ETV Bharat / city

Dengue Death in Siliguri: শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু তিন বছরের শিশুর - Siliguri Municipal Corporation

শিলিগুড়িতে 24 ঘণ্টায় ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু (Dengue Death in Siliguri) । এবার মৃত্যু হল তিন বছরের শিশুর ।

Three year old child dies in dengue in Siliguri
Three year old child dies in dengue in Siliguri
author img

By

Published : Sep 20, 2022, 5:42 PM IST

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: 24 ঘণ্টা না-কাটতেই ফের ডেঙ্গির হানায় মৃত্যু শিলিগুড়িতে । কিশোরীর পর এবার মৃত্যু হল এক শিশুর । ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে শহরবাসীকে ৷ মৃত্যুর পাশাপাশি 24 ঘণ্টায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 32 জন । এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 576 জন । গোটা পরিস্থিতিতে শিলিগুড়ি পৌরনিগম ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, 3 বছর 10 মাস বয়সের এক শিশুর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে মৃত্যু হয় । মৃত শিশুর নাম অভিনাশ সাহা ৷ 41 নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তির বাসিন্দা ওই শিশু ৷ বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল শিশুটি ৷ এরপর বাইরে একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করায় পরিবার ৷ তাতে ডেঙ্গি ধরাও পড়ে ৷ বাড়িতেই ছিল শিশুটি ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে অভিনাশকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর চিকিৎসা শুরু করেন ডাক্তাররা ৷ কিন্তু মঙ্গলবার সকালে আচমকা শিশুটির মৃত্যু হয় ৷

অভিনাশের ডেথ রিপোর্টেও ডেঙ্গির উল্লেখ রয়েছে ৷ জেলা হাসপাতালে সুপার চিকিৎসক চন্দন ঘোষ বলেন, "শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ৷ আমাদের তরফে চিকিৎসার কোনও খামতি রাখা হয়নি ৷ চিকিৎসকেরা চেষ্টা করেন ৷ শিশু রাতের দিকে কথা বলেছে, নিজে ওষুধ খেয়েছে ৷ কিন্তু ভোররাতে হঠাৎ শিশুটি মারা যায় ৷" অভিনাশের মাসি রিতা রায় বলেন, "বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল । জ্বর আসছিল যাচ্ছিল । আমরা সাধারণ জ্বর ভেবেছিলাম । এরপর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি ধরা পরে । হাসপাতালে ভর্তি করার পর সকালে মারা যায় ।"

এদিন দেহ বাড়িতে নিয়ে যায় পরিবার ৷ দুপুরে শেষকৃত্য করা হয় ৷ এর আগে শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) 25 ও 5 নম্বর ওয়ার্ডে দুই বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৷ 25 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি ডেঙ্গি সংক্রমিত হয়ে মারা যান ৷ এরপর সোমবার 5 নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা এক কিশোরীর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । গত দশ দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হল ।

আরও পড়ুন: 1 সপ্তাহে ডেঙ্গিতে দ্বিতীয় মৃত্যু! আতঙ্ক দিন কাটছে শিলিগুড়ির

বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে 18 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৷ পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 21 জন ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে (Three year old child dies in dengue in Siliguri) ।

শিলিগুড়ি, 20 সেপ্টেম্বর: 24 ঘণ্টা না-কাটতেই ফের ডেঙ্গির হানায় মৃত্যু শিলিগুড়িতে । কিশোরীর পর এবার মৃত্যু হল এক শিশুর । ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে শহরবাসীকে ৷ মৃত্যুর পাশাপাশি 24 ঘণ্টায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 32 জন । এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 576 জন । গোটা পরিস্থিতিতে শিলিগুড়ি পৌরনিগম ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, 3 বছর 10 মাস বয়সের এক শিশুর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে মৃত্যু হয় । মৃত শিশুর নাম অভিনাশ সাহা ৷ 41 নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তির বাসিন্দা ওই শিশু ৷ বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল শিশুটি ৷ এরপর বাইরে একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করায় পরিবার ৷ তাতে ডেঙ্গি ধরাও পড়ে ৷ বাড়িতেই ছিল শিশুটি ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে অভিনাশকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপর চিকিৎসা শুরু করেন ডাক্তাররা ৷ কিন্তু মঙ্গলবার সকালে আচমকা শিশুটির মৃত্যু হয় ৷

অভিনাশের ডেথ রিপোর্টেও ডেঙ্গির উল্লেখ রয়েছে ৷ জেলা হাসপাতালে সুপার চিকিৎসক চন্দন ঘোষ বলেন, "শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ৷ আমাদের তরফে চিকিৎসার কোনও খামতি রাখা হয়নি ৷ চিকিৎসকেরা চেষ্টা করেন ৷ শিশু রাতের দিকে কথা বলেছে, নিজে ওষুধ খেয়েছে ৷ কিন্তু ভোররাতে হঠাৎ শিশুটি মারা যায় ৷" অভিনাশের মাসি রিতা রায় বলেন, "বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল । জ্বর আসছিল যাচ্ছিল । আমরা সাধারণ জ্বর ভেবেছিলাম । এরপর রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি ধরা পরে । হাসপাতালে ভর্তি করার পর সকালে মারা যায় ।"

এদিন দেহ বাড়িতে নিয়ে যায় পরিবার ৷ দুপুরে শেষকৃত্য করা হয় ৷ এর আগে শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) 25 ও 5 নম্বর ওয়ার্ডে দুই বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৷ 25 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি ডেঙ্গি সংক্রমিত হয়ে মারা যান ৷ এরপর সোমবার 5 নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা এক কিশোরীর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । গত দশ দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হল ।

আরও পড়ুন: 1 সপ্তাহে ডেঙ্গিতে দ্বিতীয় মৃত্যু! আতঙ্ক দিন কাটছে শিলিগুড়ির

বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে 18 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৷ পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 21 জন ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে (Three year old child dies in dengue in Siliguri) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.