ETV Bharat / city

হাথরস নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন ? প্রশ্ন চন্দ্রিমার - মহিলা তৃণমূলের মিছিল

হাথরস কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস ৷ মিছিলে অংশ নেন চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম দেব সহ অন্যরা ।

tmc rally at siliguri
হাথরস কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল
author img

By

Published : Oct 13, 2020, 4:29 PM IST

Updated : Oct 13, 2020, 5:59 PM IST

শিলিগুড়ি, 13 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে আজ শিলিগুড়িতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস । মিছিলে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম দেব সহ অন্যরা ।

শিলিগুড়িতে মিছিলে অংশ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "হাথরসের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মৌন কেন ? কেন মন কি বাতে জায়গা পাচ্ছে না হাথরস প্রসঙ্গ?" বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় হাসমি চকে । সেখানে হাথরসের ঘটনার প্রতিবাদে প্রতীকী দাহকার্য করে প্রতিবাদ জানানো হয় । উল্লেখ্য, পরিবারকে না জানিয়ে রাতেই পুলিশ হাথরসের নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে ৷

শিলিগুড়িতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কোরোনা মোকাবিলায় রাজ্য এক নম্বরে রয়েছে । খুব ভালো কাজ করছে রাজ্য সরকার।" তিনি বলেন, কোরোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়েই কয়েকটি হাসপাতালে বেড বাড়ানো হয়েছে। রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

শিলিগুড়ি, 13 অক্টোবর : হাথরসের ঘটনার প্রতিবাদে আজ শিলিগুড়িতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস । মিছিলে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম দেব সহ অন্যরা ।

শিলিগুড়িতে মিছিলে অংশ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "হাথরসের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মৌন কেন ? কেন মন কি বাতে জায়গা পাচ্ছে না হাথরস প্রসঙ্গ?" বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় হাসমি চকে । সেখানে হাথরসের ঘটনার প্রতিবাদে প্রতীকী দাহকার্য করে প্রতিবাদ জানানো হয় । উল্লেখ্য, পরিবারকে না জানিয়ে রাতেই পুলিশ হাথরসের নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে ৷

শিলিগুড়িতে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "কোরোনা মোকাবিলায় রাজ্য এক নম্বরে রয়েছে । খুব ভালো কাজ করছে রাজ্য সরকার।" তিনি বলেন, কোরোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়েই কয়েকটি হাসপাতালে বেড বাড়ানো হয়েছে। রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

Last Updated : Oct 13, 2020, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.