ETV Bharat / elections

দিদি আপনি খেলুন, উন্নয়ন মোদি করবেন : স্মৃতি ইরানি

author img

By

Published : Mar 12, 2021, 12:57 PM IST

Updated : Mar 12, 2021, 3:30 PM IST

নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার রীতিমতো ধুমধাম করে মনোনয়ন পেশ করতে যান তিনি ৷ তার আগে নন্দীগ্রামে একটি সভারও আয়োজন করা হয় বিজেপির তরফে ৷ সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ বলেন, ‘দিদি খেলা করুন, আসল পরিবর্তন করবেন মোদিই’ ৷

west bengal assembly election 2021_smriti irani targets mamata banerjee at nandigram
দিদি আপনি খেলুন, উন্নয়ন মোদি করবেন : স্মৃতি ইরানি

নন্দীগ্রাম, 12 মার্চ : দিদি শুধু খেলাই করুন, উন্নয়ন যা করার, তা করবেন নরেন্দ্র মোদিই ৷ বাংলায় আসল পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই ৷ শুক্রবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷

এদিন হলদিয়ায় মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ রোড শো করে, রীতিমতো উৎসবের মেজাজে মনোনয়ন জমা দিতে যান তিনি ৷ তার আগে শুভেন্দুর মনোনয়ন পেশ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয় নন্দীগ্রামে ৷ সেখানে শুভেন্দু ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ ভাষণের আগাগোড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন তিনি ৷ এবারের ভোটে তৃণমূলের ক্য়াচ লাইন ‘খেলা হবে’র জবাবে কার্যত ভিলেন বানিয়ে দেন ‘বাংলার মেয়ে’কে ৷

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানে স্মৃতির জবাব ৷

সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের আগে বামেদের ‘টুম্পা সোনা’ যদি হটকেক হয়, তাহলে পিছিয়ে নেই তৃণমূলীরাও ৷ তাদের খেলা হবে স্লোগানও চূড়ান্ত হিট ৷ এতটাই যে, এ নিয়ে ঠাট্টা তামাশা করলেও এড়িয়ে যেতে পারছে না বিরোধী কোনও পক্ষই ৷ বরং, তৃণমূলের স্লোগান ধার করেই তাতে পাল্টা কথা বসাতে হচ্ছে লাল আর গেরুয়াশিবিরকে ৷ শুক্রবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকেও সেই স্লোগানকে সামনে রেখেই একের পর এক তোপ দাগলেন স্মৃতি ৷ বাংলায় এসে ‘বাংলার মেয়ে’কে চ্য়ালেঞ্জ করলেন বাংলা ভাষাতেই ৷

আরও পড়ুন : মনোনয়ন জমা দিলেন শুভেন্দু

স্মৃতির অভিযোগ, গত 10 বছরে বাংলার সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে কার্যত ‘ছেলেখেলা’ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ উন্নয়নের নামে মানুষকে ভুল বুঝিয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে রাজ্য়ের বলে চালানোর চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ ফলে ‘কাজ করেছেন মোদি, আর ফটো তুলেছেন দিদি’ ৷

মমতার নির্বাচনী কেন্দ্র বদলের সিদ্ধান্তকেও কটাক্ষ করতে ছাড়েননি স্মৃতি ৷ এই প্রসঙ্গে তাঁর কথায় ঝরে পড়েছে ব্যঙ্গ ৷ স্মৃতির ইঙ্গিত, উন্নয়ন নিয়ে ছেলেখেলা করাতেই আজ নিজের ঘাঁটি ছাড়তে বাধ্য হয়েছেন মমতা ৷ ভবানীপুর ছেড়ে প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে ৷ প্রসঙ্গত, এদিনের সভামঞ্চে স্মৃতি ইরানি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের আর এক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

নন্দীগ্রাম, 12 মার্চ : দিদি শুধু খেলাই করুন, উন্নয়ন যা করার, তা করবেন নরেন্দ্র মোদিই ৷ বাংলায় আসল পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই ৷ শুক্রবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকে ঠিক এই ভাষাতেই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷

এদিন হলদিয়ায় মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ রোড শো করে, রীতিমতো উৎসবের মেজাজে মনোনয়ন জমা দিতে যান তিনি ৷ তার আগে শুভেন্দুর মনোনয়ন পেশ উপলক্ষে একটি সভার আয়োজন করা হয় নন্দীগ্রামে ৷ সেখানে শুভেন্দু ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ৷ ভাষণের আগাগোড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন তিনি ৷ এবারের ভোটে তৃণমূলের ক্য়াচ লাইন ‘খেলা হবে’র জবাবে কার্যত ভিলেন বানিয়ে দেন ‘বাংলার মেয়ে’কে ৷

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানে স্মৃতির জবাব ৷

সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের আগে বামেদের ‘টুম্পা সোনা’ যদি হটকেক হয়, তাহলে পিছিয়ে নেই তৃণমূলীরাও ৷ তাদের খেলা হবে স্লোগানও চূড়ান্ত হিট ৷ এতটাই যে, এ নিয়ে ঠাট্টা তামাশা করলেও এড়িয়ে যেতে পারছে না বিরোধী কোনও পক্ষই ৷ বরং, তৃণমূলের স্লোগান ধার করেই তাতে পাল্টা কথা বসাতে হচ্ছে লাল আর গেরুয়াশিবিরকে ৷ শুক্রবার নন্দীগ্রামের সভামঞ্চ থেকেও সেই স্লোগানকে সামনে রেখেই একের পর এক তোপ দাগলেন স্মৃতি ৷ বাংলায় এসে ‘বাংলার মেয়ে’কে চ্য়ালেঞ্জ করলেন বাংলা ভাষাতেই ৷

আরও পড়ুন : মনোনয়ন জমা দিলেন শুভেন্দু

স্মৃতির অভিযোগ, গত 10 বছরে বাংলার সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে কার্যত ‘ছেলেখেলা’ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ উন্নয়নের নামে মানুষকে ভুল বুঝিয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম বদলে রাজ্য়ের বলে চালানোর চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ ফলে ‘কাজ করেছেন মোদি, আর ফটো তুলেছেন দিদি’ ৷

মমতার নির্বাচনী কেন্দ্র বদলের সিদ্ধান্তকেও কটাক্ষ করতে ছাড়েননি স্মৃতি ৷ এই প্রসঙ্গে তাঁর কথায় ঝরে পড়েছে ব্যঙ্গ ৷ স্মৃতির ইঙ্গিত, উন্নয়ন নিয়ে ছেলেখেলা করাতেই আজ নিজের ঘাঁটি ছাড়তে বাধ্য হয়েছেন মমতা ৷ ভবানীপুর ছেড়ে প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে ৷ প্রসঙ্গত, এদিনের সভামঞ্চে স্মৃতি ইরানি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের আর এক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

Last Updated : Mar 12, 2021, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.