শিলিগুড়ি, 16 জুন : অভিযান চালিয়ে বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । পিকআপ ভ্যানে করে গাঁজা পাচারের ছক বানচাল করে দিল পুলিশ । মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে পাচারের আগেই বিপুল পরিমান গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল এনজেপি (NJP) থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অর্জুন সুত্রধর । সে কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরের বাসিন্দা । এদিন রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকার জটিয়াখালিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ । রাতে একটি পিকআপ ভ্যানে করে ওই যুবক কোচবিহার থেকে বারাসতে ওই গাঁজা পাচারের পরিকল্পনা করেছিল । কিন্তু তার আগেই অভিযান চালিয়ে তাকে পাকরাও করে পুলিশ ।
গাড়িটিতে তল্লাসি চালিয়ে 28টি প্যাকেট থেকে উদ্ধার হয় 156 কেজি গাঁজা । এক একটি প্যাকেটে প্রায় 6 কেজি গাঁজা ছিল । উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় 50 লাখ টাকা ।
আরও পড়ুন: মাথাভাঙা থেকে উদ্ধার 29 কেজি গাঁজা , গ্রেফতার 2
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (DCP পূর্ব, জোন 1) জয় টুডু বলেন, "বারাসতে ওই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে । আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । "