শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে বন্দীদের সংখ্যা ক্রমেই বাড়ছে । ফলে অপ্রতুল হয়ে পড়েছে বন্দীদের রাখার জায়গা । সমস্যা সমাধানে আজ একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন হল । যদিও সমস্যার সমাধান অবশ্য এখনও অধরা । সেক্ষেত্রে আরও একটি নতুন ওয়ার্ড নির্মাণের প্রয়োজন । জানালেন কারা দপ্তরের DG অরুণকুমার গুপ্তা ।
বর্তমানে শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বন্দী সংখ্যা প্রায় 400 জন । যদিও ওই সংশোধনাগারে মাত্র 150 জন বন্দী থাকার বন্দোবস্ত রয়েছে । আজ প্রায় 40 জন বন্দীর থাকার জন্য নতুন একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন কারা দপ্তরের DG ৷ পরে সংশোধনাগার পরিদর্শন করেন । আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও অংশ নেন ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিলিগুড়ির এই সংশোধনাগার রেফারেল জেল হিসেবে পরিচিত । অন্যান্য সংশোধনাগারের বন্দীরা অসুস্থ হয়ে পড়লে তাদের এই সংশোধনাগারে নিয়ে আসা হয় । সে ক্ষেত্রে বন্দীদের চাপ একটু বেশি এখানে । অরুণবাবু বলেন, "এই সংশোধনাগারে বন্দী সংখ্যা বেশি ৷ আমরা চেষ্টা করছি অ্যাডিশ্যানাল ক্যাপাসিটি তৈরি করে সমস্যা সমাধানের ৷ আজ একটি ঘর তৈরি করা হয়েছে যেখানে 40 থেকে 50 জন মতো থাকতে পারবে ৷ পরিকল্পনা আছে আগামীদিনে প্রায় 100 জন থেকে 150 জন বন্দী থাকতে পারে তারজন্য দোতলা নতুন ওয়ার্ড তৈরি করার ৷"
তিনি আরও জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা প্রিজ়ন সেলের নিরাপত্তার বিষয় মাথায় রেখে সেটাকে অত্যাধুনিক করা হবে । এছাড়াও শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের নিরাপত্তার স্বার্থে CCTV ক্যামেরা বসানো হবে । মোবাইল থেকেই তা অপারেট করবেন জেল সুপার । অন্যদিকে, ওপেন জেল তৈরি করার ক্ষেত্রে রাজ্যের কাছে অনুমোদন পাঠানো হবে । সে ক্ষেত্রে ওপেন জেল তৈরি হলে শিলিগুড়িতেই করা হবে ।