ETV Bharat / elections

নির্বাচনী সভায় অনুরাগী, সমর্থকদের মাস্ক পরতে বললেন দেব

বুধবার নদিয়ার শান্তিপুরে জনসভা করেন দেব ৷ দলীয় প্রার্থী অজয় দে-র সমর্থনে সভা করেন তৃণমূলের সাংসদ ৷ তাঁকে দেখতে উপচে পড়ে ভিড় ৷ সভায় জনসমাগম দেখে সকলকে মাস্ক পরার কথা মনে করিয়ে দেন অভিনেতা ৷

bengal election 2021_WB_NAD_03_SANTIPUR_DEB_WB10029
নির্বাচনী সভায় অনুরাগী, সমর্থকদের মাস্ক পরতে বললেন দেব
author img

By

Published : Apr 14, 2021, 9:30 PM IST

শান্তিপুর, 14 এপ্রিল : দিদিকে আটকে রাখলেও দিদির সাহসকে আটকে রাখা যাবে না ৷ নদিয়ার শান্তিপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে এসে একথা বললেন অভিনেতা তথা সাংসদ দেব ৷ বুধবার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে-র সমর্থনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি ৷ তাঁকে দেখতে উপচে পড়ে ৷ আর এই ভিড় দেখেই সভাস্থলে উপস্থিত সকলকে মাস্ক পরার কথা মনে করিয়ে দেন দেব ৷

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ভোটমুখী পশ্চিমবঙ্গের অবস্থাও খুব একটা ভালো নয় ৷ এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারে কোভিডবিধির ব্য়াপক লঙ্ঘন পরিস্থিতি আরও ঘোরালো করে তুলবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ এদিন সভাস্থলে পৌঁছানোর সময় দেবের মুখে মাস্ক থাকলেও পরে ভাষণ দেওয়ার সময় সেটি খুলে ফেলেন তিনি ৷

আরও পড়ুন : দাদুকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে সভায়, দাবি আনন্দের বাবার

সভাস্থলে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ ৷ সেই ভিড় দেখে করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের অভিনেতা সাংসদ ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের এই ভালোবাসা নিঃসন্দেহে তৃণমূলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার পরিচয় ৷

করোনা বাড়ছে, অনুরাগীদের মনে করিয়ে দিলেন দেব ৷

এদিন দুপুর একটা নাগাদ শান্তিপুর স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার থেকে নামেন দেব ৷ শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন ৷ এরপর শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে জনসভায় বক্তব্য রাখেন অভিনেতা দেব ৷ স্থানীয় তৃণমূল প্রার্থীকে ‘ভূমিপুত্র’ বলে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি ৷

শান্তিপুর, 14 এপ্রিল : দিদিকে আটকে রাখলেও দিদির সাহসকে আটকে রাখা যাবে না ৷ নদিয়ার শান্তিপুর বিধানসভায় নির্বাচনী প্রচারে এসে একথা বললেন অভিনেতা তথা সাংসদ দেব ৷ বুধবার শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে-র সমর্থনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি ৷ তাঁকে দেখতে উপচে পড়ে ৷ আর এই ভিড় দেখেই সভাস্থলে উপস্থিত সকলকে মাস্ক পরার কথা মনে করিয়ে দেন দেব ৷

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ ভোটমুখী পশ্চিমবঙ্গের অবস্থাও খুব একটা ভালো নয় ৷ এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারে কোভিডবিধির ব্য়াপক লঙ্ঘন পরিস্থিতি আরও ঘোরালো করে তুলবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ এদিন সভাস্থলে পৌঁছানোর সময় দেবের মুখে মাস্ক থাকলেও পরে ভাষণ দেওয়ার সময় সেটি খুলে ফেলেন তিনি ৷

আরও পড়ুন : দাদুকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে সভায়, দাবি আনন্দের বাবার

সভাস্থলে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ ৷ সেই ভিড় দেখে করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলের অভিনেতা সাংসদ ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষের এই ভালোবাসা নিঃসন্দেহে তৃণমূলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার পরিচয় ৷

করোনা বাড়ছে, অনুরাগীদের মনে করিয়ে দিলেন দেব ৷

এদিন দুপুর একটা নাগাদ শান্তিপুর স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার থেকে নামেন দেব ৷ শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে তাঁকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন ৷ এরপর শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে জনসভায় বক্তব্য রাখেন অভিনেতা দেব ৷ স্থানীয় তৃণমূল প্রার্থীকে ‘ভূমিপুত্র’ বলে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.