ETV Bharat / city

মিরিকের কোরোনা আক্রান্তের পরিবারের 9 সদস্যের রিপোর্ট নেগেটিভ - কোরোনা

আজ গৌতম দেব বলেন, কোরোনা বাড়ছে। সচেতনতাই একমাত্র দাওয়াই । মানুষকে মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । এই শিলিগুড়িতে কোরোনা হাসপাতাল সাফল্যের সঙ্গেই কাজ করছে ।

swab test
সোয়াব টেস্ট
author img

By

Published : May 21, 2020, 5:11 PM IST

শিলিগুড়ি,21মে : শিলিগুড়ির কোরোনা হাসপাতালের দুই টেকনিশিয়ানের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । এদিকে মিরিকের সৌরিনির এক মহিলা অসমে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে তাঁর পরিবারের 9 সদস্যের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মিরিকের ব্লক স্বাস্থ্য আধিকারিক।


আজ গৌতম দেব বলেন, কোরোনা বাড়ছে। সচেতনতাই একমাত্র দাওয়াই । মানুষকে মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । এই শিলিগুড়িতে কোরোনা হাসপাতাল সাফল্যের সঙ্গেই কাজ করছে।

তিনি বলেন, মাটিগাড়ায় কোরোনা হাসপাতালে দুই টেকনিশিয়ানের কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে । বর্তমানে শিলিগুড়ির তিন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে মাটিগাড়ার ওই হাসপাতালে।

শিলিগুড়ি,21মে : শিলিগুড়ির কোরোনা হাসপাতালের দুই টেকনিশিয়ানের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । এদিকে মিরিকের সৌরিনির এক মহিলা অসমে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে তাঁর পরিবারের 9 সদস্যের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মিরিকের ব্লক স্বাস্থ্য আধিকারিক।


আজ গৌতম দেব বলেন, কোরোনা বাড়ছে। সচেতনতাই একমাত্র দাওয়াই । মানুষকে মাস্ক, স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । এই শিলিগুড়িতে কোরোনা হাসপাতাল সাফল্যের সঙ্গেই কাজ করছে।

তিনি বলেন, মাটিগাড়ায় কোরোনা হাসপাতালে দুই টেকনিশিয়ানের কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে । বর্তমানে শিলিগুড়ির তিন কোরোনা আক্রান্তের চিকিৎসা চলছে মাটিগাড়ার ওই হাসপাতালে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.