ETV Bharat / entertainment

উদয়পুরে রয়্যাল ওয়েডিং আমির কন্যার, ইরা-নূপুর পৌঁছলেন তাজ আরাবলি রিসর্টে

Aamir Khan Daughter Marriage: 8-10 তারিখ উদয়পুরের তাজ আরাবলি রিসর্টে বসছে আমির কন্যার বিয়ের আসর । শুক্রবার থেকেই তারকাদের উপস্থিতি কাড়ল নজর ।

Etv Bharat
উদয়পুরে রয়্যাল ওয়েডিং আমির কন্যার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:43 PM IST

ইরা খান ও নূপুর শিখরের রয়্যাল ওয়েডিং

উদয়পুর, 5 জানুয়ারি: রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে আরও এক তারকার বিয়ের আসর । আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখরের রয়্যাল ওয়েডিং হতে চলেছে তাজ আরাবলি রিসর্টে । শুক্রবারই পরিবার-সহ আমির খানকে দেখা গেল উদয়পুরের ডাবোক বিমান বন্দরে । পাপারাৎজিদের সামনে ফ্রেমবন্দি হলেন সদ্য রেজিষ্ট্রি ম্যারেজ করা ইরা-নূপুর । সঙ্গে ছিলেন রীনা দত্ত ।

উদয়পুর বিমান বন্দরে আমির খান ও বর-কনেকে নিতে উপস্থিত ছিল বাসও । তাজ আরাবলি রিসর্টে বসছে তিনদিনের বিয়ের পর । বিমানবন্দরে পৌঁছে ইরা-নুপূর ফ্রেমবন্দি হন । ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন আমির খানও । এরপর আমির খান রিসর্টের উদ্দেশ্যে রওনা দেন ব্যক্তিগত গাড়িতে । অন্যদিকে, ইরা-নুপূর পরিবারের সঙ্গে সফর শুরু করেন এসি বাসে চড়ে । এদিন আমির কন্যার পরনে ছিল সবুজ রঙের জ্যাকেট-প্যান্ট । ভিতরে কমলা রঙের টপ । জিম ট্রেনার নূপুর পরেছিলেন কালো রঙের পোশাক ।

সন্ধ্যের দিকে বিমান বন্দরে পৌঁছন আমির খান । তার পরনে ছিল লাল রঙের কুর্তা । বিমান বন্দরে উপস্থিত সকলেই অভিনন্দন জানান মিস্টার পারফেকশনিস্টকে । তিনিও হাতজোড় করে সকলকে ধন্যবাদ জানান । সূত্রের খবর, এদিন রিসর্টে বসবে সঙ্গীতের আসর । 8-10 তারিখ পর্যন্ত চলবে বিয়ের আসর । লাক্সারিয়াস এই রিসর্টের প্রেসিডেন্টশিয়াল গ্লাস বক্স স্যুটে থাকবেন আমির খান । এই রুমের বিশেষত্ব হচ্ছে, এটি থেকে পাওয়া যায় প্যানরোমিক ভিউ । এর আগে মুম্বইতে ইরা-নূপুর রেজিষ্ট্রি ম্যারেজ সেরেছেন ।

ইরা-নূপুরকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি । জানা গিয়েছে মুম্বইতে খুব বেশি তারকা আমন্ত্রিত না হলেও উদয়পুরে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত রয়েছেন । যে কারণে 179টি রুম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে । অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আমির খান স্বয়ং । অনুমান প্রায় 250 জন অতিথি রয়্যাল এই বিয়েতে অংশগ্রহণ করতে চলেছেন । বিয়ের আসরে ফুটিয়ে তোলা হবে রাজস্থানী সংস্কৃতি । শুধু তাই নয়, রাজস্থানী স্টাইলে স্বাগত জানানো হবে অতিথিদের । পাশাপাশি, বিয়ের মেনুতে থাকছে স্পেশাল রাজস্থানী চমক ।

আরও পড়ুন:

1. 'বছরটা তোমার মতোই সুন্দর কাটুক', দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা প্রভাসের

