শিলিগুড়ি, ১৪ অক্টোবর : নার্সিংহোম থেকে ছুটি দেওয়া নিয়ে টালবাহানা । এরইমাঝে নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী । ঘটনাস্থানেই তিনি মারা যান । মৃতের নাম রমানাথ করাতি (40) । ঘটনাটি শিলিগুড়ির কাওয়াখালি এলাকার । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে পুলিশ ।
একাধিক শারীরিক অসুস্থতার জেরে সপ্তাহখানেক আগে কাওয়াখালির ওই বাসিন্দাকে স্থানীয় ওই নার্সিংহোমে ভরতি করানো হয় । সেখানেই CCU-তে চিকিৎসা চলে । গতকাল জেনেরাল বেডে দেওয়া হয় । রোগীর পরিবারের অভিযোগ, ছুটি দেওয়া নিয়ে টালবাহানা হয় । বিল নিয়ে সমস্যা হয় নার্সিংহোম কর্তৃপক্ষ ও রোগীর পরিজনদের ।
মৃতের আত্মীয় সুদীপ দাস বলেন, রমানাথ করাতি সুস্থই হয়ে গেছিলেন । যদিও ছুটি নিয়ে টালবাহানা চলছিল । এমন সময় তাঁরা জানতে পারেন রোগী ঝাঁপ দিয়েছেন ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির জেরে এই ঘটনা বলে তিনি অভিযোগ করেন ৷ ঘটনায় প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছে মৃতের পরিবার ৷