ETV Bharat / city

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় শিক্ষিকাকে হেনস্থা ? ফের বিতর্কে রঞ্জন

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলের এক শিক্ষিকাকে নানাভাবে হেনস্থা করার অভিযোগ উঠল একটি শিক্ষক সংগঠনের নেতা রঞ্জন শীলশর্মার বিরুদ্ধে ।

রঞ্জন
author img

By

Published : Aug 14, 2019, 2:41 PM IST

Updated : Aug 14, 2019, 3:43 PM IST

শিলিগুড়ি, 14 অগাস্ট : ফের বিতর্কে থুতু কাণ্ড খ্যাত (!) রঞ্জন শীলশর্মা । পেশায় প্রাথমিক শিক্ষক রঞ্জনবাবু একটি শিক্ষক সংগঠনের নেতা । এছাড়া তিনি শিলিগুড়ি পৌরনিগমের কাউন্সিলর ও বোরো কমিটির চেয়ারম্যান । প্রায় 10 বছর আগে স্মারকলিপি দিতে গিয়ে রঞ্জনবাবু দার্জিলিং জেলার স্কুল পরিদর্শকের মুখে থুতু ছিটিয়েছিলেন । এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলের এক শিক্ষিকাকে তিনি নানাভাবে হেনস্থা করছেন । বিষয়টি নিয়ে গতকাল পুলিশে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা । অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জনবাবু ।

রঞ্জনবাবু যে স্কুলের টিচার ইনচার্জ, সেই স্কুলেই সহ শিক্ষিকা হিসেবে কর্মরত অভিযোগকারী শিক্ষিকা । তিনি বলেন, "কুপ্রস্তাব দিয়েছিলেন রঞ্জনবাবু । তাতে সাড়া না দেওয়ায় হেনস্থা চলছে । প্রভাবশালী বলে ভয়ে এতদিন মুখ খুলিনি । গতকাল স্কুলে তিন সহকর্মীর সঙ্গে ফের নানা বিষয়ে বচসা হয় । মানসিক ভাবে নির্যাতিতা হয়ে স্কুল থেকে ফিরে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে সব জানাই । ওই স্কুলে আর শিক্ষকতা করতে চাই না । মাথা উঁচু করে চাকরি করতে চাই । পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক । দোষী সাজা পাক ।"

গতকাল বিকেলে দিল্লি থেকে ফিরে রঞ্জনবাবু বলেন, "আজ স্কুলে গন্ডগোল হয়েছে । তবে সেই সময় ছিলাম না । কুপ্রস্তাব দেওয়া হয়নি । মিথ্যে অভিযোগ আনা হচ্ছে । আমাকে বদনাম করতে একটি চক্র সক্রিয় । তারা কারা তা পুলিশ খুঁজে দেখুক । প্রয়োজনে আইনি লড়াই লড়ব । মাথা নোয়াব না ।"

শিলিগুড়ি, 14 অগাস্ট : ফের বিতর্কে থুতু কাণ্ড খ্যাত (!) রঞ্জন শীলশর্মা । পেশায় প্রাথমিক শিক্ষক রঞ্জনবাবু একটি শিক্ষক সংগঠনের নেতা । এছাড়া তিনি শিলিগুড়ি পৌরনিগমের কাউন্সিলর ও বোরো কমিটির চেয়ারম্যান । প্রায় 10 বছর আগে স্মারকলিপি দিতে গিয়ে রঞ্জনবাবু দার্জিলিং জেলার স্কুল পরিদর্শকের মুখে থুতু ছিটিয়েছিলেন । এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলের এক শিক্ষিকাকে তিনি নানাভাবে হেনস্থা করছেন । বিষয়টি নিয়ে গতকাল পুলিশে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা । অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জনবাবু ।

রঞ্জনবাবু যে স্কুলের টিচার ইনচার্জ, সেই স্কুলেই সহ শিক্ষিকা হিসেবে কর্মরত অভিযোগকারী শিক্ষিকা । তিনি বলেন, "কুপ্রস্তাব দিয়েছিলেন রঞ্জনবাবু । তাতে সাড়া না দেওয়ায় হেনস্থা চলছে । প্রভাবশালী বলে ভয়ে এতদিন মুখ খুলিনি । গতকাল স্কুলে তিন সহকর্মীর সঙ্গে ফের নানা বিষয়ে বচসা হয় । মানসিক ভাবে নির্যাতিতা হয়ে স্কুল থেকে ফিরে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে সব জানাই । ওই স্কুলে আর শিক্ষকতা করতে চাই না । মাথা উঁচু করে চাকরি করতে চাই । পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক । দোষী সাজা পাক ।"

গতকাল বিকেলে দিল্লি থেকে ফিরে রঞ্জনবাবু বলেন, "আজ স্কুলে গন্ডগোল হয়েছে । তবে সেই সময় ছিলাম না । কুপ্রস্তাব দেওয়া হয়নি । মিথ্যে অভিযোগ আনা হচ্ছে । আমাকে বদনাম করতে একটি চক্র সক্রিয় । তারা কারা তা পুলিশ খুঁজে দেখুক । প্রয়োজনে আইনি লড়াই লড়ব । মাথা নোয়াব না ।"

Intro:ফের বিতর্কে শিলিগুড়ির শাসক দলের জেলানেতা এবং বোরো কমিটির চেয়ারম্যান, কাউন্সিলর রঞ্জন শীলশর্মা। তিনি একটি শিক্ষক সংগঠনেরও নেতা এবং প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলের এক শিক্ষিকাকে নানাভাবে হেনস্থা করাচ্ছেন। এ নিয়ে আজ ফের গন্ডগোলের জেরে পুলিশে অভিযোগ দায়ের করেন শিক্ষিকা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জন শীলশর্মা। তিনি জানান মিথ্যে অভিযোগ। বদনাম করতেই এসব বলা হচ্ছে।


Body:এর আগে এক জেলা স্কুল পরিদর্শককে থুতু ছিটিয়ে শিরোনামে আসেন তৃণমূল নেতা রঞ্জন শীলশর্মা। তিনি যে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই স্কুলেই সহ শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন অভিযোগকারিনি। আজ তিনি বলেন আগে কুৰস্তাব দিয়েছিলেন রঞ্জন। সাড়া না দেওয়ায় হেনস্থা চলছেই। প্রভাবশালী বলে ভয়ে এতদিন মুখ খুলিনি। আজ স্কুলে যেতেই তিন সহকর্মীর সঙ্গে ফের নানা বিষয় নিয়ে বচসা হয়। মানসিক ভাবে নির্যাতিতা হয়ে ফিরে এসে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে সব জানাই। ওই স্কুলে আর শিক্ষকতা করতে চাই না। মাথা উঁচু করে চাকরি করতে চাই। পুলিশ সঠিক তদন্ত করে এর বিচার করুক। দোষীরা সাজা পাক।


Conclusion:এদিকে বিকেলে দিল্লি থেকে ফিরে রঞ্জন শীলশর্মা বলেন আজ গন্ডগোলের সময় ছিলাম না। কুৰস্তাব দেয় নি। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। আমাকে বদনাম করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা কারা তা পুলিশ খুঁজে দেখুক। প্রয়োজনে আইনি লড়াই করব। মাথা নোয়াব না।
Last Updated : Aug 14, 2019, 3:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.