ETV Bharat / city

নার্সিংহোমের বহুতলের জানালা দিয়ে ঝাঁপ, মৃত্যু রোগীর - Siliguri

নার্সিংহোম থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী ৷ মৃতের নাম রমানাথ করাতি ৷

ছবি
author img

By

Published : Oct 14, 2019, 1:52 PM IST

Updated : Oct 14, 2019, 3:05 PM IST

শিলিগুড়ি, ১৪ অক্টোবর : নার্সিংহোম থেকে ছুটি দেওয়া নিয়ে টালবাহানা । এরইমাঝে নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী । ঘটনাস্থানেই তিনি মারা যান । মৃতের নাম রমানাথ করাতি (40) । ঘটনাটি শিলিগুড়ির কাওয়াখালি এলাকার । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে পুলিশ ।

একাধিক শারীরিক অসুস্থতার জেরে সপ্তাহখানেক আগে কাওয়াখালির ওই বাসিন্দাকে স্থানীয় ওই নার্সিংহোমে ভরতি করানো হয় । সেখানেই CCU-তে চিকিৎসা চলে । গতকাল জেনেরাল বেডে দেওয়া হয় । রোগীর পরিবারের অভিযোগ, ছুটি দেওয়া নিয়ে টালবাহানা হয় । বিল নিয়ে সমস্যা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ ও রোগীর পরিজনদের ।

দেখুন ভিডিয়ো

মৃতের আত্মীয় সুদীপ দাস বলেন, রমানাথ করাতি সুস্থই হয়ে গেছিলেন । যদিও ছুটি নিয়ে টালবাহানা চলছিল । এমন সময় তাঁরা জানতে পারেন রোগী ঝাঁপ দিয়েছেন ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই ঘটনা বলে তিনি অভিযোগ করেন ৷ ঘটনায় প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছে মৃতের পরিবার ৷

শিলিগুড়ি, ১৪ অক্টোবর : নার্সিংহোম থেকে ছুটি দেওয়া নিয়ে টালবাহানা । এরইমাঝে নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী । ঘটনাস্থানেই তিনি মারা যান । মৃতের নাম রমানাথ করাতি (40) । ঘটনাটি শিলিগুড়ির কাওয়াখালি এলাকার । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে পুলিশ ।

একাধিক শারীরিক অসুস্থতার জেরে সপ্তাহখানেক আগে কাওয়াখালির ওই বাসিন্দাকে স্থানীয় ওই নার্সিংহোমে ভরতি করানো হয় । সেখানেই CCU-তে চিকিৎসা চলে । গতকাল জেনেরাল বেডে দেওয়া হয় । রোগীর পরিবারের অভিযোগ, ছুটি দেওয়া নিয়ে টালবাহানা হয় । বিল নিয়ে সমস্যা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ ও রোগীর পরিজনদের ।

দেখুন ভিডিয়ো

মৃতের আত্মীয় সুদীপ দাস বলেন, রমানাথ করাতি সুস্থই হয়ে গেছিলেন । যদিও ছুটি নিয়ে টালবাহানা চলছিল । এমন সময় তাঁরা জানতে পারেন রোগী ঝাঁপ দিয়েছেন ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই ঘটনা বলে তিনি অভিযোগ করেন ৷ ঘটনায় প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছে মৃতের পরিবার ৷

Intro:নার্সিংহোমের বহুতলের জানালা দিয়ে ঝাঁপ, মৃত্যু রোগীর

শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ নার্সিংহোম থেকে ছুটি দেওয়া নিয়ে টালবাহানা। এরইমাঝে বহুতল নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী। ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতের নাম রমানাথ করাতি। ঘটনাটি শিলিগুড়ির কাওয়াখালি এলাকার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

Body:জানা গিয়েছে, কাওয়াখালির বাসিন্দা রমানাথ করাতি। বয়স আনুমানিক ৪০। একাধিক শারিরীক অসুস্থতার জেরে একসপ্তাহ আগে কাওয়াখালির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় ফাকে। সেখানেই দিনকয় সিসিইউতে চিকিৎসা চলে। গতকাল জেনারেল বেডে দেওয়া হও। যদিও রোগীর পরিবারের অভিযোগ, ছুটি দেওয়া নিয়ে টালবাহানা হয়। টালবাহান শুরু হয় বিল মেটানো নিয়ে।

Conclusion:মৃতের আত্মীয় সুদীপ দাস বলেন, রমানাথ করাতি সুস্থই হয়ে গিয়েছিল। যদিও ছুটি নিয়ে টালবাহানা চলছিল। এমন সময় আমরা জানতে পারি আমারে রোগী ঝাপ দিয়েছেন্ম এটা পুরোপুরি নার্সিংহোম কতৃপক্ষের গাফিলতির জের। আমরা চাই প্রশাসন কড়া পদক্ষেপ নিক।

Last Updated : Oct 14, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.