ETV Bharat / city

Parrot Rescue : পাচারের আগেই উদ্ধার 55টি টিয়া পাখি - বন্যপ্রাণ

গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য ৷ পাচারের আগেই উদ্ধার 55টি টিয়া পাখি ৷ গ্রেফতার দুই অভিযুক্ত ৷ শিলিগুড়ি লাগোয়া বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের ঘটনা ৷

forest department rescue 55 parrots near Siliguri
Parrot Recover : পাচারের আগেই উদ্ধার 55 টি টিয়া পাখি
author img

By

Published : Sep 3, 2021, 4:09 PM IST

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বন দফতর ৷ পাচারের আগেই উদ্ধার হল অসংখ্য টিয়া পাখি ৷ পাখি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জে ৷

আরও পড়ুন : birds rescue : ফের বিপুল সংখ্যক বিরল পাখি উদ্ধার মালদায়

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন ক্যানেল রোড এলাকায় অভিযান চালান বনকর্মীরা ৷ এই অভিযানেই দুই যুবককে পাখি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোট 55টি টিয়া পাখি ৷ ধৃত যুবকদের নাম, দীনেশ দাস ও সাজ্জাদ আলম ৷ তারা দু‘জনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিকৃষ্ণণ বলেন, ‘‘ওই টিয়াগুলি মালবাজার থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তার আগেই অভিযান চালানো হয় ৷ তাতেই পাখিগুলিকে উদ্ধার করা সম্ভব হয় ৷ উদ্ধার হওয়া এই টিয়াগুলিকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে ৷ তাদের মধ্যে কোনও অসুস্থতা বা সমস্যা না থাকলে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷ এই ঘটনায় বিহারের দুই বাসিন্দকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ৷’’

আরও পড়ুন : বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে 512টি টিয়া পাখি উদ্ধার

সূত্রের খবর, চোরাবাজারে আচমকা ফের টিয়া পাখির চাহিদা বেড়ে গিয়েছে ৷ সম্প্রতি কলকাতা-যোগবাণী এক্সপ্রেসে অভিযান চালিয়ে 512টি টিয়া পাখি পাচারের আগেই উদ্ধার করেছিল আরপিএফ ৷ একইভাবে জলপাইগুড়ি জেলার গরুমারা বনবিভাগ অভিযান চালিয়ে গবরুধরা এলাকা থেকে 60টি টিয়া পাখি উদ্ধার করেছিল ৷ পর পর এমন ঘটনায় চিন্তা বেড়েছে বন দফতরের ৷ জঙ্গলের সম্পদ রক্ষা করতে নজরদারি বাড়ানো হয়েছে ৷ সজাগ থাকতে বলা হয়েছে বনকর্মীদেরও ৷

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বন দফতর ৷ পাচারের আগেই উদ্ধার হল অসংখ্য টিয়া পাখি ৷ পাখি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জে ৷

আরও পড়ুন : birds rescue : ফের বিপুল সংখ্যক বিরল পাখি উদ্ধার মালদায়

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে আসা খবরের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন ক্যানেল রোড এলাকায় অভিযান চালান বনকর্মীরা ৷ এই অভিযানেই দুই যুবককে পাখি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোট 55টি টিয়া পাখি ৷ ধৃত যুবকদের নাম, দীনেশ দাস ও সাজ্জাদ আলম ৷ তারা দু‘জনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিকৃষ্ণণ বলেন, ‘‘ওই টিয়াগুলি মালবাজার থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তার আগেই অভিযান চালানো হয় ৷ তাতেই পাখিগুলিকে উদ্ধার করা সম্ভব হয় ৷ উদ্ধার হওয়া এই টিয়াগুলিকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে ৷ তাদের মধ্যে কোনও অসুস্থতা বা সমস্যা না থাকলে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷ এই ঘটনায় বিহারের দুই বাসিন্দকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে ৷’’

আরও পড়ুন : বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে 512টি টিয়া পাখি উদ্ধার

সূত্রের খবর, চোরাবাজারে আচমকা ফের টিয়া পাখির চাহিদা বেড়ে গিয়েছে ৷ সম্প্রতি কলকাতা-যোগবাণী এক্সপ্রেসে অভিযান চালিয়ে 512টি টিয়া পাখি পাচারের আগেই উদ্ধার করেছিল আরপিএফ ৷ একইভাবে জলপাইগুড়ি জেলার গরুমারা বনবিভাগ অভিযান চালিয়ে গবরুধরা এলাকা থেকে 60টি টিয়া পাখি উদ্ধার করেছিল ৷ পর পর এমন ঘটনায় চিন্তা বেড়েছে বন দফতরের ৷ জঙ্গলের সম্পদ রক্ষা করতে নজরদারি বাড়ানো হয়েছে ৷ সজাগ থাকতে বলা হয়েছে বনকর্মীদেরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.