ETV Bharat / elections

ব্রিগেডে মোদির সভায় যাওয়ায় BJP কর্মীদের মারধর কালনায় - কালনা

ব্রিগেডেপ সভায় যোগ দিতে যাওয়ার জন্য BJP কে মারধরের অভিযোগ উঠল TMC-র বিরুদ্ধে। ঘটনায় আহত ৮।

bjp attacked by tmc
author img

By

Published : Apr 5, 2019, 6:46 PM IST

কালনা, 5 এপ্রিল : ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার জন্য BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি কালনার নাদনঘাট এলাকার। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে BJP। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, তাদের দলের কর্মীরা ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যায়। এরপরই তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘর ভাঙচুর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন। অভিযোগ, সেই সময় BJP কর্মীরা বাধা দিতে গেলে তাদের লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। ঘটনায় জখম হয়েছেন ৮ জন।

এবিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, "আমাদের দলের কর্মীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়।"

কালনা, 5 এপ্রিল : ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার জন্য BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি কালনার নাদনঘাট এলাকার। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে BJP। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, তাদের দলের কর্মীরা ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যায়। এরপরই তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘর ভাঙচুর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন। অভিযোগ, সেই সময় BJP কর্মীরা বাধা দিতে গেলে তাদের লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। ঘটনায় জখম হয়েছেন ৮ জন।

এবিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, "আমাদের দলের কর্মীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়।"

Intro:ব্রিগেডে মোদীর সভায় যোগ দেওয়ায় বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ

সন্তোষ দাস, কালনা

ব্রিগেডে মোদীর জনসভায় যাওয়ার জন্য বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল। ঘটনায় আট জন বিজেপি কর্মী আহত হয়েছেন। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিষয়টি নিয়ে কালনার নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

বিজেপির অভিযোগ, কালনার নাদনঘাট এলাকা থেকে বিজেপি কর্মীরা ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দেওয়ার কারণে নাদনঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেয় তৃণমূল বলে অভিযোগ। সেই সময় বিজেপি করে কর্মীরা বাধা দিতে গেলে তাদের লাঠি, বাঁশ দিয়ে পেটানো হয়। ঘটনায় আটজন আহত হয়েছেন।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তাদের দলের কর্মীরা এই ধরণের কাজের সঙ্গে যুক্ত নয়।Body:কালনাConclusion:কালনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.