ETV Bharat / city

Toy Train : পাহাড়ে ধসের জেরে রবিবার বন্ধ থাকবে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

শুরু হয়েই ফের থমকে গেল দার্জিলিংয়ের টয়ট্রেন (Toy Train) পরিষেবা ৷ ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে রেলপথ ৷ তাতেই রবিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর (Darjeeling Himalayan Railway) ৷ ধস সরিয়ে ফেলতে না পারলে সোমবারও পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা ৷

পাহাড়ে ধসের কারণে ফের ব্যাহত হল টয়ট্রেন পরিষেবা ৷
পাহাড়ে ধসের কারণে ফের ব্যাহত টয়ট্রেন পরিষেবা ৷
author img

By

Published : Aug 28, 2021, 10:52 PM IST

দার্জিলিং, 28 অগস্ট : শুরুতেই বড়সড় ধাক্কা টয়ট্রেন (Toy Train) পরিষেবায় । টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধসের ফলে রবিবার বন্ধ থাকছে টয়ট্রেন পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ও রাতে দার্জিলিংয়ের রংটং এবং গয়াবাড়ি রেল স্টেশন ও তিনধারিয়ার ওয়ার্কশপের মাঝে বড়সড় ধস নামে । ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইন । ফলে শনিবার গয়াবাড়ি স্টেশন পর্যন্ত গিয়ে ফের এনজেপি স্টেশনে ফিরে আসে টয়ট্রেনটি । রবিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং ও একইভাবে দার্জিলিং থেকে শিলিগুড়ি টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর (Darjeeling Himalayan Railway) কর্তৃপক্ষ ।

করোনার জেরে দীর্ঘ দেড় বছর পর চলতি সপ্তাহেই চালু হয়েছিল টয়ট্রেন পরিষেবা । কিন্তু পরিষেবা চালুর চারদিন পরই ধসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে ওই পরিষেবা । লাইন থেকে ধস সরানোর পর লাইনের ক্ষতির পরিমাণ দেখে ফের পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেবে ডিএইচআর কর্তৃপক্ষ । যদি রবিবারের মধ্যে ধস সরিয়ে লাইন মেরামতের কাজ না করা যায় তবে সোমবারও সাময়িক বন্ধ থাকতে পারে টয়ট্রেন পরিষেবা । ডিএইচআরের ডিরেক্টর একে মিশ্র বলেন, "ধসের ফলে লাইনের বেশ কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে । ধস সরলে লাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে । সেজন্যই রবিবার বন্ধ রাখা হবে পরিষেবা । তারপর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

ধসের জেরে ফের সাময়িক টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও অস্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা । কারণ এই বর্ষার সময় পাহাড়ে মাঝে মধ্যেই ধসের ঘটনা ঘটে থাকে । এখনই ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে পদক্ষেপ না করলে আগামীতেও পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে পর্যটনমহল ।

আরও পড়ুন : Darjeeling Toy Train : অপেক্ষা শেষ, 3 দিন পরই শিলিগুড়ি ছেড়ে পাহাড়ে উঠবে টয়ট্রেন

দার্জিলিং, 28 অগস্ট : শুরুতেই বড়সড় ধাক্কা টয়ট্রেন (Toy Train) পরিষেবায় । টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধসের ফলে রবিবার বন্ধ থাকছে টয়ট্রেন পরিষেবা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ও রাতে দার্জিলিংয়ের রংটং এবং গয়াবাড়ি রেল স্টেশন ও তিনধারিয়ার ওয়ার্কশপের মাঝে বড়সড় ধস নামে । ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইন । ফলে শনিবার গয়াবাড়ি স্টেশন পর্যন্ত গিয়ে ফের এনজেপি স্টেশনে ফিরে আসে টয়ট্রেনটি । রবিবার শিলিগুড়ি থেকে দার্জিলিং ও একইভাবে দার্জিলিং থেকে শিলিগুড়ি টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর (Darjeeling Himalayan Railway) কর্তৃপক্ষ ।

করোনার জেরে দীর্ঘ দেড় বছর পর চলতি সপ্তাহেই চালু হয়েছিল টয়ট্রেন পরিষেবা । কিন্তু পরিষেবা চালুর চারদিন পরই ধসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকবে ওই পরিষেবা । লাইন থেকে ধস সরানোর পর লাইনের ক্ষতির পরিমাণ দেখে ফের পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেবে ডিএইচআর কর্তৃপক্ষ । যদি রবিবারের মধ্যে ধস সরিয়ে লাইন মেরামতের কাজ না করা যায় তবে সোমবারও সাময়িক বন্ধ থাকতে পারে টয়ট্রেন পরিষেবা । ডিএইচআরের ডিরেক্টর একে মিশ্র বলেন, "ধসের ফলে লাইনের বেশ কয়েকটি জায়গায় ক্ষতি হয়েছে । ধস সরলে লাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে । সেজন্যই রবিবার বন্ধ রাখা হবে পরিষেবা । তারপর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

ধসের জেরে ফের সাময়িক টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও অস্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা । কারণ এই বর্ষার সময় পাহাড়ে মাঝে মধ্যেই ধসের ঘটনা ঘটে থাকে । এখনই ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে পদক্ষেপ না করলে আগামীতেও পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে পর্যটনমহল ।

আরও পড়ুন : Darjeeling Toy Train : অপেক্ষা শেষ, 3 দিন পরই শিলিগুড়ি ছেড়ে পাহাড়ে উঠবে টয়ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.