ETV Bharat / city

Mamata Meets Dhankhar: দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মমতা, ছিলেন অসমের মুখ্যমন্ত্রীও - দার্জিলিংয়ের রাজভবনে বৈঠক করলেন মমতা

দার্জিলিংয়ের রাজভবনে টানা তিন ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী (Mamata meets governor) ৷ উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ বৈঠক শেষে মমতা বলেন, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ ৷ তবে সংঘাতের আবহে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Mamata meets Dhankhar
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মমতার
author img

By

Published : Jul 13, 2022, 8:52 PM IST

দার্জিলিং, ১৩ জুলাই : প্রায় তিন ঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে কলকাতা থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান ও আদিকবি ভানুভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে পাহাড় সফরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে যান মুখ্যমন্ত্রীও। সেই সময় রাজভবনে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Mamata meets Dhankhar and Assam CM)। রাজ্যপাল ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টানা প্রায় তিন ঘন্টা বৈঠক চলে মুখ্যমন্ত্রীর ৷

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ধনখড় ৷ সাম্প্রতিক সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিকবার তোপ দেগেছেন রাজ্যপাল ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি ৷ এমতাবস্থায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের

এ প্রসঙ্গে সাংবাদিকদের মমতা বলেন, "গোটাটাই সৌজন্য সাক্ষাৎ ছিল। এক কাপ চা আর একটা বিস্কুট খেয়েছি। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে। ভালো লাগছে। আমি যখন কামাক্ষা সফরের গিয়েছিলাম তখন অসম সরকারও সাহায্য করছিল। আমার মনে হয় পাশাপাশি অবস্থিত দুটি রাজ্যের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। তাছাড়া আমরা অসমের সঙ্গে সীমান্ত ভাগ করি। অসমের অনেক মানুষ বাংলায় থাকেন আবার অনেক বাংলার মানুষও অসমে থাকেন। সেক্ষেত্রে দুই সরকারের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার।' মুখ্যমন্ত্রী জানান অসমের মুখ্যমন্ত্রী তাঁকে সে রাজ্যের উত্তরীয় উপহার দিয়েছেন ৷ পাশাপাশি তিনিও বাংলার উত্তরীয় উপহার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীকে ৷ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত থেকে শুরু অশোক স্তম্ভ বিতর্ক-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে ৷ কিন্তু তিনি জানান বৈঠকে এ ধরনের কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি এদিন ৷

দার্জিলিং, ১৩ জুলাই : প্রায় তিন ঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে কলকাতা থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান ও আদিকবি ভানুভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে পাহাড় সফরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে যান মুখ্যমন্ত্রীও। সেই সময় রাজভবনে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Mamata meets Dhankhar and Assam CM)। রাজ্যপাল ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টানা প্রায় তিন ঘন্টা বৈঠক চলে মুখ্যমন্ত্রীর ৷

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ধনখড় ৷ সাম্প্রতিক সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিকবার তোপ দেগেছেন রাজ্যপাল ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি ৷ এমতাবস্থায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপালের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের

এ প্রসঙ্গে সাংবাদিকদের মমতা বলেন, "গোটাটাই সৌজন্য সাক্ষাৎ ছিল। এক কাপ চা আর একটা বিস্কুট খেয়েছি। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে। ভালো লাগছে। আমি যখন কামাক্ষা সফরের গিয়েছিলাম তখন অসম সরকারও সাহায্য করছিল। আমার মনে হয় পাশাপাশি অবস্থিত দুটি রাজ্যের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। তাছাড়া আমরা অসমের সঙ্গে সীমান্ত ভাগ করি। অসমের অনেক মানুষ বাংলায় থাকেন আবার অনেক বাংলার মানুষও অসমে থাকেন। সেক্ষেত্রে দুই সরকারের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার।' মুখ্যমন্ত্রী জানান অসমের মুখ্যমন্ত্রী তাঁকে সে রাজ্যের উত্তরীয় উপহার দিয়েছেন ৷ পাশাপাশি তিনিও বাংলার উত্তরীয় উপহার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীকে ৷ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত থেকে শুরু অশোক স্তম্ভ বিতর্ক-সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে ৷ কিন্তু তিনি জানান বৈঠকে এ ধরনের কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি এদিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.