শিলিগুড়ি, 15 এপ্রিল: বীরভূম, হাঁসখালি, শান্তিনিকেতনের পর এবার শিলিগুড়ি ৷ একের এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যে ৷ চাকরির প্রলোভন দেখিয়ে হোটেলে ডেকে শিলিগুড়িতে ভিন রাজ্যের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল (Allegation Of Rape in siliguri ৷ অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত বাবলু সরকার স্থানীয় ফুলবাড়ির আম্বিকা নগরের বাসিন্দা ৷ গৌতম দাস ভারত নগরের বাসিন্দা । অভিযোগ, এই দুই যুবক দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানারকম চাকরির শূন্যপদের ভুয়ো বিজ্ঞপন দিত । এরপর কোনও চাকরি প্রার্থী আবেদন করলে তাদের শহরের বিভিন্ন হোটেলে ডেকে ইন্টারভিউয়ে পাস করিয়ে দেওয়ার নাম করে টাকা নিত ।
সম্প্রতি ৯ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় একটি বেসরকারি সংস্থার অ্যাটেন্ডেন্টের জন্য মহিলার প্রয়োজন বলে একটি ভুয়ো বিজ্ঞপ্তি দেয় অভিযুক্তরা । বিজ্ঞপ্তি দেখে সিকিমের এক যুবতী যোগাযোগ করে । দিন কয়েকবাদে ইন্টারভিউয়ের নামে ওই যুবতীকে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন একটি হোটেলে ডেকে পাঠায় অভিযুক্তরা । যুবতী হোটেলে ইন্টারভিউ দিতে গেলে তাঁকে ওই দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ । মাটিগাড়া থানার অর্ন্তগত মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ওই যুবতী ৷
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি কুনওয়ার ভুষণ সিং বলেন, "অভিযোগ পেয়েই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে । তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । সব খতিয়ে দেখা হচ্ছে ।"