দার্জিলিং ও গ্যাংটক, ২৮ ফেব্রুয়ারি : সূর্যের দেখা নেই সকাল থেকেই। সিকিমের লাচুঙে শুরু হয়েছে তুষারপাত। শিলিগুড়িতে চলছে শিলাবৃষ্টি। দার্জিলিং,ও কালিম্পঙে চলছে ভারী থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়ার এই অবস্থার আজই পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বলাবাহুল্য সব মিলিয়ে ব্যাহত উত্তরবঙ্গের জনজীবন।
আবহাওয়া অফিস সূত্রে খবর, এই অবস্থার আজই পরিবর্তন হচ্ছে না। উলটে আরও খারাপ হতে পারে আবহাওয়া। তুষারপাত এবং শিলাবৃষ্টির পাশাপাশি আজ বজ্র-বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আগামীকালও।