ETV Bharat / elections

ভোটারদের ভোটদানের আবেদন রাহুল-প্রিয়াঙ্কার

দেশের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 475টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে ৷ সংশ্লিষ্ট ভোটারদের সকলকে ভোট দিতে আবেদন জানান রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ একই আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ৷

bengal election 2021_India counting on you: Rahul Gandhi to voters as polling underway in 4 states, UT
ভোটারদের ভোটদানের আবেদন রাহুল-প্রিয়াঙ্কার
author img

By

Published : Apr 6, 2021, 11:15 AM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের চার রাজ্য় ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটারদের ভোটদানের আবেদন রাহুল গান্ধির ৷ মঙ্গলবার তৃতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গের তিন জেলায় ৷ ভোটগ্রহণ করা হচ্ছে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও কেরালাতেও ৷ নির্বাচনী প্রক্রিয়া চলছে অসমে ৷ একইসঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ৷ এমন একটা গুরুত্বপূর্ণ দিনেই টুইটারে ভোটারদের বার্তা দিলেন কংগ্রেসের সাংসদ ৷ লিখলেন, ‘‘আজ আপনারা আপনাদের ভোট দিন ৷ আপনাদের দিকেই তাকিয়ে রয়েছে ভারত ৷’’

ভোটদানে আমজনতাকে উৎসাহ দিতে টুইটারে ‘কলম’ ধরেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ ভোটদাতাদের প্রতি তাঁর আবেদন, দৃঢ়, প্রগতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলে ভোট দিন ৷ এদিন প্রিয়াঙ্কা তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট চলছে ৷ আমি আমার বোন ও ভাইদের অনুরোধ করছি, নিজেদের দৃঢ়, প্রগতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলে ভোট দিন ৷’’

  • As polling begins in Kerala, Tamil Nadu and Puducherry, I request my sisters and brothers to go out and vote in large numbers and ensure a strong, progressive and prosperous future for themselves.

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আজ 4 রাজ্য, 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ; বাংলা-সহ 4 ভাষায় টুইট মোদির

প্রসঙ্গত, এদিন সকালেই চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে টুইটারে বার্তা দেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ৷ তাঁরা তিনজনই ভোটারদের ভোটদান করতে আবেদন করেন ৷

মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ সব মিলিয়ে মোট 475টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 6 এপ্রিল : দেশের চার রাজ্য় ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটারদের ভোটদানের আবেদন রাহুল গান্ধির ৷ মঙ্গলবার তৃতীয় দফার বিধানসভা নির্বাচন চলছে পশ্চিমবঙ্গের তিন জেলায় ৷ ভোটগ্রহণ করা হচ্ছে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও কেরালাতেও ৷ নির্বাচনী প্রক্রিয়া চলছে অসমে ৷ একইসঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি ৷ এমন একটা গুরুত্বপূর্ণ দিনেই টুইটারে ভোটারদের বার্তা দিলেন কংগ্রেসের সাংসদ ৷ লিখলেন, ‘‘আজ আপনারা আপনাদের ভোট দিন ৷ আপনাদের দিকেই তাকিয়ে রয়েছে ভারত ৷’’

ভোটদানে আমজনতাকে উৎসাহ দিতে টুইটারে ‘কলম’ ধরেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ ভোটদাতাদের প্রতি তাঁর আবেদন, দৃঢ়, প্রগতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সকলে ভোট দিন ৷ এদিন প্রিয়াঙ্কা তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট চলছে ৷ আমি আমার বোন ও ভাইদের অনুরোধ করছি, নিজেদের দৃঢ়, প্রগতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলে ভোট দিন ৷’’

  • As polling begins in Kerala, Tamil Nadu and Puducherry, I request my sisters and brothers to go out and vote in large numbers and ensure a strong, progressive and prosperous future for themselves.

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আজ 4 রাজ্য, 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ; বাংলা-সহ 4 ভাষায় টুইট মোদির

প্রসঙ্গত, এদিন সকালেই চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটারদের উদ্দেশ্যে টুইটারে বার্তা দেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ৷ তাঁরা তিনজনই ভোটারদের ভোটদান করতে আবেদন করেন ৷

মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ সব মিলিয়ে মোট 475টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.