ETV Bharat / city

SMC Election 2022 : জনসংযোগ বাড়াতে নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন গৌতম দেব - নতুন বাড়ি ভাড়া নিলেন গৌতম দেব

বিধানসভা নির্বাচনের মতো পৌরনির্বাচনেও মানুষের কাছাকাছি থাকার জন্য নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব (New Residence of Goutam Deb) ৷ 33 নম্বর ওয়ার্ডের সেই নতুন বাড়িতে আজ ফিতে কেটে গৃহপ্রবেশ করলেন তিনি ৷

siliguri
নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব
author img

By

Published : Jan 11, 2022, 4:20 PM IST

শিলিগুড়ি, 11 জানুয়ারি : "আপনাদের বাড়ির কাছেই ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছি ৷ এখন থেকে এখানেই থাকব ৷ আপনাদের কাছাকাছি ৷ কোনও অসুবিধা হলে জানাবেন ৷" নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়ে জনসংযোগে নেমে প্রতিটি বাড়ির সামনে হাতজোড় করে এই কথাই বললেন 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব (New Residence of Goutam Deb) ৷

শিলিগুড়ি পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দা হলেও গৌতম দেব এবারের পৌর নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তাই নির্বাচনের আগে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনে একটি বাড়ি ভাড়া নেন ৷ মঙ্গলবার নিজেই ফিতে কেটে গৃহপ্রবেশ করেন ৷ বাড়ির নিচে নির্বাচনী কার্যালয় করার কথাও জানান গৌতম দেব ৷

নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

বিধানসভা নির্বাচনের সময়েও ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার প্রার্থী হওয়ার পর শান্তিনগরে বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি । কিন্তু সেখান থেকে পরাজিত হন । এবারও প্রচারের সুবিধার জন্য নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন । যদিও এই নিয়ে বিরোধীরা তাঁকে বহিরাগত তকমা দিলেও সেই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব । তিনি বলেন, "নিজের বিধানসভা কেন্দ্রেই বাড়ি নিয়েছি । ফলে এসব বলে নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করছে বিরোধীরা । আর আমি স্থায়ীভাবে এই ওয়ার্ডেই থাকব । নির্বাচনের পর স্থায়ীভাবে এখানে অফিস ও বাড়ি করব । আপাতত ভাড়া নিয়ে থাকছি ।"

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও শিলিগুড়ি পৌর নির্বাচনে গৌতম দেবই শাসকদলের সম্ভাব্য মেয়রের মুখ ৷

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গুরু-শিষ্যের লড়াই

শিলিগুড়ি, 11 জানুয়ারি : "আপনাদের বাড়ির কাছেই ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছি ৷ এখন থেকে এখানেই থাকব ৷ আপনাদের কাছাকাছি ৷ কোনও অসুবিধা হলে জানাবেন ৷" নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়ে জনসংযোগে নেমে প্রতিটি বাড়ির সামনে হাতজোড় করে এই কথাই বললেন 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব (New Residence of Goutam Deb) ৷

শিলিগুড়ি পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দা হলেও গৌতম দেব এবারের পৌর নির্বাচনে 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ তাই নির্বাচনের আগে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনে একটি বাড়ি ভাড়া নেন ৷ মঙ্গলবার নিজেই ফিতে কেটে গৃহপ্রবেশ করেন ৷ বাড়ির নিচে নির্বাচনী কার্যালয় করার কথাও জানান গৌতম দেব ৷

নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব

বিধানসভা নির্বাচনের সময়েও ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার প্রার্থী হওয়ার পর শান্তিনগরে বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি । কিন্তু সেখান থেকে পরাজিত হন । এবারও প্রচারের সুবিধার জন্য নিজের নির্বাচনী ওয়ার্ডে বাড়ি ভাড়া নিলেন । যদিও এই নিয়ে বিরোধীরা তাঁকে বহিরাগত তকমা দিলেও সেই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব । তিনি বলেন, "নিজের বিধানসভা কেন্দ্রেই বাড়ি নিয়েছি । ফলে এসব বলে নিজেদের দেউলিয়াপনা প্রকাশ করছে বিরোধীরা । আর আমি স্থায়ীভাবে এই ওয়ার্ডেই থাকব । নির্বাচনের পর স্থায়ীভাবে এখানে অফিস ও বাড়ি করব । আপাতত ভাড়া নিয়ে থাকছি ।"

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও শিলিগুড়ি পৌর নির্বাচনে গৌতম দেবই শাসকদলের সম্ভাব্য মেয়রের মুখ ৷

আরও পড়ুন : SMC Election 2022 : শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গুরু-শিষ্যের লড়াই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.