সবাই ( Zeenat hussein Health Update) ৷
জুন মাসে মা জিনাত হুসেনের জন্মদিনে পরিবার নিয়ে উদযাপন করেছিলেন বলিপাড়ার এই সুপারস্টার ৷ সেই বার্থ ডে সেলিব্রেশনের বেশ কিছু ভিডিয়োও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ আমিরের মাকে কেক কাটতেও দেখা গিয়েছিল একটি ভিডিয়োতে ৷ আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ এরপর দীপাবলির আলোর উৎসব পালনের মাঝেই ঘটে গেল এই আকস্মিক দুর্ঘটনা(Aamir Mother Suffers Heart Attack) ৷
অভিনয়ের কথা বলতে গেলে আমির খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন করিনা কাপুর খানের সঙ্গে ৷ তবে 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির-বেবোর রসায়ন যেভাবে মন কেড়েছিল সেভাবে এই ছবিতে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হন তাঁরা ৷ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয় বিতর্ক ৷
আরও পড়ুন:অভিনয়ে পা 'মিস প্লাস সাইজ ইন্ডিয়া 2019' জয়ী অন্বেষার, আসছে 'সোহাগ চাঁদ'
আমিরের "ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা" সংক্রান্ত পুরোনো একটি বিবৃতির নিরিখে এই ছবিকে বয়কট করার ডাকও দেন অনেকেই ৷ টুইটারে ক্রমাগত বয়কট স্লোগানের মুখোমুখি হয় আমিরের 'লাল সিং চাড্ডা' ৷ সব মিলিয়ে দেখতে গেলে 'ঠাগস অব হিন্দোস্তান'-এর পর এই নিয়ে আমিরের আরও একটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ৷ এরপর কবে আবার পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে তা অবশ্য় এখনও জানাননি তিনি ৷