ETV Bharat / elections

"VVPAT" অটোয় চেপে অভিষেকের সভায় তৃণমূল সমর্থকরা - abhishek banerjee

নির্বাচন কমিশনের VVPAT ও ভোটসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার লাগানো অটোয় চেপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

অটো
author img

By

Published : Apr 11, 2019, 5:28 PM IST

কুশমণ্ডি, 11 এপ্রিল : অটোর একদিকে তৃণমূলের ঝান্ডা। আর সামনে রয়েছে জেলা নির্বাচন কমিশনের VVPAT ও ভোটসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার। আজ কুশমণ্ডির হাড়াহার মাঠে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে আসেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি অটোতে দেখা যায় একদিকে তৃণমূলের ঝান্ডা লাগানো, আর সামনে নির্বাচন কমিশনের VVPAT ও ভোটাসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার রয়েছে। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছে BJP।

জনসভায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী-সমর্থকরা গাড়ি ও অটোয় চেপে আসেন। অভিষেকের সভায় আসা একটি অটোতেই দেখা যায় একদিকে তৃণমূলের পতাকা অন্যদিকে নির্বাচন কমিশনের নানান সচেতনতামূলক প্রচারের স্টিকার। পরে ETV ভারতের ক্যামেরা দেখতেই তড়িঘড়ি খুলে ফেলা হল অটো থেকে তৃণমূলের দলীয় পতাকা। সেই অটোয় চেপে কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক অভিষেকের সভায় এসেছিল। প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশনের গাড়িতে কীভাবে তৃণমূলের পতাকা লাগানো যায়?

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের BJP জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "বিষয়টি শুনেছি। এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাব আমরা। নির্বাচন কমিশনের গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যেই পড়ে।" অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অটো চালক বলেন, "অটোটি বংশীহারী ব্লক প্রশাসনের তরফে ভাড়া নেওয়া হয়েছিল। গ্রামে গ্রামে VVPAT সম্পর্কে সচেতনতামূলক প্রচারের জন্য অটোটি ভাড়া নেওয়া হয়েছিল। সেজন্য স্টিকার লাগানো হয়েছিল।"

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি তাদের জানা নেই।"

কুশমণ্ডি, 11 এপ্রিল : অটোর একদিকে তৃণমূলের ঝান্ডা। আর সামনে রয়েছে জেলা নির্বাচন কমিশনের VVPAT ও ভোটসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার। আজ কুশমণ্ডির হাড়াহার মাঠে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে আসেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই একটি অটোতে দেখা যায় একদিকে তৃণমূলের ঝান্ডা লাগানো, আর সামনে নির্বাচন কমিশনের VVPAT ও ভোটাসংক্রান্ত সচেতনতামূলক স্টিকার রয়েছে। এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাতে চলেছে BJP।

জনসভায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী-সমর্থকরা গাড়ি ও অটোয় চেপে আসেন। অভিষেকের সভায় আসা একটি অটোতেই দেখা যায় একদিকে তৃণমূলের পতাকা অন্যদিকে নির্বাচন কমিশনের নানান সচেতনতামূলক প্রচারের স্টিকার। পরে ETV ভারতের ক্যামেরা দেখতেই তড়িঘড়ি খুলে ফেলা হল অটো থেকে তৃণমূলের দলীয় পতাকা। সেই অটোয় চেপে কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক অভিষেকের সভায় এসেছিল। প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশনের গাড়িতে কীভাবে তৃণমূলের পতাকা লাগানো যায়?

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের BJP জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "বিষয়টি শুনেছি। এই বিষয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাব আমরা। নির্বাচন কমিশনের গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যেই পড়ে।" অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অটো চালক বলেন, "অটোটি বংশীহারী ব্লক প্রশাসনের তরফে ভাড়া নেওয়া হয়েছিল। গ্রামে গ্রামে VVPAT সম্পর্কে সচেতনতামূলক প্রচারের জন্য অটোটি ভাড়া নেওয়া হয়েছিল। সেজন্য স্টিকার লাগানো হয়েছিল।"

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি তাদের জানা নেই।"

Intro:একদিকে তৃণমূলের পতাকা, অন্য দিকে নির্বাচন দফতরের সচেতনতা মূলক স্টিকার, বির্তক কুশমণ্ডিতে।।

কুশমণ্ডি, ১১ এপ্রিল: অটোতে একদিকে তৃণমূলের ঝান্ডা। অন্য দিকে অটোর চার পাশে লাগানো রয়েছে জেলা নির্বাচন কমিশনের ভিভিপ্যাট ও ভোটার সক্রান্ত সুচেতনতা মূলক স্টিকার। ইটিভি ভারতের ক্যামেরা দেখতেই তড়িঘড়ি খুলে ফেলে হল অটো থেকে তৃণমূলের দলীয় পতাকা। এদিকে এবিষয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে লিখিত ভাবে অভিযোগ জানাতে চলছে বিজেপি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কুশমণ্ডির হাড়হার মাঠে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে আসেন যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি। সেই সভাস্থলে বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী সমর্থকরা গাড়ি করে আসেন। অভিষেকের সভায় আসা একটি অটোতেই দেখা যায় একদিকে তৃণমূলের পতাকা অন্য দিকে একদিকে নির্বাচন কমিশনের নানান সচেতন মুলক প্রচারের স্টিকার। এবং সেই অটোতে করে বেশ কিছু দলীয় কর্মী সমর্থকরা অভিষেকের সভায় আসছিল। আর এতেই বির্তক উঠেছে। প্রশ্ন উঠেছে কিভাবে প্রশাসনের অটোতে তৃণমূলের ফ্ল্যাগ লাগাতে পারে। বিষয়টি নজরে আসতেই অটো থেকে দলীয় ফ্ল্যাগ খুলে ফেলেন অটো চালক।

এবিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, বিষয়টি তিনি শুনেছেন। এবিষয়ে জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানাতে চলেছেন তারা। নির্বাচন কমিশনার গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নির্বাচনী বিধি ভঙ্গের মধ্যেই পরে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অটো চালক জানান, তার অটোটি বংশীহারী ব্লকের পক্ষ থেকে তার অটোটি ভাড়া নিয়েছিল। গ্রামে গ্রামে ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতা করছে আধিকারিকরা। তারই স্টিকার লাগানো রয়েছিল।

অন্য দিকে এবিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারবেন।


Body:Kusmandi


Conclusion:Kushmandi

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.