ETV Bharat / elections

ওড়াকান্দিতে নারীশিক্ষা ও মতুয়া কল্যাণে ঢালাও সহায়তার আশ্বাস মোদির

বাংলাদেশে দাঁড়িয়ে মতুয়াদের পাশে থাকার আশ্বাস ভারতের প্রধানমন্ত্রীর ৷ দিলেন শিক্ষার প্রসারে সহযোগিতার প্রতিশ্রুতিও ৷ পশ্চিমবঙ্গে মতুয়া ভোট টানতেই এত আয়োজন বলে মত রাজনৈতিক মহলের ৷

bengal election 2021_indian prime minister narendra modi promise to help in women education and matua welfare in bangladesh
ওড়াকান্দিতে মোদির উপহার নারীশিক্ষা ও মতুয়াকল্যাণে সহায়তা
author img

By

Published : Mar 27, 2021, 2:23 PM IST

Updated : Mar 27, 2021, 2:38 PM IST

ওড়াকান্দি (বাংলাদেশ), 27 মার্চ : ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ৷ কন্যাভ্রূণ হত্যা থেকে কন্যাসন্তানের প্রতি লাঞ্ছনার মতো ইস্যুগুলির মোকাবিলায় এটাই ভারতে মোদি সরকারের স্লোগান ৷ আর এবার পড়শি বাংলাদেশেও কার্যত একই ভাষায় নারীশিক্ষার পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদি ৷ দিলেন শিক্ষার বিকাশে পাশে থাকার আশ্বাস ৷ যদিও ভারতের প্রধানমন্ত্রীর এই উদ্য়োগ আদতে এপার বাংলার বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ঝুলিতে ভরার কৌশল বলেই মত রাজনৈতিক মহলের ৷

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবারই পড়শি রাষ্ট্রে পৌঁছন মোদি ৷ তাঁর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও ৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদি ৷

এদিন ওড়াকান্দিতে একটি সভাও করেন ভারতের প্রধানমন্ত্রী ৷ সেখানেই নিজের ভাষণে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন নরেন্দ্র মোদি ৷ আশ্বাস দেন শিক্ষার প্রসারে পাশে থাকার ৷ মোদির প্রতিশ্রুতি, ওড়াকান্দিতে মেয়েদের মাধ্যমিক স্কুলের আপগ্রেডেশন করবে ভারত সরকার ৷ সেখানে সমস্ত অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করা হবে ৷ তৈরি করা হবে নতুন প্রাথমিক স্কুলও ৷ মোদি জানান, কোটি কোটি ভারতবাসীর তরফে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বাংলাদেশে মতুয়া পীঠস্থান দর্শনে মোদির সঙ্গী শান্তনু

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছর বাংলাদেশে বারুণী উৎসবের আয়োজন করা হয় ৷ ভারত থেকেও মতুয়ারা সেখানে যান অংশগ্রহণ করতে ৷ ভবিষ্যতে সেই যাত্রা যাতে আরও সুষ্ঠ ভাবে হয়, তা ভারত সরকারের তরফে নিশ্চিত করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন মোদি ৷ পাশাপাশি, সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি ৷

একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই প্রধান প্রতিপক্ষ হল তৃণমূল ও বিজেপি ৷ আর এই লড়াইয়ে অন্যতম ফ্য়াক্টর মতুয়া ভোট ৷ সংশোধিত নাগরিকত্ব আইন দিনের আলো দেখলেও তার আওতায় এখনও নাগরিকত্ব পাননি মতুয়ারা ৷ যা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত ক্ষোভের কথা শোনাচ্ছিলেন তাঁরা ৷ সেই জায়গায় থেকে শান্তনুকে সঙ্গে নিয়ে মোদির মতুয়াদের সর্বোচ্চ পীঠস্থান ওড়াকান্দি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ অনেকেই মনে করছেন, এর সুফল ইভিএমে মিলতে পারে বিজেপির ৷

ওড়াকান্দি (বাংলাদেশ), 27 মার্চ : ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ৷ কন্যাভ্রূণ হত্যা থেকে কন্যাসন্তানের প্রতি লাঞ্ছনার মতো ইস্যুগুলির মোকাবিলায় এটাই ভারতে মোদি সরকারের স্লোগান ৷ আর এবার পড়শি বাংলাদেশেও কার্যত একই ভাষায় নারীশিক্ষার পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদি ৷ দিলেন শিক্ষার বিকাশে পাশে থাকার আশ্বাস ৷ যদিও ভারতের প্রধানমন্ত্রীর এই উদ্য়োগ আদতে এপার বাংলার বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ঝুলিতে ভরার কৌশল বলেই মত রাজনৈতিক মহলের ৷

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবারই পড়শি রাষ্ট্রে পৌঁছন মোদি ৷ তাঁর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও ৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদি ৷

এদিন ওড়াকান্দিতে একটি সভাও করেন ভারতের প্রধানমন্ত্রী ৷ সেখানেই নিজের ভাষণে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন নরেন্দ্র মোদি ৷ আশ্বাস দেন শিক্ষার প্রসারে পাশে থাকার ৷ মোদির প্রতিশ্রুতি, ওড়াকান্দিতে মেয়েদের মাধ্যমিক স্কুলের আপগ্রেডেশন করবে ভারত সরকার ৷ সেখানে সমস্ত অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করা হবে ৷ তৈরি করা হবে নতুন প্রাথমিক স্কুলও ৷ মোদি জানান, কোটি কোটি ভারতবাসীর তরফে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বাংলাদেশে মতুয়া পীঠস্থান দর্শনে মোদির সঙ্গী শান্তনু

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছর বাংলাদেশে বারুণী উৎসবের আয়োজন করা হয় ৷ ভারত থেকেও মতুয়ারা সেখানে যান অংশগ্রহণ করতে ৷ ভবিষ্যতে সেই যাত্রা যাতে আরও সুষ্ঠ ভাবে হয়, তা ভারত সরকারের তরফে নিশ্চিত করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন মোদি ৷ পাশাপাশি, সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি ৷

একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই প্রধান প্রতিপক্ষ হল তৃণমূল ও বিজেপি ৷ আর এই লড়াইয়ে অন্যতম ফ্য়াক্টর মতুয়া ভোট ৷ সংশোধিত নাগরিকত্ব আইন দিনের আলো দেখলেও তার আওতায় এখনও নাগরিকত্ব পাননি মতুয়ারা ৷ যা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত ক্ষোভের কথা শোনাচ্ছিলেন তাঁরা ৷ সেই জায়গায় থেকে শান্তনুকে সঙ্গে নিয়ে মোদির মতুয়াদের সর্বোচ্চ পীঠস্থান ওড়াকান্দি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷ অনেকেই মনে করছেন, এর সুফল ইভিএমে মিলতে পারে বিজেপির ৷

Last Updated : Mar 27, 2021, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.