ETV Bharat / city

শিলিগুড়িতে বাম গড়ে ধস, তৃণমূলে যোগ 2 সিপিআইএম নেতার - কমল আগারওয়াল

শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো এবং পৌর বোর্ডের প্রাক্তন মেয়র পারিষদ (কর, পার্কিং) কমল আগরওয়াল এদিন সিপিআইএম ছেড়ে যোগ দিলেন রাজ্যের শাসকদলে । একই সঙ্গে কমল আগরওয়ালের ভাই মনোজ আগরওয়াল তৃণমূলে যোগ দেন ।

two cpim leadr join to trinmool today in siliguri
শিলিগুড়ির বাম গড়ে ধস, তৃণমূলে যোগ দিলেন সিপিআইএম’র দুই নেতা
author img

By

Published : May 12, 2021, 5:09 PM IST

শিলিগুড়ি, 12 মে : লালগড়ে ধস। রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসতেই শাসকদলে যোগদান পর্ব শুরু হল শিলিগুড়ির রাজনীতিতেও । দীর্ঘদিনের কাউন্সিলর তথা মেয়র পারিষদের সদস্য বামনেতা কমল আগরওয়াল ও শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো যোগদান করলেন ঘাসফুল শিবিরে । বুধবার দার্জিলিং জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ৷

রাজ্যের বাম দুর্গ বলে পরিচিত শিলিগুড়ি । কিন্তু এবারের বিধানসভার নির্বাচনে বামেরা শূন্য হয়ে গিয়েছে । শিলিগুড়িতেও ডাহা ফেল করেছে অশোক মডেল । পরাজিত হয়েছেন বাম আমলের প্রাক্তন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য । শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন । অশোক ভট্টাচার্য হেরে যাওয়ায় জেলা বামফ্রন্টের কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে । এদিন সেই আশঙ্কাই জিইয়ে রেখে দার্জিলিং জেলা বামফ্রন্টে আবারও বড় ধস নামল । শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো এবং বাম পরিচালিত প্রাক্তন পৌর বোর্ডের মেয়র পারিষদ (কর, পার্কিং) সদস্য কমল আগরওয়াল এদিন সিপিআইএম ছেড়ে যোগ দিলেন রাজ্যের শাসকদলে । একই সঙ্গে কমল আগরওয়ালের ভাই মনোজ আগরওয়াল তৃণমূলে যোগ দেন । শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও রঞ্জন সরকার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

আরও পড়ুন : তৃণমূলে যোগদান করল বিজেপির প্রায় 200 কর্মী

প্রশাসক গৌতম দেব বলেন, ‘‘কমল আগরওয়াল এবং রামভজন মাহাতো দীর্ঘ দিনের পুরনো বাম নেতা এবং শিলিগুড়ি পৌরনিগমের তাঁরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন । তবে মুখ্যমন্ত্রীর উন্নয়নে তাঁরা অনুপ্রাণিত হয়ে দলে শামিল হয়েছেন ।’’ তৃণমূলের যোগদান করে প্রাক্তন ডেপুটি মেয়র তথা আরএসপি নেতা রামভজন মাহাতো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজে ব্রতী হয়েছেন, তাতেই আমরা অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এই সিদ্ধান্ত নিয়েছি । আমরা চাই সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে শিলিগুড়িজুড়েও উন্নয়ন হোক ।’’

শিলিগুড়ি, 12 মে : লালগড়ে ধস। রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসতেই শাসকদলে যোগদান পর্ব শুরু হল শিলিগুড়ির রাজনীতিতেও । দীর্ঘদিনের কাউন্সিলর তথা মেয়র পারিষদের সদস্য বামনেতা কমল আগরওয়াল ও শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো যোগদান করলেন ঘাসফুল শিবিরে । বুধবার দার্জিলিং জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার ৷

রাজ্যের বাম দুর্গ বলে পরিচিত শিলিগুড়ি । কিন্তু এবারের বিধানসভার নির্বাচনে বামেরা শূন্য হয়ে গিয়েছে । শিলিগুড়িতেও ডাহা ফেল করেছে অশোক মডেল । পরাজিত হয়েছেন বাম আমলের প্রাক্তন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য । শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন । অশোক ভট্টাচার্য হেরে যাওয়ায় জেলা বামফ্রন্টের কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে । এদিন সেই আশঙ্কাই জিইয়ে রেখে দার্জিলিং জেলা বামফ্রন্টে আবারও বড় ধস নামল । শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো এবং বাম পরিচালিত প্রাক্তন পৌর বোর্ডের মেয়র পারিষদ (কর, পার্কিং) সদস্য কমল আগরওয়াল এদিন সিপিআইএম ছেড়ে যোগ দিলেন রাজ্যের শাসকদলে । একই সঙ্গে কমল আগরওয়ালের ভাই মনোজ আগরওয়াল তৃণমূলে যোগ দেন । শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও রঞ্জন সরকার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

আরও পড়ুন : তৃণমূলে যোগদান করল বিজেপির প্রায় 200 কর্মী

প্রশাসক গৌতম দেব বলেন, ‘‘কমল আগরওয়াল এবং রামভজন মাহাতো দীর্ঘ দিনের পুরনো বাম নেতা এবং শিলিগুড়ি পৌরনিগমের তাঁরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন । তবে মুখ্যমন্ত্রীর উন্নয়নে তাঁরা অনুপ্রাণিত হয়ে দলে শামিল হয়েছেন ।’’ তৃণমূলের যোগদান করে প্রাক্তন ডেপুটি মেয়র তথা আরএসপি নেতা রামভজন মাহাতো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজে ব্রতী হয়েছেন, তাতেই আমরা অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এই সিদ্ধান্ত নিয়েছি । আমরা চাই সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে শিলিগুড়িজুড়েও উন্নয়ন হোক ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.