ETV Bharat / city

150-র জায়গায় 400 বন্দী শিলিগুড়ি সংশোধনাগারে, সমস্যা মানলেন কারা দপ্তরের DG - no of prisoner are increasing in Siliguri Special Correctional Home

বর্তমানে শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বন্দী সংখ্যা প্রায় 400 জন । যদিও ওই সংশোধনাগারে মাত্র 150 জন বন্দী থাকার বন্দোবস্ত রয়েছে । আজ প্রায় 40 জন বন্দীর থাকার জন্য নতুন একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন কারা দপ্তরের DG অরুণকুমার গুপ্তা ৷

কারা DG অরুণকুমার গুপ্তা
author img

By

Published : Sep 29, 2019, 11:10 PM IST

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে বন্দীদের সংখ্যা ক্রমেই বাড়ছে । ফলে অপ্রতুল হয়ে পড়েছে বন্দীদের রাখার জায়গা । সমস্যা সমাধানে আজ একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন হল । যদিও সমস্যার সমাধান অবশ্য এখনও অধরা । সেক্ষেত্রে আরও একটি নতুন ওয়ার্ড নির্মাণের প্রয়োজন । জানালেন কারা দপ্তরের DG অরুণকুমার গুপ্তা ।

বর্তমানে শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বন্দী সংখ্যা প্রায় 400 জন । যদিও ওই সংশোধনাগারে মাত্র 150 জন বন্দী থাকার বন্দোবস্ত রয়েছে । আজ প্রায় 40 জন বন্দীর থাকার জন্য নতুন একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন কারা দপ্তরের DG ৷ পরে সংশোধনাগার পরিদর্শন করেন । আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও অংশ নেন ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিলিগুড়ির এই সংশোধনাগার রেফারেল জেল হিসেবে পরিচিত । অন্যান্য সংশোধনাগারের বন্দীরা অসুস্থ হয়ে পড়লে তাদের এই সংশোধনাগারে নিয়ে আসা হয় । সে ক্ষেত্রে বন্দীদের চাপ একটু বেশি এখানে । অরুণবাবু বলেন, "এই সংশোধনাগারে বন্দী সংখ্যা বেশি ৷ আমরা চেষ্টা করছি অ্যাডিশ্যানাল ক্যাপাসিটি তৈরি করে সমস্যা সমাধানের ৷ আজ একটি ঘর তৈরি করা হয়েছে যেখানে 40 থেকে 50 জন মতো থাকতে পারবে ৷ পরিকল্পনা আছে আগামীদিনে প্রায় 100 জন থেকে 150 জন বন্দী থাকতে পারে তারজন্য দোতলা নতুন ওয়ার্ড তৈরি করার ৷"

তিনি আরও জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা প্রিজ়ন সেলের নিরাপত্তার বিষয় মাথায় রেখে সেটাকে অত্যাধুনিক করা হবে । এছাড়াও শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের নিরাপত্তার স্বার্থে CCTV ক্যামেরা বসানো হবে । মোবাইল থেকেই তা অপারেট করবেন জেল সুপার । অন্যদিকে, ওপেন জেল তৈরি করার ক্ষেত্রে রাজ্যের কাছে অনুমোদন পাঠানো হবে । সে ক্ষেত্রে ওপেন জেল তৈরি হলে শিলিগুড়িতেই করা হবে ।

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে বন্দীদের সংখ্যা ক্রমেই বাড়ছে । ফলে অপ্রতুল হয়ে পড়েছে বন্দীদের রাখার জায়গা । সমস্যা সমাধানে আজ একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন হল । যদিও সমস্যার সমাধান অবশ্য এখনও অধরা । সেক্ষেত্রে আরও একটি নতুন ওয়ার্ড নির্মাণের প্রয়োজন । জানালেন কারা দপ্তরের DG অরুণকুমার গুপ্তা ।

