কালনা, 5 এপ্রিল : ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার জন্য BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি কালনার নাদনঘাট এলাকার। নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছে BJP। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, তাদের দলের কর্মীরা ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যায়। এরপরই তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘর ভাঙচুর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন। অভিযোগ, সেই সময় BJP কর্মীরা বাধা দিতে গেলে তাদের লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। ঘটনায় জখম হয়েছেন ৮ জন।
এবিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, "আমাদের দলের কর্মীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়।"