ETV Bharat / city

জুয়ার আসরে গ্রেফতার চার ব্য়বসায়ী, উদ্ধার 4 লাখ টাকা - gambling

জুয়ার আসর থেকে গ্রেফতার চার ব্য়বসায়ী ৷ উদ্ধার 4 লাখ 26 টাকা ৷ ঘটনাটি ঘটে শিলিগুড়ির সেবক রোডের একটি বিলাসবহুল হোটেলে ৷

four businessmen arrested during gambling in a hotel in Siliguri
জুয়ার আসরে গ্রেফতার চার ব্য়বসায়ী, উদ্ধার নগদ 4 লাখ
author img

By

Published : Jun 5, 2021, 6:44 PM IST

শিলিগুড়ি, 5 জুন : করোনা আবহে সরকার নির্দিষ্ট বিধিনিষেধ উপেক্ষা করেই বসে ছিল জুয়ার আসর ৷ মানা হচ্ছিল না বিশেষজ্ঞদের স্থির করা স্বাস্থ্যবিধিও ৷ ঘটনাটি ঘটে শিলিগুড়ির সেবক রোডের একটি বিলাসবহুল হোটেলে ৷ গোপন সূত্রে এই অনিয়মের খবর পেয়েই ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় চারজনকে ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাবতীয় করোনাবিধি ও সরকার প্রদত্ত বিধিনিষেধের তোয়াক্কা না করেই জুয়ার আসর বসানো হয়েছিল ওই হোটেলে ৷ মাঝরাতে সেই খবর আসে পুলিশের কাছে ৷ এরপরই সেখানে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ৷

জুয়ার আসর থেকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সেবক রোডের বাসিন্দা বিরজু আগরওয়াল ও দীপক আগরওয়াল, জ্যোতিনগরের বাসিন্দা প্রমোদ কুমার আগরওয়াল এবং পাঞ্জাবি পাড়ার বাসিন্দা কেশব আগরওয়াল।

আরও পড়ুন : জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি

পুলিশ সূত্রে খবর, ঘটনায় ধৃতরা প্রত্যেকেই শহরের নামী ব্যবসায়ী ৷ এছাড়া জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে 4 লাখ 26 টাকা ৷ উদ্ধার করা হয়েছে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীও ৷ শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয় বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার ৷

শিলিগুড়ি, 5 জুন : করোনা আবহে সরকার নির্দিষ্ট বিধিনিষেধ উপেক্ষা করেই বসে ছিল জুয়ার আসর ৷ মানা হচ্ছিল না বিশেষজ্ঞদের স্থির করা স্বাস্থ্যবিধিও ৷ ঘটনাটি ঘটে শিলিগুড়ির সেবক রোডের একটি বিলাসবহুল হোটেলে ৷ গোপন সূত্রে এই অনিয়মের খবর পেয়েই ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় চারজনকে ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাবতীয় করোনাবিধি ও সরকার প্রদত্ত বিধিনিষেধের তোয়াক্কা না করেই জুয়ার আসর বসানো হয়েছিল ওই হোটেলে ৷ মাঝরাতে সেই খবর আসে পুলিশের কাছে ৷ এরপরই সেখানে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ ৷

জুয়ার আসর থেকে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সেবক রোডের বাসিন্দা বিরজু আগরওয়াল ও দীপক আগরওয়াল, জ্যোতিনগরের বাসিন্দা প্রমোদ কুমার আগরওয়াল এবং পাঞ্জাবি পাড়ার বাসিন্দা কেশব আগরওয়াল।

আরও পড়ুন : জুয়ার ঠেকে অভিযান, গ্রেফতার মালিক-সহ বেশ কয়েকজন জুয়াড়ি

পুলিশ সূত্রে খবর, ঘটনায় ধৃতরা প্রত্যেকেই শহরের নামী ব্যবসায়ী ৷ এছাড়া জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে 4 লাখ 26 টাকা ৷ উদ্ধার করা হয়েছে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীও ৷ শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয় বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.