বর্তমানে শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বন্দী সংখ্যা প্রায় 400 জন । যদিও ওই সংশোধনাগারে মাত্র 150 জন বন্দী থাকার বন্দোবস্ত রয়েছে । আজ প্রায় 40 জন বন্দীর থাকার জন্য নতুন একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন কারা দপ্তরের DG ৷ পরে সংশোধনাগার পরিদর্শন করেন । আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও অংশ নেন ৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শিলিগুড়ির এই সংশোধনাগার রেফারেল জেল হিসেবে পরিচিত । অন্যান্য সংশোধনাগারের বন্দীরা অসুস্থ হয়ে পড়লে তাদের এই সংশোধনাগারে নিয়ে আসা হয় । সে ক্ষেত্রে বন্দীদের চাপ একটু বেশি এখানে । অরুণবাবু বলেন, "এই সংশোধনাগারে বন্দী সংখ্যা বেশি ৷ আমরা চেষ্টা করছি অ্যাডিশ্যানাল ক্যাপাসিটি তৈরি করে সমস্যা সমাধানের ৷ আজ একটি ঘর তৈরি করা হয়েছে যেখানে 40 থেকে 50 জন মতো থাকতে পারবে ৷ পরিকল্পনা আছে আগামীদিনে প্রায় 100 জন থেকে 150 জন বন্দী থাকতে পারে তারজন্য দোতলা নতুন ওয়ার্ড তৈরি করার ৷"

তিনি আরও জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা প্রিজ়ন সেলের নিরাপত্তার বিষয় মাথায় রেখে সেটাকে অত্যাধুনিক করা হবে । এছাড়াও শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের নিরাপত্তার স্বার্থে CCTV ক্যামেরা বসানো হবে । মোবাইল থেকেই তা অপারেট করবেন জেল সুপার । অন্যদিকে, ওপেন জেল তৈরি করার ক্ষেত্রে রাজ্যের কাছে অনুমোদন পাঠানো হবে । সে ক্ষেত্রে ওপেন জেল তৈরি হলে শিলিগুড়িতেই করা হবে ।

Intro:বন্দী সংখ্যার চাপে হিমসিম খাচ্ছে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার কতৃপক্ষ, স্বীকারোক্তি কারা ডিজির

শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে বন্দীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে অপ্রতুল হয়ে পড়েছে বন্দীদের রাখার জায়গা। সমস্যা সমাধানে আজ একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন হল। যদিও সমস্যার সমাধান অবশ্য অধরা। সেক্ষেত্রে আরও একটি নতুন ওয়ার্ড নির্মান প্রয়োজন। এমনটাই দাবী কারা ডিজি অরুণ কুমার গুপ্তার। জানা গিয়েছে, বর্তমানে শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে বন্দীদের সংখ্যা কমপক্ষে ৪০০ জন। যদিও ওই সংশোধনাগারে মাত্র ১৫০ জন বন্দী থাকার বন্দোবস্ত রয়েছে।

Body:শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে কমবেশী ৪০ বন্দীর থাকার বন্দোবস্ত করতে এদিন একটি নতুন ওয়ার্ডের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কারা ডিজি অরুণ কুমার গুপ্তা। পরে তিনি সংশোধনাগার পরিদর্শন করেন। আধিকারীকদের সঙ্গে স্বল্প দৈর্ঘ্যের একটি বৈঠক সারেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কারা ডিজি অরুণ কুমার গুপ্তা বলেন, শিলিগুড়ির এই সংশোধনাগার রেফারেল জেল হিসেবে পরিগনিত। আশেপাশের জেলার সংশোধনাগারের বন্দীরা অসুস্থ হয়ে পড়লে তাদের এই সংশোধনাগারে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে বন্দিদের চাপটা একটু বেশী। সমস্যা সমাধানে আগামীতে আনুমানিক ১০০ জন বন্দীদের থাকার জন্য নতুন ওয়ার্ড গড়ে তোলা হবে।

Conclusion:এদিন তিনি আরও বলেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা প্রিজন সেলের নিরাপত্তার বিষয় মাথায় রেখে সেটিকে অত্যাধুনিক করা হবে। এছাড়াও শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হবে। মোবাইল থেকেই তা অপারেট করবেন জেল সুপার। অন্যদিকে, তিনি বলেন, ওপেন জেল তৈরী করার ক্ষেত্রে রাজ্যের কাছে অনুমোদন পাঠানো হবে। সেক্ষেত্রে ওপেন জেল তৈরী হলে শিলিগুড়িতেই করা হবে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.