শিলিগুড়ি, 14 অগাস্ট : ফের বিতর্কে থুতু কাণ্ড খ্যাত (!) রঞ্জন শীলশর্মা । পেশায় প্রাথমিক শিক্ষক রঞ্জনবাবু একটি শিক্ষক সংগঠনের নেতা । এছাড়া তিনি শিলিগুড়ি পৌরনিগমের কাউন্সিলর ও বোরো কমিটির চেয়ারম্যান । প্রায় 10 বছর আগে স্মারকলিপি দিতে গিয়ে রঞ্জনবাবু দার্জিলিং জেলার স্কুল পরিদর্শকের মুখে থুতু ছিটিয়েছিলেন । এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলের এক শিক্ষিকাকে তিনি নানাভাবে হেনস্থা করছেন । বিষয়টি নিয়ে গতকাল পুলিশে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা । অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জনবাবু ।
রঞ্জনবাবু যে স্কুলের টিচার ইনচার্জ, সেই স্কুলেই সহ শিক্ষিকা হিসেবে কর্মরত অভিযোগকারী শিক্ষিকা । তিনি বলেন, "কুপ্রস্তাব দিয়েছিলেন রঞ্জনবাবু । তাতে সাড়া না দেওয়ায় হেনস্থা চলছে । প্রভাবশালী বলে ভয়ে এতদিন মুখ খুলিনি । গতকাল স্কুলে তিন সহকর্মীর সঙ্গে ফের নানা বিষয়ে বচসা হয় । মানসিক ভাবে নির্যাতিতা হয়ে স্কুল থেকে ফিরে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে সব জানাই । ওই স্কুলে আর শিক্ষকতা করতে চাই না । মাথা উঁচু করে চাকরি করতে চাই । পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক । দোষী সাজা পাক ।"
গতকাল বিকেলে দিল্লি থেকে ফিরে রঞ্জনবাবু বলেন, "আজ স্কুলে গন্ডগোল হয়েছে । তবে সেই সময় ছিলাম না । কুপ্রস্তাব দেওয়া হয়নি । মিথ্যে অভিযোগ আনা হচ্ছে । আমাকে বদনাম করতে একটি চক্র সক্রিয় । তারা কারা তা পুলিশ খুঁজে দেখুক । প্রয়োজনে আইনি লড়াই লড়ব । মাথা নোয়াব না ।"