শিলিগুড়ি, 15 মে: রেল প্রতিশ্রুতি দিয়েছিল বিনা পয়সায় ভিনরাজ্যের শ্রমিকদের ঘরে ফেরাবে । তা তারা করেনি। গতকাল শ্রমিক স্পেশালে বেঙ্গালুরু থেকে নিউ জলপাইগুড়ি আসা শ্রমিকদের কাছ থেকে ন্যায্য ভাড়ার চেয়েও বাড়তি টিকিটের দাম নেওয়া হয়েছে বলে অভিযোগে করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁর কথায়, দেশজুড়ে BJP সরকার যে সব আর্থিক প্যাকেজ ঘোষণা করছে তা শুধুমাত্র কথার জাগলারি। বাস্তবে তার প্রতিফলন নেই।
শুক্রবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানে একাধিক বিষয়ে কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। গৌতম দেব অভিযোগ করেন, শ্রমিক স্পেশালে ন্যায্য ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। তাঁর কটাক্ষ, "রেল বা কেন্দ্র শ্রমিকদের ভাড়া দিতে না পারলে রাজ্যকে বলুক রাজ্য তা দিয়ে দেবে।" তাঁর অভিযোগ, "ট্রেনে শ্রমিকদের পর্যাপ্ত খাবার, জল দেওয়া হয়নি।"
মন্ত্রী বলেন, "দেশজুড়ে মানুষের পাশে থাকার কথা বলে BJP সরকার যে সব প্যাকেজ ঘোষণা করছে বাস্তবে তার কোনও প্রতিফলন নেই। সবটাই ফানুস। প্রচার সর্বস্ব সস্তার রাজনীতি। অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশের মানুষের থেকে বহু অর্থ সংগ্রহ হয়েছে। এখন কেন্দ্রের দায়িত্ব বিনামূল্যে দেশের প্রত্যেক মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া।"
আজ এইসঙ্গে মন্ত্রী জানান, "ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে অতিরিক্ত 105টি ট্রেন চালাতে অনুরোধ করেছেন। BJP প্রচার করছে। মানুষের স্বার্থে মানুষের পাশে আছেন কেবল মুখ্যমন্ত্রী।"