2. পুজো দিয়ে সক্টলেকে শুরু শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'আমার বস' ছবির শুটিং

3. একফ্রেমে রোহিত-রণবীর, ছবি না কি ওয়েব সিরিজ? তুঙ্গে জল্পনা

ইরা খান ও নূপুর শিখরের রয়্যাল ওয়েডিং

উদয়পুর, 5 জানুয়ারি: রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে আরও এক তারকার বিয়ের আসর । আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখরের রয়্যাল ওয়েডিং হতে চলেছে তাজ আরাবলি রিসর্টে । শুক্রবারই পরিবার-সহ আমির খানকে দেখা গেল উদয়পুরের ডাবোক বিমান বন্দরে । পাপারাৎজিদের সামনে ফ্রেমবন্দি হলেন সদ্য রেজিষ্ট্রি ম্যারেজ করা ইরা-নূপুর । সঙ্গে ছিলেন রীনা দত্ত ।

উদয়পুর বিমান বন্দরে আমির খান ও বর-কনেকে নিতে উপস্থিত ছিল বাসও । তাজ আরাবলি রিসর্টে বসছে তিনদিনের বিয়ের পর । বিমানবন্দরে পৌঁছে ইরা-নুপূর ফ্রেমবন্দি হন । ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন আমির খানও । এরপর আমির খান রিসর্টের উদ্দেশ্যে রওনা দেন ব্যক্তিগত গাড়িতে । অন্যদিকে, ইরা-নুপূর পরিবারের সঙ্গে সফর শুরু করেন এসি বাসে চড়ে । এদিন আমির কন্যার পরনে ছিল সবুজ রঙের জ্যাকেট-প্যান্ট । ভিতরে কমলা রঙের টপ । জিম ট্রেনার নূপুর পরেছিলেন কালো রঙের পোশাক ।

সন্ধ্যের দিকে বিমান বন্দরে পৌঁছন আমির খান । তার পরনে ছিল লাল রঙের কুর্তা । বিমান বন্দরে উপস্থিত সকলেই অভিনন্দন জানান মিস্টার পারফেকশনিস্টকে । তিনিও হাতজোড় করে সকলকে ধন্যবাদ জানান । সূত্রের খবর, এদিন রিসর্টে বসবে সঙ্গীতের আসর । 8-10 তারিখ পর্যন্ত চলবে বিয়ের আসর । লাক্সারিয়াস এই রিসর্টের প্রেসিডেন্টশিয়াল গ্লাস বক্স স্যুটে থাকবেন আমির খান । এই রুমের বিশেষত্ব হচ্ছে, এটি থেকে পাওয়া যায় প্যানরোমিক ভিউ । এর আগে মুম্বইতে ইরা-নূপুর রেজিষ্ট্রি ম্যারেজ সেরেছেন ।

ইরা-নূপুরকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি । জানা গিয়েছে মুম্বইতে খুব বেশি তারকা আমন্ত্রিত না হলেও উদয়পুরে বলিউডের একাধিক তারকা নিমন্ত্রিত রয়েছেন । যে কারণে 179টি রুম বুক করা হয়েছে বলে জানা গিয়েছে । অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন আমির খান স্বয়ং । অনুমান প্রায় 250 জন অতিথি রয়্যাল এই বিয়েতে অংশগ্রহণ করতে চলেছেন । বিয়ের আসরে ফুটিয়ে তোলা হবে রাজস্থানী সংস্কৃতি । শুধু তাই নয়, রাজস্থানী স্টাইলে স্বাগত জানানো হবে অতিথিদের । পাশাপাশি, বিয়ের মেনুতে থাকছে স্পেশাল রাজস্থানী চমক ।

আরও পড়ুন:

1. 'বছরটা তোমার মতোই সুন্দর কাটুক', দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা প্রভাসের

2. পুজো দিয়ে সক্টলেকে শুরু শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'আমার বস' ছবির শুটিং

3. একফ্রেমে রোহিত-রণবীর, ছবি না কি ওয়েব সিরিজ? তুঙ্গে জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.