ETV Bharat / city

Protest in Support of Wriddhiman : পাপালিকে টেস্ট দলে ফেরানোর দাবিতে সোচ্চার শিলিগুড়ি - ঋদ্ধিমানের সমর্থনে শিলিগুড়িতে বিক্ষোভ

ঋদ্ধিকে টেস্টে দলে ফেরানোর দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে (Agitation in Siliguri for Demanding Return of Wriddhiman Saha in Test Squad) ৷ 33নং ওয়ার্ডে গেট বাজার এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান সেখানকার ক্রিকেট প্রেমিরা ৷ তাঁদের অভিযোগ, অন্যায়ভাবে ঋদ্ধিকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে ৷

Agitation in Siliguri for Demanding Return of Wriddhiman Saha in Test Squad
Agitation in Siliguri for Demanding Return of Wriddhiman Saha in Test Squad
author img

By

Published : Feb 20, 2022, 6:49 PM IST

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি : ঋদ্ধিমান সাহাকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়ার আঁচ পড়ল তাঁর শহর শিলিগুড়িতে ৷ পাপালিকে ভারতীয় দলে ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁর অনুরাগীরা (Protest in Support of Wriddhiman) ৷ রবিবার সকালে শিলিগুড়ির 33নং ওয়ার্ডের গেট বাজারে ঋদ্ধিকে দলে ফেরানোর দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন তাঁরা ৷

‘ফ্লাইং সাহা’ যে ভারতীয় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, টিম ম্যানেজমেন্টের পরামর্শমতো আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন এক বোর্ড আধিকারিক ৷ শ্রীলঙ্কা সফরে ঋদ্ধিকে যে দলে রাখা হবে না, তাও নাকি ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছিলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা ৷ গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ঘোষিত ভারতীয় টেস্ট দলে স্বাভাবিকভাবেই সেখানে ঋদ্ধির নাম ছিল না ৷ ভারতীয় দলের এই দীর্ঘদিনের সৈনিকের এভাবে বাদ পড়া মেনে নিতে পারছে না পাপালির শহর, শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা ৷ আর তাই আজ অবস্থান বিক্ষোভে নামেন তাঁরা ৷

ঋদ্ধিকে টেস্ট দলে ফেরানোর দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে

আরও পড়ুন : Wriddhiman On His Future : অবসরের ভাবনা নেই, সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ বাড়াব : ঋদ্ধিমান

বর্তমানে খারাপ ফর্ম চললেও, তাঁকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তাঁর শহরের মানুষজন ৷ প্রসঙ্গত, জাতীয় দলে থাকছেন না জেনে, এ বার রঞ্জিতেও খেলছেন না ঋদ্ধি ৷ তবে, রঞ্জিতে না খেলার কারণ সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছেন ঋদ্ধিমান ৷

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি : ঋদ্ধিমান সাহাকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়ার আঁচ পড়ল তাঁর শহর শিলিগুড়িতে ৷ পাপালিকে ভারতীয় দলে ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁর অনুরাগীরা (Protest in Support of Wriddhiman) ৷ রবিবার সকালে শিলিগুড়ির 33নং ওয়ার্ডের গেট বাজারে ঋদ্ধিকে দলে ফেরানোর দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন তাঁরা ৷

‘ফ্লাইং সাহা’ যে ভারতীয় টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, টিম ম্যানেজমেন্টের পরামর্শমতো আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন এক বোর্ড আধিকারিক ৷ শ্রীলঙ্কা সফরে ঋদ্ধিকে যে দলে রাখা হবে না, তাও নাকি ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছিলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা ৷ গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ঘোষিত ভারতীয় টেস্ট দলে স্বাভাবিকভাবেই সেখানে ঋদ্ধির নাম ছিল না ৷ ভারতীয় দলের এই দীর্ঘদিনের সৈনিকের এভাবে বাদ পড়া মেনে নিতে পারছে না পাপালির শহর, শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা ৷ আর তাই আজ অবস্থান বিক্ষোভে নামেন তাঁরা ৷

ঋদ্ধিকে টেস্ট দলে ফেরানোর দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে

আরও পড়ুন : Wriddhiman On His Future : অবসরের ভাবনা নেই, সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ বাড়াব : ঋদ্ধিমান

বর্তমানে খারাপ ফর্ম চললেও, তাঁকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তাঁর শহরের মানুষজন ৷ প্রসঙ্গত, জাতীয় দলে থাকছেন না জেনে, এ বার রঞ্জিতেও খেলছেন না ঋদ্ধি ৷ তবে, রঞ্জিতে না খেলার কারণ সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছেন ঋদ্ধিমান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.